মোবাইল টাওয়ারে নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করা হয় কেন? আজ এই আর্টিকেলটি আপনাদের সাথে শেয়ার করব। চলছে লকডাউন। অনেকের ঘরে বসেই কাটছে দিন। তাই এখন নিত্যদিনের সাথী হল মোবাইল। মোবাইল নিয়েই এখন আমাদের দিন অতিবাহিত হচ্ছে। ঘরে বসে বন্ধুদের ফোন কল, ভিডিও চ্যাট, ম্যাসেজিং চলছেই অহরহ। কিন্তু তার জন্য প্রয়োজন নেটওয়ার্ক।
মোবাইল টাওয়ারে নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করা হয় কেন?
- আমাদের নেটওয়ার্ক সুবিধার জন্য আমাদের আশেপাশেই রয়েছে মোবাইল টাওয়ার।
- এই মোবাইল টাওয়ার গুলো বাড়ির ছাদে বসানো থাকে বা ভূমি থেকে অনেক লম্বা হয়।
- এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে মোবাইল টাওয়ার বাড়ির ছাদে বসানো থাকে কেন? | Base Transceiver Station এই আর্টিকেল থেকে ঘুরে আসতে পারেন।
- এখন এই মোবাইল টাওয়ারে গোলাকৃতির বা আয়তাকার রেডিও এন্টেনা দেখা যায়। এগুলোকে সেক্টর এন্টেনাও বলে।
- এই এন্টেনা গুলোই মোবাইল টাওয়ারের মূল চালিকাশক্তি। গ্রাহক এবং প্রেরকের ডাটা পৌছে দেয়ার কাজ করে এই এন্টেনাগুলো।
- তাই এই এন্টেনাগুলোকে চার্জ আপ করার দরকার হয়। এজন্য মোবাইল টাওয়ার বা BTS (Base Transceiver Station) এর জন্য আলাদা পাওয়ার হাউজ থাকে।
- যেখানে ইউ পি এস এর মাধ্যমে মাইনাস ৪৮ ভোল্ট ডিসি ভোল্টেজ সরবরাহ করা হয়। মূল প্রশ্ন কিন্তু এখানেই। কেন নেগেটিভ ভোল্টেজ সরবরাহ করা হয়? প্লাস ৪৮ ভোল্টও ত সরবরাহ করা যেত?
- সাধারণত অতিরিক্ত বা সার্জ ভোল্টেজ দমনের জন্যই এই নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করা হয়।
- বর্ষাকালে বজ্রপাত টাওয়ারে আঘাত করলে সার্জ ভোল্টেজ তৈরি হয়। এই নেগেটিভ ভোল্টেজের দরুণ সার্জ ভোল্টেজ কিছুটা প্রশমিত হয়।
- ধরলাম, বজ্রপাতজনিত কারণে ১০০ ভোল্ট টাওয়ারে প্রবেশ করতে চাইল।
- কিন্তু নেগেটিভ ভোল্টেজের দরুণ এই ভোল্টেজ হবে = ১০০ – ৪৮ = ৫২ ভোল্ট।
- আর বাকি অযাচিত ভোল্টেজ আর্থিং ক্যাবলের মাধ্যমে গ্রাউন্ডে চলে যাবে।
- কিন্তু যদি পজেটিভ ভোল্টেজ দেয়া হত তাহলে এক্ষেত্রে কনজিউমড ভোল্টেজ হত = ১০০ + ৪৮ = ১৪৮ ভোল্ট।
- মানে ভোল্টেজ আরো বেড়ে যেত।
- অর্থাৎ বজ্রপাতের ইমপালসিভ বা সার্জ ভোল্টকে অবদমন করতেই টাওয়ারে মাইনাস ৪৮ ভোল্ট সাপ্লাই দেয়া হয়।
টেলিকমিউনিকেশন রিলেটেড আর্টিকেলগুলো বরাবরই খুব আকর্ষণীয়। আমাদের ব্লগে এ সম্পর্কিত অনেক আর্টিকেল আছে। আগামীতেও আপনাদের সাথে অনেক আর্টিকেল শেয়ার করব ইনশাল্লাহ।
টেলিকমিউনিকেশন রিলেটেড আরো কিছু আর্টিকেল
টাওয়ারের এন্টেনা ডিজাইন কিভাবে করা হয় বিস্তারিত পড়ুন