১৩২ কিলোভোল্ট ট্রান্সমিশন লাইনের বিভিন্ন ইকুইপমেন্টের সাথে পরিচিতি

মনে করুন, ঈদের ছুটি পেয়ে গ্রামের বাড়ি বেড়াতে যাচ্ছেন। মনস্থির করলেন ট্রেনযোগে বাড়ি যাবেন। নিজের জন্য কেটে নিলেন ট্রেনের একটি টিকেট। নিজের কামরায় গিয়ে বসতেই চালু হল ট্রেন। ধীরে ধীরে ট্রেনের গতি বাড়ছে এবং ট্রেনটি গ্রাম বাংলার সুন্দর প্রকৃতির মধ্য দিয়ে যাচ্ছে। আর সবুজ মাঠের মধ্যে একটি চোখ জুড়ানো ১৩২ কিলোভোল্টের ট্রান্সমিশন লাইন আপনার চোখে পড়ল। আপনি বেশ মনযোগ দিয়েই ট্রান্সমিশন লাইনটিকে পর্যবেক্ষণ করতে লাগলেন। কত ইকুইপমেন্ট চোখে পড়ল আপনার। কোনটি সম্পর্কে আপনি অবগত আর কোনটি সম্পর্কে নয়। তাহলে চলুন একটি ১৩২ কিলোভোল্ট ট্রান্সমিশন লাইনে কি কি ডিভাইস/ইকুইপমেন্ট থাকে তা বিস্তারিতভাবে আলাপ হবে।

ক্রসআর্ম

  • ক্রসআর্ম সাধারণত স্টিলের এংগেল সেকশন বা কাঠের হতে পারে। 
  • টাওয়ারে নাট-বোল্ট, ক্ল্যাম্প ইত্যাদির সাহায্যে লাইন ইন্সুলেটর আটকানো হয়ে থাকে। 
  • মানুষের দুই হাতের ন্যায় টাওয়ারেরও দুই হাত হল ক্রসআর্ম যা ইন্সুলেটর ধারণ করে। 
ট্রান্সমিশন লাইন ক্রসআর্ম
ক্রসআর্ম

ইন্সুলেটর

  • টাওয়ারের মেটাল বডি যেন শর্ট সার্কিট না হয়ে যায় সেজন্য টাওয়ারের ক্রসআর্মের সাথে ইন্সুলেটর লাগানো হয়ে থাকে। 
  • সাধারণত ট্রান্সমিশন লাইনে সাসপেনশন টাইপ ইন্সুলেটর ব্যবহার করা হয় যা গত আর্টিকেলেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। 
  • আর ১৩২ কিলোভোল্ট ট্রান্সমিশন লাইনে সাধারণত ছয়টি ইন্সুলেটর লাগানো থাকে। 
  • এই ইন্সুলেটর যখন উলম্বভাবে থাকে তখন তাকে সাসপেনশন টাইপ ইন্সুলেটর এবং যখন আনুভূমিকভাবে থাকে তখন তাকে স্ট্রেইন টাইপ ইন্সুলেটর বলে। 
ট্রান্সমিশন লাইন ইন্সুলেটর
ইন্সুলেটর

কন্ডাক্টর 

  • ট্রান্সমিশন লাইনে বেশিরভাগ এলুমিনিয়াম উপাদানের ACSR (Aluminium Core Strained Rainforced) ক্যাবল ব্যবহার করা হয়। 
  • কন্ডাক্টর বা পরিবাহীর মাধ্যমেই বিদ্যুৎ একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হতে পারে। 
  • ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইনের ক্রসআর্মের দুপাশে ছয়টি কন্ডাক্টর থাকে।
ট্রান্সমিশন লাইন কন্ডাক্টর
কন্ডাক্টর

গার্ড ওয়্যার 

  • যখন পাওয়ার লাইন টেলিফোন লাইন কিংবা কোন মোবাইল টাওয়ার অতিক্রম করে তখন সেই পাওয়ার লাইনগুলোর উপরে এবং নীচে গার্ড ওয়্যার ব্যবহার করা হয়। 
  • এগুলো আর্থের সাথে সংযোগ থাকে।
ট্রান্সমিশন লাইন গার্ড ওয়্যার
গার্ড ওয়্যার

বার্ড গার্ড 

  • এগুলো ইবোনাইটের তৈরি দাঁতের ন্যায় লম্বা প্লেট বিশেষ। 
  • পাখি ইন্সুলেটর পিন এবং কন্ডাক্টরের সাথে যেন শর্ট সার্কিট না তৈরি করতে পারে সেজন্য এটি ব্যবহার করা হয়ে থাকে।
ট্রান্সমিশন লাইন বার্ড গার্ড
বার্ড গার্ড

ভাইব্রেশন ড্যাম্পার

সাধারণত বাতাসের দরুণ ট্রান্সমিশন লাইনের কম্পন এড়াতে ভাইব্রেশন ড্যাম্পার ব্যবহার করা হয়ে থাকে।

ট্রান্সমিশন লাইন ভাইব্রেশন ড্যাম্পার
ভাইব্রেশন ড্যাম্পার

জাম্পার

নদীর দুই পাড়ের লোক যেমন সেতুর মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে তেমনিভাবে জাম্পার লাইনের সাহায্যে বিদ্যুৎ টাওয়ার বডির এক পাশ থেকে অন্য পাশে স্থানান্তরিত হতে পারে।

ট্রান্সমিশন লাইন জাম্পার
জাম্পার

অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার 

  • ট্রান্সমিশন লাইনের শীর্ষবিন্দুতে একটি সরু তার লাগানো থাকে। 
  • এটি মূলত অপটিক্যাল ফাইবার যার সাহায্যে সাবস্টেশন টু সাবস্টেশনের মধ্যে SCADA (Supervisory Control & Data Acquisition System) পদ্ধতিতে যোগাযোগ রক্ষিত হতে পারে। 
  • এছাড়া এটি বজ্রপাতের দরুণ সৃষ্ট অতিরিক্ত প্রবাহকেও দমন করতে পারে। 
  • আর এই দুই কাজে অংশগ্রহণ করে বলেই একে বলা হয় অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার। আপনি আরো বিস্তারিত জানার জন্য ট্রান্সমিশন লাইনে ব্যবহৃত অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার এই আর্টিকেলটি পড়ে নিতে পারেন।
ট্রান্সমিশন লাইন অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার
অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার

ট্রান্সমিশন লাইন নিয়ে বরাবরই আমাদের কৌতূহলের শেষ নেই। আর সেসমস্ত কৌতূহল মেটানোর জন্য বিভিন্ন আর্টিকেল নিয়ে ভোল্টেজ ল্যাব সর্বদা উপস্থিত হয় আপনাদের সামনে। তাই পাঠকবৃন্দ, আমাদের পাশে থেকে অনুপ্রেরণা যোগালে আমাদের কাজ করার শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে। ধন্যবাদ।

আরো কিছু আর্টিকেল

ট্রান্সমিশন লাইন ব্যতীত বিদ্যুৎ সঞ্চালন কি সম্ভব?

ট্রান্সমিশন লাইনের ট্রান্সপজিশন সিস্টেম | পাওয়ার এবং টেলিফোন লাইনের যুদ্ধ

ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ড পাওয়ার লাইনের মধ্যে কোনটির ব্যবহার বেশি সুবিধাজনক হবে?