হলিউডের একশন মুভি নিশ্চয়ই দেখেছেন? সেখানে দেখা যায় একসাথে একই সময়ে দুটো মোবাইলেই কল আসে। The Bourne Supermacy নামক মুভিটিতে সিম ক্লোনের বিষয়টুকু ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে ত মুভির মাধ্যমে ব্যাপারটিকে তুলে ধরা হয়েছে কিন্তু এখানে লেখনীর মাধ্যমে সিম ক্লোনিং ব্যাপারটিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার প্রচেষ্টা করব ইনশাল্লাহ।
সিম ক্লোনিং ব্যাপারটি আসলে কি?
আগে সিম্পলি সিম ক্লোনিং এর লক্ষণগুলো তুলে ধরা যাকঃ
- যে সিমটি আপনি ব্যবহার করছেন, সেই সিম টি যদি অন্য কেউ ব্যবহার করে কিংবা যদি এক নাম্বার যদি দেখেন এক সাথে দুইজন ব্যবহার করে।
- হঠাৎ করে যদি দেখেন আপনার সেল ফোনের কানেকশন নাম্বার থেকে ব্যালান্স কোন কারন ছাড়া কমে যাচ্ছে।
এ দুটো লক্ষণ দেখলেই বুঝতে হবে আপনি সিম ক্লোনিং এর শিকার।
কিভাবে সিম ক্লোনের শিকার হয়?
মনে করেন, হুট করে আপনার ফোনে কোন অপরিচিত নাম্বার থেকে কল আসল। যদি অপরিচিত কোন নাম্বার থেকে মিসড কল পান এবং সেটাতে যদি কল ব্যাক করেন তবে আপনি সিম ক্লোনিং এর শিকারে পরিণত হতে পারেন।
দুষ্কৃতকারীরা বিশেষ একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বারটি ক্লোনিং করে। অর্থাৎ আপনি যখন মিসড কল নাম্বারে কল ব্যাক করবেন তখন একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বারটি ক্লোন হতে পারে।
এজন্য দেখবেন অনেক ব্যক্তি ওভার প্রাইভেসি ইস্যুতে অপরিচিত নাম্বার থেকে কল রিসিভ বা ব্যাক করতে স্বাচ্ছন্দ্য বোধ করেনা।
বিঃদ্রঃ সিম ক্লোনিং হলে আপনার সিমে রাখা ডাটা ক্লোন নাম্বারে চলে যাবে এবং আপনার প্রাইভেসি ক্ষুণ্ণ হবে।
সিম ক্লোনিং এর পেছনে অপশক্তি কারা?
- সাধারণত টেরোরিস্ট গ্রুপ আপনার নাম্বার টি ব্যবহার করে আপনার জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে।
- অর্থাৎ ওই নাম্বার দিয়ে কেউ কাউকে মৃত্যুর হুমকি, চাঁদাবাজি করলে দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে।
- কাজেই আপনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়বেন। পরবর্তীতে আরও ফৌজদারী জটিলতার সম্মুখীন হতে পারেন।
সিম ক্লোনিং এর জন্য কি কি সতর্কতা অবলম্বন করব?
- অপরিচিত নাম্বার থেকে মিসড কল এলে আপনি কল ব্যাক করার পূর্বে ভালো করে চিহ্নিত করবার চেষ্টা করুন যে এটি কার নাম্বার। অথবা কল ব্যাক করা বন্ধ করুন।
- মনে রাখবেন সিম ক্লোনিং হতে হলে মিসড কল আসবে। ডাইরেক্ট রিং হলে সেটি রিসিভ করলে আপনি সিম ক্লোনিং এর শিকার হবেন না। মিসড কল এলেই সতর্ক হন।
- সচারচর দেখা যায়না এমন কোডবিশিষ্ট নাম্বার থেকে মিসড কল এলে রিপ্লাই দেবেন না।
- যদি দেখেন আপনার সেল ফোনের ব্যালান্স অকারণে কমে যাচ্ছে সাথে সাথে কল সেন্টারে ফোন করে জানান।
- আপনার সেল ফোন টি এখনি বন্ধ করে অন্য একটি নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন দিন। দেখুন রিং হয় কিনা। রিং হলে আপনি সিম ক্লোনিং এর শিকার।
আরো কিছু আর্টিকেল
সিম ছাড়াই যাবে মোবাইল কল | কিন্তু কিভাবে?
ঈদের আগে কতজন লোক ঢাকা ছাড়ল তা কিভাবে হিসেব করা হয়? | সেলুলার মোবাইল নেটওয়ার্ক