রাস্তাঘাটে চলাফেরা করার সময় ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইনগুলো আমাদের চোখে পড়ে। তাছাড়া বাস বা ট্রেনে ভ্রমণকালে পাওয়ার লাইনগুলো দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। সবুজ মাঠ, ক্ষেত, নদীর উপর দিয়ে পাড়ি জমানো পাওয়ার লাইনগুলো চোখে পড়লে এক অন্য রকমের আনন্দ অনুভূত হয়। তবে যেকোন স্থানে চাইলেই বিদ্যুৎ কোম্পানিগুলো হাইভোল্টেজ পাওয়ার লাইনগুলো স্থাপন করতে পারেনা। তার জন্য কিছু নিয়ম বা বিধিমালা আছে। আজকে ওভারহেড পাওয়ার লাইন স্থাপনের ক্ষেত্রে পথ নির্বাচনে প্রধান বিবেচ্য বিষয়সমূহ নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক।
টাওয়ার বসানোর ক্ষেত্রে রুটের ধরন
পাওয়ার লাইনগুলো যথাসম্ভব সরল এবং সংক্ষিপ্ত রুটে যাওয়ার ব্যবস্থা থাকতে হবে।
লাইনের অবস্থান
লাইন সাধারণত সড়ক অথবা রেলপথের কাছাকাছি এবং সমান্তরাল হওয়া শ্রেয়।
কৌণিক টাওয়ারের সংখ্যা
ট্রান্সমিশন অথবা ডিস্ট্রিবিউশন লাইন বসানোর ক্ষেত্রে কৌণিক টাওয়ারের সংখ্যা যাতে কম হয় সেদিকে লক্ষ্য রাখা শ্রেয়।
যেসব স্থানে লাইন না বসানো উত্তম
সাধারণত কৃষিজমি, বেশি অসমতল জমি, উপসনালয়, সামরিক ঘাটি, বিমানবন্দর, সরকারি বা বেসরকারি বাড়ি, পুকুর, বাগান ইত্যাদি থেকে বৈদ্যুতিক লাইন দূরে রাখা ভাল।
নির্মাণ সংক্রান্ত ব্যয়
অধিকৃত পথে অধিগ্রহণ ও নির্মাণ সংক্রান্ত ব্যয় যথাসম্ভব কম হওয়া বাঞ্ছনীয়।
টেলিকমিউনিকেশন লাইন থেকে দূরত্ব
টেলিকমিউনিকেশন লাইন হতে যতটুকু সম্ভব দূর দিয়ে অসমান্তরাল্ভাবে বৈদ্যুতিক লাইন নেয়া যেতে পারে।
রেলপথ অতিক্রম সংক্রান্ত
রেলপথের উপর দিয়ে পাওয়ার লাইন না টানাই ভাল।
দুর্গম প্রবেশপথ এড়ানো
পাওয়ার লাইন নির্মাণের সময় দুর্গম ও বিপদ্দজনক পথ এড়িয়ে চলা উচিত।
ভবিষ্যত লোড
কোন এলাকার লোড কখনোই ফিক্স থাকেনা। লোড সর্বদাই পরিবর্তনশীল। আজকে এলাকায় যে পরিমাণ লোড আছে ভবিষ্যতে তা নাও থাকতে পারে। তাই ভবিষ্যত লোড বৃদ্ধির কথা মনে রেখে একটু ঘুরানো পথে লাইন টানানো যেতে পারে।
বিস্ফোরক দ্রব্য
বিস্ফোরক দ্রব্যপূর্ণ গৃহ হতে যথাসম্ভব দূর দিয়ে লাইন টানাতে হবে।
পাওয়ার লাইন স্থাপনের ক্ষেত্রে উপরোক্ত বিষয়গুলো নজরে রাখা উচিত। তবে খেয়াল করে দেখবেন, অনেক সময় টাওয়ার বা পোল স্থাপনের সময় এ ব্যাপারগুলো লক্ষ্য করা হচ্ছেনা। বিপদ্দজনক এলাকায়, ফসলি জমির মাঝেই বৈদ্যুতিক টাওয়ার বসিয়ে দেয়া হচ্ছে। এর পেছনে বিবিধ কারণ থাকতে পারে। অনেক সময় ভূমিকেন্দ্রিক জটিলতা, মালিকানা বিভিন্ন সমস্যার কারণে পোল বা টাওয়ার উপযুক্ত স্থানে বসানো সম্ভবপর হয় না। আজকের আর্টিকেলটি বিশেষ করে পাওয়ার ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন সেকশনে কাজ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আরো কিছু আর্টিকেল পড়ুন
দুটি পোলের পরিবাহীর মধ্যে স্যাগ নির্ণয় | পাহাড়, বরফ এবং বাতাসের প্রভাব বিবেচনায়
টাওয়ারের উচ্চতা দেখেই জেনে নিন ট্রান্সমিশন লাইন ভোল্ট
পোল এবং টাওয়ার দুই ভাইয়ের মধ্যে তুলনামূলক আলোচনা