ক্যামেরার মেগাপিক্সেল বেশি হলেই কি ছবি ভাল হয়?

0
643

মোবাইল ফোন এখন কার হাতে নেই?! শিশু থেকে বৃদ্ধ এখন সবার হাতেই হাই মেগাপিক্সেল ক্যামেরার এন্ড্রোয়েড মোবাইল ফোন। আর হাতে মোবাইল ফোন নিয়ে কোথাও বেড়াতে গেলে ছবি না তুলে কেউ থাকতে পারেনা। বন্ধুদের সাথে আড্ডা, ভ্রমণ কিংবা প্রিয়জনের সাথে একান্ত মুহূর্তগুলো সবাই ফ্রেমবন্দী করে রাখতে চায়।

মেগাপিক্সেল ক্যামেরা
মেগাপিক্সেল ক্যামেরা

আর সবার প্রত্যাশা থাকে ভাল মানের ছবি তোলা। ছবির কোয়ালিটি ভাল থাকলে মনও ভাল হয়ে যায়।

আমাদের অনেক মনে একটি ধারণা কাজ করে যে, ক্যামেরার পিক্সেল বেশি হওয়া মানেই ভাল ছবি আসবে। এ ধারণা কতটুকু সত্য? কারিগরি বাস্তবতা কি বলে? এ নিয়েই আজকের আড্ডা। প্রথমেই পিক্সেল জিনিসটা কি জেনে নিব।

পিক্সেল কি?

আমরা মোবাইলে যে পিকচার দেখি সেটি কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বা ডটের সমষ্টি। আর ডট বা ক্ষুদ্রবিন্দুই হল পিক্সেল। বিল্ডিং এর ইউনিট যেমন ইট তেমনি পিকচারের ইউনিট হল পিক্সেল। মনে করুন, আপনার ক্যামেলা ৫ মেগাপিক্সেল। আর আমরা জানি, ১ মেগাপিক্সেল = ১০ লক্ষ পিক্সেল। সুতরাং আপনার ক্যামেরা দিয়ে ধারণকৃত যেকোন ছবির ৫০ লক্ষ পিক্সেল থাকবে।

বর্তমানে সব ছবির রেশিও থাকে ৪:৩ । মনে করেন একটি ছবির মাপ ৮০০×৬০০ । এটি দেখে বোঝা যাচ্ছে ছবিটিতে প্রতি ইঞ্চিতে আনুভূমিকভাবে ৮০০ পিক্সেল এবং লম্বভাবে ৬০০ । আবার ছবির রেজুলেশন অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থ দুটিকে গুন করলে যা হবে তাই হবে ক্যামেরা মেগাপিক্সেল এর সমান। ৮০০×৬০০=৪৮০,০০০ বা .৪৮ মেগাপিক্সেল । মনে করুন, একটি ছবির সাইজ ৪০০০×৩০০০ । তাহলে এটি হবে ৪০০০×৩০০০=১২,০০০,০০০ বা ১২ মেগাপিক্সেল এর সমান ।

মেগাপিক্সেল বেশি হলেই কি ভাল ছবি আসে?

এবার আপনাদের কৌতূহল নিবৃত করার সময় এসেছে। মূলত মেগাপিক্সেলের সাথে পিকচার কোয়ালিটির কোন সম্পর্ক নেই।

পিকচার কোয়ালিটি নির্ভর করে ক্যামেরার লেন্স এবং সেন্সরের উপর। ক্যামেরার লেন্স এবং সেন্সর ভাল মানের হলে ছবিও ভাল মানের হবে।

তাই মেগাপিক্সেল বেশি হলেই যে ভাল ছবি আসবে এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। মোবাইলের মেগাপিক্সেল বেশি হলে আনন্দে আত্নহারা হয়ে বন্ধুদের সামনে হিরো সাজাটা বোকামি। ইঞ্জিনিয়ার বন্ধু থাকলে ত আত্নসম্মান পাংচার।

বিজ্ঞান নিয়ে আমাদের মনে অনেক ভ্রান্ত ধারণাই কাজ করে। আমরা বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে এই ভূল ধারণাগুলোর অবসান ঘটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।

আরো কিছু আর্টিকেল

বারবার রিফ্রেশ করলে কি কম্পিউটারের গতি বাড়ে?

QR code কি? QR code কেন ব্যবহার করা হয়? | মজার উদাহরণের সাহায্যে ব্যাখ্যা

সিম ছাড়াই যাবে মোবাইল কল | কিন্তু কিভাবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here