ট্রান্সফরমার আমরা সবাই দেখেছি। যে ব্যক্তির সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোন যোগাযোগ নেই সেও ট্রান্সফরমার চিনে। কিন্তু ট্রান্সফরমারের মেকানিজম, অপারেশন জানতে পারার মধ্যেই একজন সাধারণ মানুষ ও প্রকৌশলীর মধ্যে পার্থক্য।
তড়িৎ প্রকৌশলী হিসেবে ত এ ব্যাপারে দায়িত্ব যেন আরো বেড়ে যায়। ট্রান্সফরমার কিংবা কোন সাবস্টেশনের পাশ দিয়ে যাবার সময় যদি আপনি সেদিকে বেশ কিছুক্ষণ লক্ষ্য না করেন তাহলে বুঝতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনার রক্ত মাংসের সাথে মিশে যায়নি। আপনি নামেই বা পাস করার মোহে বা অনিচ্ছা নিয়ে কোর্সটি করছেন।
ট্রান্সফরমার কনজারভেটর ট্যাংকের সুরক্ষাকারী ডিভাইস নিয়ে আলোচনা
কথা না বাড়িয়ে চলুন আজকের আর্টিকেল নিয়ে মাতামাতি করা যাক। ট্রান্সফরমার নিয়ে আমাদের ওয়েবসাইটে অসংখ্য আর্টিকেল আছে। কিন্তু তবুও কথা আছে যে, শত জানার পরেও অজানা রয়ে যায় অগণিত। তাই আজকে ট্রান্সফরমার নিয়ে একটু ব্যতিক্রমধর্মী আর্টিকেল লিখতে বসলাম।
এই প্রশ্নটি একটু আনকমনই বটে৷ আমরা সচারচর ট্রান্সফরমার ব্রিদার, বুশিং, কোর, কয়েল, রিলে এসব নিয়েই আর্টিকেল দেখি। কিন্তু আজ আলাদা একটি ডিভাইস বা সুরক্ষাকারীর সাথে পরিচয় করিয়ে দিব। সেটির নাম PRV।
PRV কি?
নাম শুনেই অনেকের আগ্রহ তৈরি হয়েছে যে, PRV কি? ট্রান্সফরমারে এই পি আর ভি এর কাজ কি?
আগে PRV এর পূর্ণরুপ জেনে নেয়া যাক। PRV এর পূর্ণরুপ হল Pressure Relief Valve। এটি ট্রান্সফরমারের কনজারভেটর ট্যাংকের সাথে সংযুক্ত একটি ভালব। রাস্তা দিয়ে চলার সময় ট্রান্সফরমারের সাথে একটি বেলন বা সিলিন্ডার আকৃতির বস্তু দেখা যায়। এটা হল মূলত কনজারভেটর ট্যাংক। যেসব ট্রান্সফরমারে কনজারভেটর ট্যাংক নেই সেসব ট্রান্সফরমারে পি আর ভি দেখা যায়না।
PRV এর কাজ কি?
নাম শুনেই বুঝা যায় তার কাজ। তার কাজ হল প্রেসার রিলিফ করা। প্রশ্ন হল কার প্রেসার রিলিফ করবে? আমরা জানি, ইলেকট্রিক্যাল ফল্টের সময় ট্রান্সফরমারের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে যায়। এমতবস্থায় চাপ বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। কারণ তাপমাত্রার সাথে চাপের মধুর সম্পর্ক। এখন চাপ অতিরিক্ত হয়ে পড়লে বেচারা কনজারভেটর ট্যাংক হাই প্রেসারে অক্কা পেয়ে বসবে। তাই মূলত কনজারভেটর ট্যাংকের প্রেসার রিলিফের জন্যই পি আর ভি ব্যবহার করা হয়।
ট্রান্সফরমার পি আর ভি কিভাবে কাজ করে?
- পি আর ভি মূলত একচুয়েটর ভালব। পি আর ভি দুই ধরনের হয়। একটি হল রিক্লোজিং টাইপ আর অপরটি নন-রিক্লোজিং টাইপ।
- স্প্রিং এবং মেটাল প্লেট সহকারে কনজারভেটর ট্যাংকের সাথে ডিভাইসটি সংযুক্ত থাকে।
- যখন লিকুয়িড প্রেসার বেড়ে যায় তখন ভালব একচুয়েটর নিচে নেমে যায় এবং অতিরিক্ত চাপ নিজের উপর নিয়ে ট্যাংককে রক্ষা করে। চাপ অবদমিত হলে আবার উপরে উঠে আসে। এটা হল রিক্লোজিং টাইপ।
- কিন্তু যেসব পি আর ভি চাপ অবদমিত হলে আর উপরে উঠে আসেনা সেগুলো হল নন রিক্লোজিং টাইপ পি আর ভি। একারণেই রিক্লোজিং টাইপ পি আর ভি বেশি ব্যবহৃত হয়।
খুব সংক্ষেপে এবং সহজভাবে পি আর ভি এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয়ার চেষ্টা করেছি। আশা করি ভাল লেগেছে।
আরো কিছু আর্টিকেল
বুখলস রিলে/Buchholz Relay মামার কর্মতৎপরতা
ট্রান্সফরমারের ৬ টি সতর্কবার্তা (এলার্ম) যা জেনে রাখা জরুরি
অয়েল সার্কিট ব্রেকার / OCB নিয়ে সহজ ভাষায় আলোচনা