উচ্চ কারেন্টের পরিবাহীগুলোতে সাদা পাউডার ব্যবহার করা হয় কেন?

পাউডার শুধু মানুষই ব্যবহার করেনা, পাউডার পরিবাহী বা কন্ডাক্টরও ব্যবহার করে। অনেকেই এখন শুনে অবাক হবেন যে, তারের উপর পাউডার লাগিয়ে কাজটা কি? মানুষ ঘামাচি হলে পাউডার লাগায়। তাহলে কি তারেরও ঘামাচি হয় নাকি? হা হা হা। আসলে তারের কোন ঘামাচি হয়না। বিশেষ কারণেই মূলত উচ্চ কারেন্ট পরিবাহী তারগুলোতে পাউডার ব্যবহার করা হয়ে থাকে।

উচ্চ কারেন্টের পরিবাহীগুলোতে সাদা পাউডার ব্যবহার করা হয় কেন?

পরিবাহীর কারেন্ট পরিবহন ক্ষমতা ও ব্যবহারের উপর ভিত্তি করে ইলেকট্রিক্যাল ক্যাবলগুলোতে বিভিন্ন ধরনের পাউডার ব্যবহার করা হয়। সেগুলো হলোঃ

  • ট্যালকম পাউডার (Talcum Powder)
  • ম্যাগনেসিয়্যাম অক্সাইড পাউডার (Magnesium Oxide/MgO Powder)
  • সলিউএবল পাউডার (Soluable Powder)
  • চক পাউডার (Chalk Powder)

ট্যালকম পাউডার (Talcum Powder):

নিম্ন মানের কারেন্ট পরিবাহী ক্যাবল গুলোতে এই পাউডার ব্যবহার করা হয়। যেমনঃ Computer power cable। এটি তারকে নমনীয় রাখে।

কাজঃ

যখন ক্যাবল গুলো দীর্ঘদিন যাবৎ ব্যবহার করা হয় তখন তারের উপরের আবরণ গুলো শক্ত হতে থাকে। এতে করে ক্যাবল ভেংগে যেতে পারে। এই সমস্যা সমাধানের জন্য এই পাউডার ব্যবহৃত হয়।

ম্যাগনেসিয়্যাম অক্সাইড পাউডার (Magnesium Oxide / MgO Powder):

উচ্চ কারেন্ট পরিবাহী ক্যাবলের ভেতরে MgO পাউডার ব্যবহার করা হয়। যেমনঃ মিনারেল ইন্সুলেটেড (MI) ক্যাবল।

কাজঃ

  • এটি ক্যবলকে নমনীয় (flexible) রাখে, অগ্নিনিরোধক হিসেবে কাজ করে এবং তৈলাক্তকরণ ও ইন্সুলেশন হিসেবে কাজ করে।
  • এই ক্যাবলগুলোর ভোল্টেজ রেটিং 600V-1000V এর হয়ে থাকে। এছাড়াও Magnesium Oxide (MgO) উচ্চ তাপ পরিবাহী গুণসম্পন্ন।
  • যখন ক্যাবল এর মধ্যে দিয়ে উচ্চ কারেন্ট প্রবাহিত হয়, তখন তাপ উৎপন্ন হয়। এই তাপ থেকে ক্যবল যেন ক্ষতিগ্রস্থ না হয়, তাই প্রতিরোধক হিসেবে MgO পাউডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সলিউএবল পাউডার (Soluable Powder):

কিছু কিছু Electrical cables যেমনঃ 6KV-36KV, Medium Voltage underground power cable ভেতরে এই পাউডার ব্যবহার করা হয়।

কাজঃ

  • এই পাউডার ক্যাবলকে আদ্রতা ও পানি নিরোধক হিসেবে কাজ করে।
  • যখন Soluable Powder আদ্রতা ও পানি কণার সংস্পর্শে আসে, তখন এই পাউডার এক ধরনের যেল (gel) পদার্থের আকার ধারণ করে, যেটি ইলেকট্রনিক ক্যাবলকে আর্দ্রতার সমস্যার সমাধানে সাহায্য করে।

চক পাউডার (Chalk Powder):

এই ক্যাবল গুলো সাধারণত 300V-500V রেঞ্জের মধ্যে হয়ে থাকে।

কাজঃ

  • ক্যাবল অগ্নিনিরোধক করার জন্য ইলেকট্রিক ক্যাবলের ভিতরে চক পাউডার ব্যবহার করা হয়।
  • এই তারগুলো অধিকাংশ ক্ষেত্রে Safety Circuits, Critical Electrical Circuit এবং Life Support Circuits গুলোতে ব্যবহৃত হয়।

আরো কিছু আর্টিকেল

আর্থিং ক্যাবল সিলেকশনের ফর্মূলা এবং প্রক্রিয়া

সাবমেরিন পাওয়ার ক্যাবলের সাহায্যে কিভাবে দ্বীপাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালিত হয়?

ট্রান্সফরমারের নিউট্রালকে আর্থিং করা হয় কেন?