পানি বিদ্যুৎ কেন্দ্রে: Fore-bay, Waterway, Tail race, Trash rack, Draft tube

ইতোমধ্যে আমরা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের Hydraulic Structure এর অন্তর্ভুক্ত বেশ কয়েকটি উপাদান সমন্ধে জেনেছি। এই লেখাতে আমরা Hydraulic Structure এর বাকী উপাদান সমুহ (ফোর-বে, ওয়াটারওয়ে, টেইল রেস, ট্রাস র‍্যাক ও ড্রাফট টিউব) সম্বন্ধে আলোচনা করবোঃ

"হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের সকল উপাদানগুলো দেখতে এখানে ক্লিক করুন।"  

ফোর-বে (Fore-bay):

ফোর-বে হচ্ছে একটি হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের সম্মুখভাগের এমন একটি অংশ যেখানে পানি রিজার্ভার হতে পেনস্টোকে প্রবেশের পূর্বে কিছু সময়ের জন্য জমা থাকে। এছাড়া এটি সাময়িক সময়ের জন্য রিজার্ভারে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে।

যখন টারবাইনের লোড বৃদ্ধি পায় তখন এই জমাকৃত পানি পেনস্টোকে সরবরাহ করা হয়। কিছু কিছু প্ল্যান্টে ফোর বে থেকে পানি সরাসরি পেনস্টোকে পাঠানোর ব্যবস্থা থাকে। নদীর ডাইভারশন ক্যানাল পথের শেষ অংশে কিছুটা বড় করে খনন করা হয় এবং সেই অংশটাকে ফোর বে বলা হয়। নিচের চিত্রে ফোর বে’র অবস্থান দেখানো হলোঃ

হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে ফোর-বে এর অবস্থান

ওয়াটার ওয়ে (Waterway):

যদি সহজভাবে বলি, ওয়াটার ওয়ে হচ্ছে পানি চলাচলের রাস্তা (way)। হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে যেই পথ বা মাধ্যমের সাহায্যে পানি বাঁধ থেকে ওয়াটার টারবাইনে পাঠানো হয় সেই সম্পূর্ণ পথ বা মাধ্যমকে ওয়াটার ওয়ে বলে। পেনস্টোক (penstock), ক্যানাল (Canal), ট্যানেল (Tunnel) ইত্যাদি ওয়াটার ওয়ে’র অন্তর্ভুক্ত।

টেইল রেস (Tail race):

টেইল রেস এমন একটি পথ যার মাধ্যমে ডিসচার্জকৃত পানি ওয়াটার টারবাইন থেকে নদীতে যায়। ওয়াটার টারবাইনে কার্য সম্পাদনের পর পানি ড্রাফট টিউবের মাধ্যমে টেইল রেসে আসে এবং সেখান থেকেই নদী বা জলাশয়ে যায়। টেইল রেসকে আউটলেট ওয়াটারওয়েও বলা হয়। নিচে চিত্রের সাহায্যে টেইল রেসের অবস্থান দেখান হলোঃ

টেইলরেসের অবস্থান
টেইল রেস এর অবস্থান

ট্রাস র‍্যাক (Trash rack):

ট্রাস র‍্যাক হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের এমন একটি উপাদান যা বাঁধ ও ফোর বে থেকে ভাসমান ও নিমজ্জিত ময়লা আবর্জনাকে পেনস্টোকে প্রবেশে বাঁধা দেয়। এটি মূলত ছাকনি হিসেবে কাজ করে।

ট্রাস র‍্যাক

ড্রাফট টিউব (Draft tube):

টারবাইন আউটলেট ও টেইলরেস (tail race) এর সঙ্গে সংযোগকারী পাইপকে ড্রাফট টিউব বলে। হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে টারবাইন রানার হতে বিতাড়িত পানি ড্রাফট টিউবের মধ্য দিয়ে নির্গমন পানির (tail race water) পথে চলে যায়।

ড্রাফট টিউব
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে ড্রাফট টিউবের অবস্থান

ধাতব পাইপ অথবা কংক্রিট ট্যানেল দ্বারা ড্রাফট টিউব তৈরি করা হয়। এই টিউব বা পাইপটি ক্রমান্বয়ে আউট লেটের দিকে প্রশস্ত হয়ে টেইলরেসের সঙ্গে মিলিত হয় যার কারণে পানিতে সামান্য পরিমাণ এনার্জি থাকলেও তা টেইলরেসে ডিসচার্জ হয়ে যায়। টারবাইন রানার থেকে বিতাড়িত পানির বেগ অনেক বেশি থাকে। যদি এই পানিকে মুক্তভাগে ডিসচার্জ হতে দেওয়া হয় তাহলে পানির গতিশক্তি নষ্ট হয়ে যাবে। তাই এই ড্রাফট টিউব ব্যবহার করে রানার থেকে বিতাড়িত পানির বেগকে কমিয়ে টারবাইনের হেড ও টারবাইন আউটপুট বৃদ্ধি করা হয়। ড্রাফট টিউব সবচেয়ে বেশি ব্যবহার করা হয় রিয়্যাকশন টারবাইনে।

ড্রাফট টিউবের প্রকারভেদঃ

হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে সাধারণত চার ধরনের ড্রাফট টিউব ব্যবহার করা হয়। যেমনঃ

(ক) কৌণিক ডিফিউস টিউব বা ডাইভারজেন্ট টিউব (Conical diffuse tube or divergent tube)
(খ) মুডি স্প্রেডিং টিউব ( Moody Spreading Tube)
(গ) সাধারণ এলবো টিউব (Simple Elbow tube)
(ঘ) Elbow with varying cross section

(ক) কোণিক ডিফিউস টিউব বা ডাইভারজেন্ট টিউব (Conical diffuse tube or divergent tube):

ড্রাফট টিউব
Conical diffuse tube or divergent tube

বেশিরভাগ ক্ষেত্রে এই টিউব কম নির্দিষ্ট গতির জন্য ফ্রান্সিস টারবাইনে ব্যবহৃত হয়। এই জাতীয় টিউবের দক্ষতা প্রায় ৯০%।

(খ) মুডি স্প্রেডিং টিউব (Moody Spreading Tube):

ড্রাফট টিউব
Moody Spreading Tube

এই টিউব হাইড্রোকোণ (Hydraucone) টিউব হিসেবেও পরিচিত। এটি এলভো ড্রাফট টিউবের তুলনায় পানির লিনিয়ার ও ঘূর্ণায়মান গতিতে শক্তি পুনরুদ্ধারে অনেক বেশি দক্ষ (efficient)। এর একটি ইনলেট ও দুটি আউটলেট রয়েছে। এই জাতীয় টিউবের দক্ষতা (efficiency) প্রায় ৮৮%

(গ) সাধারণ এলবো টিউব (Simple Elbow tube):

ড্রাফট টিউব
Simple Elbow tube

এই ধরণের টিউব সাধারণত পানি প্রবাহের দিক পরিবর্তন করতে ব্যবহার করা হয় এবং এই জাতীয় টিউবের দক্ষতা (efficiency) প্রায় ৬০%

(ঘ) Elbow with varying cross section:

ড্রাফট টিউব
Elbow with varying cross section

এই ধরণের টিউব বেশিরভাগ ক্ষেত্রে কাপলান টারবাইনে ব্যবহার করা হয়। এটি এলবো টিউব থেকে উন্নত এবং এতে আয়তক্ষেত্রাকার আউটলেট রয়েছে। এই জাতীয় টিউবের দক্ষতা (efficiency) প্রায় ৭০%

হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের সকল কম্পোনেন্ট বা উপাদান সম্বন্ধে জানতে ক্লিক করুন।

হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে অন্যান্য লেখাসমূহঃ

পাওয়ার প্ল্যান্টঃ সংজ্ঞা, প্রকারভেদ ও কার্যপদ্ধতি
পানি বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাস ও সংক্ষিপ্ত আলোচনা
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের সুবিধা-অসুবিধা
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট প্রকারভেদ ও বিস্তারিত আলোচনা