হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের উপাদানসমূহ

0
2068
Elements of Hydroelectric Power Plant

একটি হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট (Hydroelectric Power Plant) বা পানি বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য যে সমস্ত যন্ত্র ও মাধ্যমসমূহ প্রত্যক্ষ বা পরােক্ষভাবে ব্যবহার করা হয় সে সমস্ত যন্ত্র ও মাধ্যম সমুহকে হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্ল্যান্টের উপাদান বা পানি বিদ্যুৎ কেন্দ্রের উপাদান বলা হয়।

একটি হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের সমস্ত উপাদানকে ৩ টি শ্রেণিতে ভাগ করা যেতে পারেঃ

  1. Hydraulic Structures 
  2. Water Turbine and
  3. Electrical Equipment

Hydraulic Structures:

যে উপাদান সম্বন্ধে পড়তে চান তার উপর ক্লিক করুন

Hydraulic Structures নিম্নোক্ত উপাদান সমূহ নিয়ে গঠিতঃ

Water Turbine:

হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের প্রাইম মুভার হিসেবে Water Turbine ব্যবহার করা হয়। মুলত একটি হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে যার সাহায্যে পানি শক্তি (Hydraulic Energy) যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত হয় তাকে Water Turbine বলা হয়।

Water Turbine নিম্নোক্তভাবে বিভক্তঃ

  1. পানির কার্যানুসারেঃ
  2. আবিষ্কারকের নামানুসারেঃ
  3. পানির উচ্চতার মাত্রানুসারেঃ
    • অধিক উচ্চতাবিশিষ্ট টারবাইন (High Head Turbine)
    • কম উচ্চতাবিশিষ্ট টারবাইন (Low Head Turbine)
  4. পানি প্রবাহের দিক অনুসারেঃ
    • ট্যানজেনসিয়াল প্রবাহমান টারবাইন (Tangential Flow Turbine)
    • চক্রাকারে প্রবাহমান টারবাইন (Radial Flow Turbine)
    • অ্যাক্সিয়াল প্রবাহমান টারবাইন (Axial Flow Turbine)

Electrical Equipment:

একটি হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্ল্যান্টে সাধারণত নিম্নোক্ত Electrical Equipments ব্যবহার করা হয়ঃ

References:
Principles of Power system by V. K. Metha & Rohit Metha
Power Plant Engineering by Bissozit Mozumder

অন্যান্য লেখাসমূহঃ
পাওয়ার প্ল্যান্টঃ সংজ্ঞা, প্রকারভেদ ও কার্যপদ্ধতি
পানি বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাস ও সংক্ষিপ্ত আলোচনা
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের সুবিধা-অসুবিধা
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট প্রকারভেদ ও বিস্তারিত আলোচনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here