সিটি পিটি হল এক প্রকার Instrument Transformer। ট্রান্সফরমার শুধুমাত্র ভোল্টেজ আপ-ডাউনই করেনা, ভোল্টেজ কারেন্ট পরিমাপ ও করে থাকে। আর এই কাজটিই করে সিটি পিটি। যাদের পূর্ণরুপ হল কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার।
সাবস্টেশন ফ্যামিলির সদস্যদের মধ্যে দুইজন সদস্য CT এবং PT যারা সম্পর্কে দুই ভাই এর মত। কম বেশি সবাই আমরা এই দুইভাই নিয়ে অবগত। তবুও আজ গল্পে গল্পে এই দুই ভাই নিয়ে আড্ডা জমাতে এসেছি এবং তাদের নির্ধারণ প্রক্রিয়া নিয়ে আলাপ করতে এসেছি।
CT ও PT এর কাজ কি?
সাবস্টেশন, জেনারেটিং স্টেশন, মিটারিং প্যানেলে, সার্কিট ব্রেকার ও রিলে আপারেশনে বহুল ব্যবহার করা হয়। আর একটু সহজ করে যদি বলি তাহলে হচ্ছে যে সমস্ত স্থানে উচ্চ ভোল্টেজ ও কারেন্ট পরিমাপ করার প্রয়োজন হয়, সেখানে CT ও PT এই দুই ভাই দারুণভাবে সাহায্য করে।
এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে কেন CT ও PT প্রয়োজনীয়, অ্যামিটার বা ভোল্টমিটার দিয়ে পরিমাপ করতে পারিনা?
এই প্রশ্নের উওর জানতে হলে CT ও PT দুই ভাই এর প্রয়োজনীয়তায় সম্পর্কে ভালভাবে জানা জরুরি।
CT ও PT কেন প্রয়োজনীয় ?
আমরা জানি, ট্রান্সমিশন লাইনে লক্ষ ভোল্টের বিদ্যুৎ সঞ্চালিত হয়। অ্যামিটার ও ভোল্টমিটার দিয়ে এই বিশাল কারেন্ট ও ভোল্টেজ পরিমাপ করা সম্ভব না। অ্যামিটার ও ভোল্টমিটার দিয়ে পরিমাপ করতে গেলে দূর্ঘটনা ঘটতে পারে।
যদি এমিটার ও ভোল্টমিটারের সাইজ বৃদ্ধি করা হয় তাহলে পরিমাপ করা যেতে পারে কিন্তু এটা ব্যয়বহুল ও ঝুকিপূর্ণ। তাই CT ও PT ব্যবহার করে কারেন্ট ও ভোল্টেজ পরিমাপ করা হয়।
করেন্ট ও ভোল্টেজের পরিমাপের উপর ভিওি করে CT ও PT বিভিন্ন সাইজের হয়ে থাকে। যেমন :
কারেন্ট ট্রান্সফরমার (CT)
- Wound Type Current Transformer
- Toroidal Current Transformer
- Bar Type Current Transformer
পটেনশিয়াল ট্রান্সফরমার (PT)
- Electromagnetic Types
- Capacitor Types Collected
সাবস্টেশনের জন্য সিটি পিটি নির্ধারণ প্রক্রিয়াঃ
এখন আসব গুরুত্বপূর্ণ অংশ সিটি পিটি নির্ধারণ প্রক্রিয়ায়। একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বুঝানো যাক। মনে করুন, আপনাকে একটি 33/11 kV সাবস্টেশনের 5 MVA X-former এর HT এবং LT সাইডের জন্য সিটি পিটি নির্ধারণ করতে হবে। এমতবস্থায় আপনি কিভাবে হিসেব করবেন?
সিটি নির্ধারণঃ
প্রথমেই আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের কারেন্টের পরিমাণ হিসেব করতে হবে।
আমরা জানি,
Iprimary(HT) = S(kVA)/√3V = 5000kVA/√3*33 = 87.5 Amps
Isecondary(LT) = S(kVA)/√3V = 5000 kVA/√3*11 = 262.8 Amps
এখন সেইফটি ফ্যাক্টর হিসেবে উভয় সাইডের কারেন্টকে 1.2 দিয়ে গুণ করে পাই,
Iprimary(HT) = 105 Amps
Isecondary(LT) = 315 Amps
তাহলে, এ প্রেক্ষাপটে প্রাইমারি সাইডের জন্য 100/5, 150/5 এবং সেকেন্ডারি সাইডের জন্য 300/5 বা 400/5 সিটি রেশিও নির্ধারণ করাই যথেষ্ট।
আর পিটি রেশিও বের করা আরো সহজ। যেহেতু আমি ইনকামিং আউটগোয়িং ভোল্টেজ দুটোই অবগত সেহেতু আমার পিটি রেশিও হবে = 33/11
তার মানে ট্রান্সফরমেশন রেশিও 3।
আরো কিছু আর্টিকেল পড়ুন
খালি চোখে সিটি/পিটি সনাক্ত করার উপায়
কারেন্ট ট্রান্সফরমারের ৪টি টেস্ট যা জেনে রাখা জরুরি
ট্রান্সফরমারের ৬ টি সতর্কবার্তা (এলার্ম) যা জেনে রাখা জরুরি