এসি-ডিসি দুই ভাইয়ের সঞ্চয়ী মনোভাব এবং ফিল্টার সার্কিটের গল্প

একটা সহজ প্রশ্ন কিন্তু পরিস্থিতির আকস্মিকতার দরুণ অনেক সময় উত্তর মাথায় আসেনা। প্রশ্নটি হল আমরা ডিসি ভোল্টেজ মজুদ করে রাখতে পারলেও এসি ভোল্টেজ মজুত রাখতে পারিনা কেন? একটু বাস্তবিক চিন্তা করি।

ধরুন, দুই ভাই রহিম করিম। রহিম যতটাকা ইনকাম করে সেটা পুরোটাই খরচ করে ফেলে। আবার করিম যতটাকা ইনকাম করে পুরোটাই ব্যাংকে রেখে দিয়ে বড় ভাই এর টাকায় চলে। উল্লেখ্য সে অবিবাহিত। তাহলে একজনের পুরো টাকা খরচ হল আরেকজনের পুরোটাই সঞ্চয় হল। একইভাবে ডিসি ও এসি দুই ভাই। ডিসি যে ভোল্টেজ গেইন করে সেটা মজুদ করে রাখতে পারে। পক্ষান্তরে ভাই এসি যা অর্জন করে তা ক্ষয় করে ফেলে।

কিভাবে?

ধরলাম +২ ভোল্ট এসি প্রথমে আসল। পক্ষান্তরে -২ ভোল্ট এসে হাজির হবে। ফলাফল শূন্য। এইজন্য এসিকে আমরা মজুদ করতে পারিনা। তাকে রেক্টিফায়ার দিয়ে ডিসি করে অতঃপর ফিল্টারিং করে করতে হয়।

রেক্টিফায়ার কি?

যে সার্কিট ব্যবহার করে এসি প্রবাহকে ডিসি প্রবাহে রুপান্তর করা হয় তাকে রেক্টিফায়ার সার্কিট বলে। আর এই প্রক্রিয়াকে বলা হয় রেক্টিফিকেশন।

ফিল্টার সার্কিট কেন ব্যবহার হয়?

রেক্টিফিকেশন প্রক্রিয়ায় এসিকে ডিসি করার পর প্রাপ্ত ডিসি প্রবাহ বিশুদ্ধ ডিসি প্রবাহ নয়। এতে কিছু পরিমাণ স্পন্দন থাকে। তাই ফিল্টার সার্কিট ব্যবহার করে এই অবিশুদ্ধ ডিসি প্রবাহকে বিশুদ্ধ ডিসি প্রবাহে রুপান্তর করা হয়। সমুদ্রের পানি সরাসরি পান করা যায়না। তাকে ছাকন প্রক্রিয়ার সাহায্যে পানের যোগ্য করে তুলতে হয়। তেমনিভাবে রেক্টিফায়ার সার্কিট থেকে প্রাপ্ত ডিসি সরাসরি ব্যবহারযোগ্য নয়।

ফিল্টার সার্কিটের প্রকারভেদ

  • সিরিজ ইন্ডাক্টর ফিল্টার
  • এল-সি ফিল্টার
  • প্যারালাল ক্যাপাসিটর ফিল্টার
  • আর-সি ফিল্টার
  • পাই-ফিল্টার

সিরিজ ইন্ডাক্টর ফিল্টার

এরুপ নামকরণের কারণ

একটি ইন্ডাক্টরের সাহায্যে সিরিজ ইন্ডাক্টর ফিল্টার সার্কিট তৈরি করা হয়। এটি সিরিজে ইন্ডাক্টরের সাহায্যে তৈরি হয় বলে তাই এর নাম সিরিজ ইন্ডাক্টর ফিল্টার।

ফিল্টার পদ্ধতি

সিরিজ ইন্ডাক্টর ফিল্টার সার্কিটে রেকটিফায়ার এবং লোডের মাঝে ইন্ডাক্টর সংযোগ করে ফিল্টার সার্কিট তৈরি করা হয়। ইন্ডাক্টরের মধ্যদিয়ে কারেন্ট প্রবাহের সময়, কারেন্টের হঠাৎ পরিবর্তনকে বাধা দেয়। এটি এসি কারেন্টের ক্ষেত্রে ভিলেইনের মত আচরণ করে। ফলে ইন্ডাক্টরের মধ্য দিয়ে যাবার সময় এসি প্রবাহ বাধাপ্রাপ্ত হয় এবং ডিসি অতি সহজেই পলায়ন করে। ফলে ভেজাল ডি.সি. এর এ.সি. অংশকে যেতে দেয় না এবং আউটপুটে পিওর ডি.সি. পাওয়া যায়।

ফিল্টার সার্কিট; 
সিরিজ ইন্ডাক্টর ফিল্টার সার্কিট
সিরিজ ইন্ডাক্টর ফিল্টার সার্কিট

এল-সি ফিল্টার

এরুপ নামকরণের কারণ

একটি ক্যাপাসিটর এবং একটি ইন্ডাক্টরের সমন্বয়ে এল-সি ফিল্টার সার্কিট তৈরি করা হয়। এটি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের সমন্বয়ে তৈরি করা হয় বলে এর নাম এল-সি ফিল্টার।

ফিল্টার পদ্ধতি

ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের সমন্বয়ে এল-সি ফিল্টার  তৈরি করা হয়। এই ফিল্টার দুই ধাপে কাজ করে। প্রথমে সিরিজে লাগানো ইন্ডাক্টর ভিলেইন এর মত নায়িকা এসির পথ আটকে দেয় এবং ডি.সি. কে যেতে দেয়। কিন্তু ভিলেইন ইন্ডাক্টর একা নায়িকা এসিকে বিরক্ত অথবা ফিল্টার করতে পারে না। দ্বিতীয় ধাপে প্যারালালে লাগানো সহভিলেইন ক্যাপাসিটর চার্জিং-ডিসচার্জিং এর মাধ্যমে নায়িকা এসিকে ভালভাবে বিরক্ত করে বা ফিল্টার করে।

ফিল্টার সার্কিট; 
এল-সি ফিল্টার
এল-সি ফিল্টার

প্যারালাল ক্যাপাসিটর ফিল্টার

এরুপ নামকরণের কারণ

একটি ক্যাপাসিটরের সমন্বয়ে প্যারালাল ক্যাপাসিটর ফিল্টার সার্কিট তৈরি করা হয়। এটি প্যারালালে ক্যাপাসিটরের সমন্বয়ে তৈরি হয় বলে এর নাম প্যারালাল ক্যাপাসিটর ফিল্টার।

ফিল্টার পদ্ধতি

লোডের প্যারালালে একটি ক্যাপাসিটর সংযুক্ত থাকে। এই ফিল্টারিং নির্ভর করে ক্যাপাসিটরের চার্জিং-ডিসচার্জিং এর উপরে।

ফিল্টার সার্কিট; 
প্যারালাল ক্যাপাসিটর ফিল্টার
প্যারালাল ক্যাপাসিটর ফিল্টার

আর-সি ফিল্টার

এরুপ নামকরণের কারণ

রেজিস্টর এবং ক্যাপাসিটরের সমন্বয়ে আর-সি ফিল্টার ফিল্টার সার্কিট তৈরি করা হয় বলে একে আর-সি ফিল্টার বলা হয়।

ফিল্টার প্রক্রিয়া

এই ফিল্টার দুই ভিলেইন থাকে। প্রথম ভিলেইন রেজিস্টর সিরিজে এবং অপর ভিলেইন ক্যাপাসিটর প্যারালালে সংযুক্ত থাকে। দুই ভিলেইন এসি প্রবাহকে ফিল্টারিং বা বিরক্ত করতে ব্যস্ত থাকে।

ফিল্টার সার্কিট; 
আর-সি ফিল্টার
আর-সি ফিল্টার

পাই-ফিল্টার

এরুপ নামকরণের কারণ

দুইটি ক্যাপাসিটর এবং একটি ইন্ডাক্টরের সমন্বয়ে পাই-ফিল্টার সার্কিট তৈরি করা হয়। সার্কিট ডিজাইনটি দেখতে পাই এর মত বলে একে পাই ফিল্টার বলা হয়।

ফিল্টার প্রক্রিয়া

এখানে এসিকে তিন ধাপে বিরক্ত করা বা ফিল্টারের কাজ করা হয়। প্রথমে প্যারালালে ভিলেইন ক্যাপাসিটর বিরক্ত করে বা ফিল্টার করে। এই ক্যাপাসিটরের মান অনেক বেশী হয়, ফলে অধিক পরিমাণ ফিল্টার হয়। দ্বিতীয় ধাপে সিরিজে ভিলেইন ইন্ডাক্টর এবং তৃতীয় ধাপে প্যারালালে ভিলেইন ক্যাপাসিটর ফিল্টার করে। যার ফলে এসি খুব বিরক্ত হয় বটে। ফলে এই ফিল্টারের মাধ্যমে ফিল্টারিং খুব ভাল হয়। তাই এই ফিল্টার সার্কিট বহুলভাবে ব্যবহৃত হয়।

ফিল্টার সার্কিট; 
পাই ফিল্টার
পাই ফিল্টার

এসি-ডিসি নিয়ে আরো কিছু পোস্ট

আমাদের দেশে এসি ভোল্টেজ ২২০ ভোল্ট, বিভিন্ন দেশে ১২০/১১০ ভোল্ট কেন?

ডিসি ট্রান্সমিশনঃ সুবিধা ও অসুবিধা | Advantage and Disadvantages of DC Transmission

রেক্টিফায়ার সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর জেনে নিন