পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-২ | মোটর কন্ট্রোলিং প্রোগ্রাম

আজকে আরেকটি ল্যাডার লজিক প্রোগ্রাম নিয়ে উপস্থিত হলাম। গত আর্টিকেলে পি এল সি এর সাহায্যে কিভাবে দুই সুইচে এক বাতি নিয়ন্ত্রণ করতে হয় সেটি দেখিয়েছিলাম। আজ আমরা একটি মোটর কন্ট্রোলিং প্রোগ্রাম দেখব। চলুন শুরু করা যাক।

মোটর কন্ট্রোলিং প্রোগ্রাম

মনে করুন, আপনার কাছে একটি সিংগেল ফেজ মোটর আছে। এখন আপনি পি এল সি প্রোগ্রাম এর সাহায্যে এটিকে অন, অফ এবং টেস্ট করতে চাচ্ছেন। তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন? আমি আগের আর্টিকেলেও বলেছি পি এল সি এর সাহায্যে লোড কন্ট্রোলিং এর ক্ষেত্রে তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। প্রথমত ইনপুট ডিভাইস সিলেকশন, আউটপুট সিলেকশন, ইনপুট-আউটপুট ডিভাইস অনুসারে ল্যাডার লজিক ডেভেলাপ।

ইনপুট নির্ধারণ

প্রথমে আমরা আমাদের ইনপুট সিলেকশন করে নিব। আমাদের ইনপুট হিসেবে যা যা থাকবেঃ

X0 = মোটরকে টার্ন অন করার জন্য স্টার্ট পুশ বাটন

X1 = মোটরকে অফ করার জন্য অফ পুশ বাটন

X2 = টেস্ট পুশ বাটন

X3 = Error সিগন্যাল যেটি মোটর থেকে পি এল সি তে ইনপুট হিসেবে যাবে এবং সাথে সাথে মোটরটি চালু অবস্থা থেকে বন্ধ হবে।

আউটপুট নির্ধারণ

ইনপুট সিলেকশনের পর এবার আমরা আউটপুট নির্ধারণ করব। আউটপুট বলতে মূলত বোঝায় আপনি কি পরিমাণ এবং কোন ধরনের লোড নিয়ন্ত্রণ করবেন। যেহেতু এক্ষেত্রে আমরা একটি সিংগেল ফেজ মোটর নিয়ন্ত্রণ করব সেহেতু আমাদের আউটপুট হবেঃ

Y0 = সিংগেল ফেজ মোটর

লজিক ডায়াগ্রাম অংকন

মোটর কন্ট্রোলিং ল্যাডার লজিক
মোটর কন্ট্রোলিং ল্যাডার লজিক

লজিক ডায়াগ্রামের বিবরণ

  • START পুশ বাটন প্রেস করলে X0 কন্ট্যাক্টটি ক্লোজ হবে তার মানে মোটর চালু হবে। এখন কোনও ত্রুটি ছাড়াই (X3 = OFF) মোটর চলতে থাকবে।
  • অপারেশনটি একটি ল্যাচিং সার্কিট দ্বারা ইমপ্লিমেন্ট করা যেতে পারে যা মোটর অনবরত চালিয়ে যাওয়ার জন্য সাহায্য় করবে। এমনকি স্টার্ট বোতাম চেপে না রাখলেও। (ল্যাচিং সিস্টেম নিয়ে একটি আর্টিকেলে আমি ইতোমধ্যেই বিস্তারিতভাবে আলাপ করেছি। আর্টিকেলটি পড়লে এ ব্যাপারে আরো ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন।)
  • স্টপ পুশবাটন সুইচ প্রেস করলে, X1 কন্ট্যাক্টটি ওপেন হবে এবং Y0 = সিংগেল ফেজ মোটরটি বন্ধ হবে।
  • মোটরে ফল্ট দেখা দিলে, X3 নরমালি ওপেন কন্ট্যাক্টটি ক্লোজ হবে (X3 = ON) এবং মোটরটি বন্ধ হবে।
  • এমতবস্থায় যখন টেস্ট বাটন প্রেস করা হবে তখন X2 কন্ট্যাক্ট ক্লোজ হবে (X2 = ON) হবে এবং মোটরটি পুনরায় চালু হবে।
  • টেস্টিং প্রসেস সম্পন্ন হলে মোটরটি পুনরায় অফ হবে।
  • আগামী দিন আরো একটি মজার ল্যাডার লজিক প্রোগ্রাম নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ।

আরো কিছু আর্টিকেল

PLC ল্যাডার লজিক প্রোগ্রাম-১ | দুই সুইচে এক বাতি নিয়ন্ত্রণ

পি এল সি ল্যাডার লজিক ডায়াগ্রামের ব্যাসিক ধারণাঃ (পর্ব-১)

পি এল সি ল্যাডার লজিক ডায়াগ্রামের ব্যাসিক ধারণাঃ (পর্ব-২)