পোলারাইজেশন ইনডেক্স
পোলারাইজেশন ইনডেক্স (PI) একটি মোটর বা জেনারেটরের ফিটনেস নির্ধারণ করতে ব্যবহৃত হয়। এই ইনডেক্সের হিসেব ইলেকট্রিক্যাল উইন্ডিং ইন্সুলেশনের মাধ্যমে করা হয়। পোলারাইজেশন ইনডেক্স ময়লা বা আর্দ্রতা, ইন্সুলেশনের অবনতি সর্বোপরি মোটর বা জেনারেটর পরিচালনার জন্য উপযুক্ত কিনা তার একটি ইঙ্গিত দেয়। পোলারাইজেশন ইনডেক্স মূলত বৈদ্যুতিক সরঞ্জামগুলোর নিরাপত্তা বজায় রাখার জন্য পরিমাপ করা হয়।
পোলারাইজেশন ইনডেক্স কিভাবে হিসেব করা হয়?
- পোলারাইজেশন ইনডেক্স পরিমাপের ক্ষেত্রে ইন্সুলেটিং রেজিস্ট্যান্সের পরিমাপ হল মুখ্য বিষয়।
- রেজিস্ট্যান্স পরিমাপ করার আগে আপনাকে মেশিনের সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করতে হবে এবং গ্রাউন্ডেড মেশিনের ফ্রেমে উইন্ডিং (বৈদ্যুতিক তারের) ডিসচার্জ করতে হবে।
- এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, কিভাবে ইন্সুলেটিং রেজিস্ট্যান্স পরিমাপ করব?
- ইন্সুলেটিং রেজিস্ট্যান্স পরিমাপ করতে আপনি মেগাওহমমিটার বা মেগার ব্যবহার করতে পারেন। মেগার নিয়ে যাদের কৌতূহল কাজ করছে তারা আমাদের ব্লগের ওহমমিটারের বড় ভাই মেগার নিয়ে বিস্তারিত আলোচনা এই আর্টিকেলটি দেখে নিতে পারেন।
- সাধারণত ৫০০-১০০০ ডিসি ভোল্টেজ এপ্লাই করে মেগারের মাধ্যমে ইন্সুলেটিং রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়।
- প্রয়োগ করা ভোল্টেজ 10 মিনিটের জন্য বজায় রাখা উচিত।
- ইন্সুলেটিং রেজিস্ট্যান্সের একটি প্রাথমিক রিডিং এক মিনিটে রেকর্ড করা হয় এবং দ্বিতীয় রিডিং 10 মিনিটে নেওয়া হয়।
- এভাবে পরপর রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় এবং 10 মিনিটের বেশি রিডিং নেওয়ার প্রয়োজন হয় না।
- 10 মিনিট এবং এক মিনিটের পরিমাপের মধ্যে অনুপাতই মূলত পোলারাইজেশন ইনডেক্স নির্দেশ করে।
পোলারাইজেশন ইনডেক্সের নূন্যতম মান কত হওয়া উচিত?
পোলারাইজেশন ইনডেক্সের জন্য প্রস্তাবিত ন্যূনতম মান AC এবং DC মোটর এবং জেনারেটর উভয়ের জন্যই প্রযোজ্য। এই মান কমপক্ষে 2 হওয়া উচিত। যে মেশিনগুলোর পোলারাইজেশন ইনডেক্স কম সেগুলো ব্যবহারের জন্য উপযুক্ত নয়। এক্ষেত্রে মেশিন পরিষ্কার, পুনঃনির্মাণ বা বাতিল করা প্রয়োজন। উল্লেখ্য যে, পোলারাইজেশন ইনডেক্স একটি অনুপাত, এর কোন একক নেই।
পোলারাইজেশন ইনডেক্সের মূলনীতি
মূলত মোটর বা জেনারেটরের ইন্সুলেশন উইন্ডিং এর ইম্পিউরিটি নির্ধারণ নীতির উপর ভিত্তি করে পোলারাইজেশন ইনডেক্স পরীক্ষা করা হয়। যদি ইউন্ডিং এ ইম্পিউরিটি থাকে তাহলে সেগুলো চার্জ ক্যারিয়ার হিসাবে কাজ করে এবং লিকেজ কারেন্ট সৃষ্টি করে। যখন ইন্সুলেশন পরীক্ষা করা হয় তখন এই লিকেজ কারেন্ট সৃষ্টি হতে পারে। এর উপর সাধারণ তাপমাত্রার বিশেষ কোন প্রভাব নেই তবে উচ্চ তাপমাত্রায় ইনডেক্সের পরিবর্তন হতে পারে। তাই এই পরীক্ষা উচ্চ তাপমাত্রায় করা যায়না।
আরো কিছু আর্টিকেল পড়ুন
মোটর রিউইন্ডিং ক্যালকুলেশন নিয়ে আলোচনা | Motor Rewinding
জেনারেটর সাইজ নির্ধারণ প্রক্রিয়া | kVA calculation
ইন্ডাকশন মোটরের কগিং কি? কেন হয়?