ব্যাসিক ইলেকট্রিসিটি পড়ার সময় আর্থিং এবং গ্রাউন্ডিং এই দুটো টার্ম লক্ষ্য করেনাই এমন ছাত্র খুজে পাওয়া মুশকিল। পাওয়া যাবেনা বললেই চলে। কিন্তু একটা কথা বাজি নিয়ে বলা যায় যে, ফাইনাল ইয়ার শেষ করার পরেও অনেক ছাত্রের মধ্যে এই দুই টার্ম নিয়ে কনফিউশন থেকেই যায়। আজ এই আর্টিকেলের মাধ্যমে এই কনফিউশন দূর করার চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক।
আর্থিং বলতে কি বোঝায়?
আর্থিং বুঝতে হলে আগে আপনাকে একটি গল্প শুনতে হবে। চলুন শুরু করা যাক। একদিন একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। অনেক মানুষ সেখানে দাওয়াত খেতে এসেছিল। সেখানে ছিল এক দুষ্ট ছেলে যে কমিউনিটি সেন্টারে বোমা আছে বলে গুজব ছড়িয়ে দিল। ঐ কমিউনিটি সেন্টার থেকে বের হওয়ার রাস্তা একটি। সবাই আতংকিত হয়ে সেই দরজা দিয়ে বের হবার চেষ্টা করতে লাগল। কার আগে কে বের হবে রীতিমত প্রতিযোগিতা লেগে গেল।
আর্থিং ক্যাবলের ব্যাপারটিও কিন্তু সেইম। যখন পাওয়ার সিস্টেমে ফল্ট দেখা দেয় তখন লিকেজ কারেন্ট প্রবাহিত হবে। এখন এই অতিরিক্ত কারেন্ট বের হবার পথ খুজে। আর সে কারণেই আর্থিং ক্যাবল নামক অল্প রোধবিশিষ্ট ক্যাবলের সুব্যবস্থা করা থাকে যেন বিদ্যুৎ মহাশয় খুব সহজেই এই পথ দিয়ে বেরিয়ে যেতে পারে। এখানে কমিউনিটি সেন্টারের গোপন দরজাটিকে আপনি আর্থিং ক্যাবলের সাথে তুলনা করতে পারেন এবং লোকটিকে আপনি লিকেজ কারেন্টের সাথে তুলনা করতে পারেন। এবার আসা যাক মূল প্রশ্নে।
আর্থিং এবং গ্রাউন্ডিং এর মধ্যে পার্থক্য কি?
- আর্থিং এবং গ্রাউন্ডিং একই টার্ম। তারপরেও এদের মধ্যে অনেক পার্থক্য আছে। আর্থিং এবং গ্রাউন্ডিংয়ের মধ্যে প্রধান পার্থক্য হল আর্থিং বলতে বোঝায় যে, সার্কিটটি জিরো ভোল্ট পটেনশিয়াল বা ভূমির সাথে ফিজিক্যালি সংযুক্ত। কিন্তু, গ্রাউন্ডিং বলতে বোঝায় যে সার্কিটটি ভূমির সাথে ফিজিক্যালি সংযুক্ত নয়।
- আর্থিং এবং গ্রাউন্ডিংয়ের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল গ্রাউন্ডিং সার্কিট কমপ্লিট করতে সাহায্য করে। অন্যদিকে আর্থিং সার্কিটের অতিরিক্ত প্রবাহকে ভূমিতে নিয়ে গিয়ে বৈদ্যুতিক শক/দূর্ঘটনা রোধ করে।
- আর্থিং শূন্য ভোল্টেজে সংযুক্ত থাকে অপরদিকে গ্রাউন্ডিং শূন্য ভোল্টেজে সংযুক্ত থাকেনা।
- আর্থিং সিস্টেম ডিভাইস এবং ভূমির মধ্যে সংযুক্ত থাকে অন্যদিকে গ্রাউন্ডিং নিউট্রাল এবং গ্রাউন্ডের মধ্যে সংযুক্ত থাকে।
- আর্থিং পাঁচ ধরনের হয়ে থাকে। যেমনঃ
- পাইপ আর্থিং
- প্লেট আর্থিং
- রড আর্থিং
- ট্যাপ আর্থিং
- স্ট্রিপ আর্থিং
- অন্যদিকে গ্রাউন্ডিং তিন ধরনের হয়ে থাকে। যথাঃ
- সলিড গ্রাউন্ডিং
- রেজিস্ট্যান্স গ্রাউন্ডিং
- রিয়েকট্যান্স গ্রাউন্ডিং
- আর্থিং তার সাধারণত সবুজ কালারের হয়। আর গ্রাউন্ড তার কাল কালারের হয়।
- আর্থিং ট্রান্সফরমার, জেনারেটর, মোটরের সাথে সংযুক্ত থাকে। গ্রাউন্ডিং নিউট্রাল জেনারেটর, পাওয়ার ট্রান্সফরমারে সংযুক্ত থাকে।
আর্থিং সার্কিট পূর্ণ করেনা বরং তাকে রক্ষা করে। অন্যদিকে গ্রাউন্ডিং সার্কিট পূর্ণ করে এবং কারেন্ট রিটার্ন পথ হিসেবে ব্যবহৃত হবে।
আরো কিছু আর্টিকেল পড়ুন
ফেজ লাইন আর্থিং এর সংস্পর্শে এলে কি ঘটবে? | থ্রি ফেজ ব্যালেন্সড এবং আনব্যালেন্সড সিস্টেম
জাহাজ এবং উড়োজাহাজে কিভাবে আর্থিং করা হয়?
ট্রান্সফরমারের নিউট্রালকে আর্থিং করা হয় কেন?