এসি সার্কিটের প্যারালাল রেজোন্যান্স নিয়ে আলোচনা

এসি সার্কিট নিয়ে পড়ার সময় আমরা রেজোন্যান্স সার্কিট নিয়ে পড়েছিলাম। সেখানে রেজোন্যান্স নিয়ে পড়ে থাকলেও হয়ত ধারণা এতটা পরিষ্কার হয়নি। আজ আপনাদের সামনে এসি সার্কিটের প্যারালাল রেজোন্যান্স নিয়ে খুব সংক্ষিপ্ত এবং সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব।

প্যারালাল রেজোন্যান্স কাকে বলে?

প্যারালাল রেজোন্যান্স বলতে বোঝায় যখন কোন AC সার্কিটে কারেন্ট প্রয়োগকৃত ভোল্টেজের সাথে একই ফেজে অবস্থান করে। আর সার্কিটে একটি ইন্ডাক্টর এবং একটি ক্যাপাসিটর প্যারালালে সংযুক্ত থাকে। চলুন একটি সার্কিট ডায়াগ্রামের সাহায্যে ব্যাপারটি আরো ক্লিয়ারভাবে বুঝানো যাক।

প্যারালাল রেজোন্যান্স সার্কিট
প্যারালাল রেজোন্যান্স সার্কিট

চিত্রানুসারে,

L হেনরির একটি ইন্ডাক্টর বিবেচনা করুন যেটি C ফ্যারাড ক্যাপাসিট্যান্সবিশিষ্ট একটি ক্যাপাসিটরের সাথে সমান্তরালে সংযুক্ত। ইন্ডাক্টরের সাথে R ohms এর একটি রোধ সিরিজে আছে। সার্কিটে V ভোল্টের সাপ্লাই ভোল্টেজ এপ্লাই করা হচ্ছে। সার্কিট কারেন্ট Ir, সাপ্লাই ভোল্টেজের সাথে ফেজ হবে যখন নিচের সমীকরণে দেওয়া শর্তটি পূরণ হবে।

এখন, আমরা প্যারালাল রেজোন্যান্সের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো আলোচনা করবঃ

  • ফেজর ডায়াগ্রাম
  • রেজোন্যান্স কন্ডিশনে ফ্রিকুয়েন্সি রেসপন্স

ফেজর ডায়াগ্রাম

উপরোক্ত সার্কিটটির ফেজর ডায়াগ্রাম নিচে তুলে ধরা হলঃ

R-L-C সার্কিটের ফেজর ডায়াগ্রাম

রেজোন্যান্স কন্ডিশনে R-L-C সার্কিটের ক্ষেত্রে ক্যাপাসিটিভ এবং ইন্ডাক্টিভ রিয়েক্টেন্স সমান। তাই এই ক্ষেত্রে মোট ইম্পিড্যান্স সার্কিটের রোধের সমান থাকে। রিয়েক্টিভ কম্পোনেন্টের প্রাধান্য লোপ পায় এবং সার্কিটে নূন্যতম কারেন্ট প্রবাহিত হতে পারে।

রেজোন্যান্স কন্ডিশনে ফ্রিকুয়েন্সি রেসপন্স

আমরা জানি,

আমরা জানি, কোন সার্কিটের ইন্ডাক্টিভ রিয়েক্টেন্স XL = 2πfL। কোন সার্কিটের ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স Xc = 1/2πfC

তার মানে, ফ্রিকুয়েন্সি পরিবর্তনের সাথে সাথে ক্যাপাসিটিভ এবং ইন্ডাক্টিভ রিয়েক্টেন্স পরিবর্তিত হয়। ফ্রিকুয়েন্সি বৃদ্ধি পেলে ইন্ডাক্টিভ রিয়েক্টেন্স বৃদ্ধি পায়। আর ফ্রিকুয়েন্সি কমে গেলে ক্যাপাসিটিভ রিয়েক্ট্যান্স বৃদ্ধি পায়।

পরিশেষে, প্যারালাল রেজোন্যান্স সার্কিটের বৈশিষ্ট্যগুলো হলঃ

  • এই সার্কিটের মোট ইম্পিড্যান্স সার্কিটে অবস্থানকৃত রোধের সমান যখন সার্কিটে কোন ফ্রিকুয়েন্সির প্রভাব থাকেনা।
  • Zr এর মান খুব বেশি হবে কারণ L/C অনুপাত প্যারালাল রেজোন্যান্সে অনেক বেশি।
  • সার্কিট কারেন্টের মান, Ir = V/Zr খুবই ছোট কারণ Zr এর মান অনেক বেশি।
  • ক্যাপাসিটর এবং কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট লাইন কারেন্টের চেয়ে অনেক বেশি কারণ প্রতিটি শাখার ইম্পিডেন্স সার্কিট ইম্পিডেন্সের তুলনায় বেশ কম।

প্যারালাল সার্কিট রেজোন্যান্স নিয়ে এর থেকেও সহজতর উপস্থাপনা আর হতে পারে বলে আমার মনে হয়না। এভাবে বিভিন্ন জটিল বিষয়বস্তুগুলোকে সহজতর করে তোলাই আমার লক্ষ্য।

আরো কিছু আর্টিকেল পড়ে নিন

এসি সার্কিটঃ সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা

ক্যাপাসিটর ডিসিকে বাধা দেয় কিন্তু এসিকে যেতে দেয় কেন?