কন্ট্রোল সিস্টেম সম্বন্ধে ভাইভা বোর্ডে সম্ভাব্য প্রশ্ন-উত্তর | পর্ব-২

4
4725
কন্ট্রোল সিস্টেম

আমরা পর্ব-১ হতে কন্ট্রোল সিস্টেম সমন্ধে ভাইভা বোর্ডে সম্ভাব্য ১ থেকে ১৮ টি প্রশ্ন এবং তার উত্তর জেনেছিলাম। আজ আমরা আরো কিছু প্রশ্ন এবং উত্তর জানবো। এই প্রশ্ন সমূহকে মোট ৩ টি পর্বে ভাগ করা হয়েছে। আজ ২য় পর্ব।

কন্ট্রোল সিস্টেম ভাইবা বোর্ডে সম্ভাব্য প্রশ্ন উত্তর | পর্ব ১ পড়ুন

আজকের পর্বে আমরা যেসব প্রশ্নের উত্তর জানবোঃ

  • ১৯. ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম কত প্রকার?
  • ২০. নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমে কি কি বৈশিষ্ট্য রয়েছে?
  • ২১. Gain Margin কি ?
  • ২২. ফেজ মার্জিন কি?
  • ২৩. সিগন্যাল ফ্লো গ্রাফ কি?
  • ২৪. সিগন্যাল ফ্লো গ্রাফের বৈশিষ্ট্যগুলো কি কি?
  • ২৫. Block Diagram Reduction Technique এর Basic Rule কি?
  • ২৬. Resonant Peak কাকে বলে ?
  • ২৭. Cut Off Rate কি?
  • ২৬. ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি কি?
  • ২৭. Servomechanism কি?
  • ২৮. Servomechanism কেনো ব্যবহার করা হয়?
  • ২৯. কত ধরনের Instrument Cable রয়েছে?
  • ৩০. ক্যাবল ট্রে’র আকার নির্ধারণ করা হয় কিভাবে?
  • ৩১. Temperature Element গুলো কি কি?
  • ৩২. ক্যাবল ট্রে কি?
  • ৩৩. ক্যাবল ট্রে কি দিয়ে তৈরি করা হয়?
  • ৩৪. কত ধরনের ক্যাবল ট্রে রয়েছে?

১৯. ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম কত প্রকার?

উত্তরঃ ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম প্রধানত দুই প্রকারঃ

  1. পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম 
  2. নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম

২০. নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমে কি কি বৈশিষ্ট্য রয়েছে?

উত্তরঃ নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমে বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়ঃ

  • নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের gain ও gain sensitivity হ্রাস করে।
  • non linear distortion হ্রাস করে।
  • noise effect হ্রাস করে।
  • bandwidth প্রসারিত করে।
  • ইনপুট এবং আউটপুটের ইম্পিডেন্স বৃদ্ধি করে।
  • ইনপুট রেজিস্ট্যান্স বৃদ্ধি করে।

২১. Gain Margin কি ?

উত্তরঃ Gain Margin হলো এমন একটি Gain যা সিস্টেম স্থিতিশীল বা Stable হওয়ার আগেই পরিবর্তিত হয়ে যায়। এক্ষেত্রে Gain কে যদি ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বৃদ্ধি করা হয় তখন সিস্টেম কিছু সময়ের জন্য সামান্য স্থিতিশীল বা Stable হয়। এবং তা যদি আরো বেশি বৃদ্ধি করা হয় তখন তার অস্থায়িত্ব বা Instability বাড়তে থাকে।

২২. ফেজ মার্জিন কি?

উত্তরঃ ক্লোজ লুপ সিস্টেমকে Unstable বা অস্থিতিশীল করার জন্য ওপেন-লুপ সিস্টেমে যে পরিবর্তন করা হয় সে পরিবর্তনের পরিমাণ হচ্ছে ফেজ মার্জিন।

২৩. সিগন্যাল ফ্লো গ্রাফ কি?

উত্তরঃ একটি সিস্টেমের Linear Equation সেট ও ভেরিয়েবল সমুহের মধ্যকার সম্পর্ককে গ্রাফিক্যালভাবে উপস্থাপন করাকে সিগন্যাল ফ্লো গ্রাফ বা SFG বলা হয়। সিগন্যাল ফ্লো গ্রাফে কোনো Reduction Technique বা Process এর প্রয়োজন হয় না।

২৪. সিগন্যাল ফ্লো গ্রাফের বৈশিষ্ট্যগুলো কি কি?

উত্তরঃ সিগন্যাল ফ্লো গ্রাফের প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো হল:

  • এটি এমন একটি নেটওয়ার্ককে উপস্থাপন করে যার মধ্যে Node গুলো সিস্টেম ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহৃত হয় এবং তা সরাসরি Branch এর সাথে যুক্ত থাকে।
  • সিগন্যাল ফ্লো গ্রাফ Equation এর সেটকে একটি ডায়াগ্রাম আকারে উপস্থাপন করে। এতে Node ও Branch থাকে যেখানে প্রতিটি Branch এ একটি Arrow দিয়ে সিগন্যাল ফ্লো-কে রিপ্রেজেন্ট করা হয়।
  • সিগন্যাল ফ্লো গ্রাফ শুধুমাত্র Linear System এর ক্ষেত্রে প্রযোজ্য। 

২৫. Block Diagram Reduction Technique এর Basic Rule কি?

উত্তরঃ Block Diagram Reduction Technique এর Basic Rule হচ্ছে যদি ডায়াগ্রামের মধ্যে কোন পরিবর্তন করা হয়, তবে সেই পরিবর্তনগুলো সিস্টেমের ইনপুট – আউটপুট সম্পর্কের মধ্যে কোন পরিবর্তন তৈরি করবে না।

২৬. Resonant Peak কাকে বলে ?

উত্তরঃ Closed Loop Transfer Function এর সর্বাধিক মানকে Resonant Peak বলে।

২৭. Cut Off Rate কি?

উত্তরঃ Cut Of ফ্রিকোয়েন্সির নিকটস্থ Curve এর Slop বা ঢালকে Cut Off Rate বলে। এটি সিস্টেমের Signal এবং Noise এর মধ্যে পার্থক্য করার ক্ষমতা নির্দেশ করে।

২৬. ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি কি?

উত্তরঃ যখন ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ১৮০ তে পৌঁছে যায় তখন তা ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি।

২৭.  Servomechanism কি?

উত্তরঃ Servomechanism হচ্ছে একটি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম যার আউটপুট হিসেবে মেকানিক্যাল কিছু যেমনঃ Distance, Velocity, Acceleration ইত্যাদি পাওয়া যায়।

২৮.  Servomechanism কেনো ব্যবহার করা হয়?

উত্তরঃ Servomechanism কন্ট্রোল সিস্টেমে ব্যবহার করা হয় যাতে যন্ত্রের যান্ত্রিক অবস্থানটি আউটপুটের সাহায্যে Vary করতে পারে।

২৯. কত ধরনের Instrument Cable রয়েছে?

উত্তরঃ নিম্নোক্ত Instrument Cable রয়েছেঃ

  • IS Cables (Intrinsic Safety).
  • NIS Cables (Non Intrinsic Safety).

ঝুঁকির অবস্থা নির্ভর করে Instrument Cable এর ধরন নির্ধারণ করা হয়।

৩০. ক্যাবল ট্রে’র আকার নির্ধারণ করা হয় কিভাবে?

উত্তরঃ ক্যাবল ট্রে তে ক্যাবল ধারণ করার পরিমাণ এবং ট্রের সাইজের উপর ভিত্তি করে ক্যাবল ট্রে’র আকার নির্ধারণ করা হয়। 80,150, 300, 450, 600 এবং 900 নমুনার ক্যাবল বা তার রয়েছে।

৩১. Temperature Element গুলো কি কি?

উত্তরঃ Temperature Element গুলো হচ্ছেঃ

Thermocouple ও Resistance Temperature Detectors (Rtds).

৩২. ক্যাবল ট্রে কি?

উত্তরঃ যে উপায় বা যার মাধ্যম প্ল্যান্টে ফিল্ডের তারগুলো সাজিয়ে রাখা হয় তাকে ক্যাবল ট্রে বলে।

৩৩. ক্যাবল ট্রে কি দিয়ে তৈরি করা হয়?

উত্তরঃ ক্যাবল ট্রে সাধারণত অ্যালুমিনিয়াম, স্টিল অথবা ফাইবার রেইন ফোর্সড প্লাস্টিক (RFP) দিয়ে তৈরি করা হয়।

৩৪. কত ধরনের ক্যাবল ট্রে রয়েছে?

উত্তরঃ ৬ ধরনের ক্যাবল ট্রে রয়েছেঃ

  1. Ladder Type ক্যাবল ট্রে ।
  2. Solid Bottom ক্যাবল ট্রে ।
  3. Trough (ঢাকানা বিহীন লম্বা সরু) ক্যাবল ট্রে ।
  4. চ্যানেল ক্যাবল ট্রে ।
  5. Wire Mesh (তারের জাল) ক্যাবল ট্রে ।
  6. Single Rail ক্যাবল ট্রে ।

কন্ট্রোল সিস্টেম নিয়ে বিস্তারিত জানতে নিচের আর্টিকেল গুলো পড়ুন

কন্ট্রোল সিস্টেম সম্বন্ধে ভাইভা বোর্ডে সম্ভাব্য প্রশ্নসমূহ পর্ব-১
কন্ট্রোল সিস্টেমঃ উদাহরণ, ব্যবহার, প্রকারভেদ
কন্ট্রোল  সিস্টেমঃ ওপেন লুপ ও ক্লোজড লুপ
ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম সম্বন্ধে সহজ ভাষায় বিস্তারিত জেনে নিন
ট্রান্সফার ফাংশন সম্বন্ধে সহজ ভাষায় আলোচনা

4 COMMENTS

  1. আবিউল

    Voltage lab is very helpful. thank VL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here