কারেন্ট ট্রান্সফরমার ( সিটি ) কে ইনস্ট্রমেন্ট ট্রান্সফরমার ও বলা হয় যার সাহায্যে অল্টারনেটিং কারেন্ট পরিমাপ করা হয় এবং ডিস্ট্রিবিউশন লাইন কে কন্ট্রোল করা হয়।
সাধারণত হাই-ভোল্টেজ লাইনে (CT) কারেন্ট ট্রান্সফরমার বেশি ব্যবহার করা হয়, তবে লো-ভোল্টেজ লাইনে ব্যবহার করা হয় খুব কম। চিত্রে ডিস্ট্রিবিউশন লাইনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করা হয়েছে এবং ডায়াগ্রামে মোট ৬ টি (CT) কারেন্ট ট্রান্সফরমার দেখানো হয়েছে।
(CT) কারেন্ট ট্রান্সফরমারে মূলত দুইটি অংশ থাকে
- কন্ট্রোলিং পার্ট (R)
- মিটারিং পার্ট (M)
এই দুইটি অংশের মাধ্যমে কারেন্ট ট্রান্সফরমার কারেন্ট পরিমাপ এবং কন্ট্রোলের কাজ করে থাকে। এই দুটি অংশ কিভাবে কাজ করে তা পরবর্তী আর্টিকেলে আলোচনা করা হবে, তার পূর্বে কারেন্ট ট্রান্সফরমার কিভাবে ক্যালকুলেশন এবং সিলেকশন করতে হয় তা নিয়ে আলোচনা করা হবে এখন।
(CT) কারেন্ট ট্রান্সফরমার ক্যালকুলেশন
(CT) কারেন্ট ট্রান্সফরমার ক্যালকুলেশন করা হয় লাইন কারেন্টের সাথে সেফটি ফ্যাক্টর ১.২ গুন করে এবং যে রেটিং পাওয়া যায় তার কাছাকাছি বা উপরের রেটিং এ কারেন্ট ট্রান্সফরমার সিলেকশন করা হয়।
কারেন্ট ট্রান্সফরমার রেশিও
কারেন্ট ট্রান্সফরমারের নেমপ্লেটে রেশিও এভাবে লেখা থাকেঃ 150/5/5 or 150/5
১৫০/৫/৫ কি?
১৫০ = প্রাইমারি কারেন্ট
৫ = কন্ট্রোলিং কারেন্ট (রিলে)
৫ = মিটারিং কারেন্ট
কারেন্ট ট্রান্সফরমারের প্রাইমারি কারেন্ট যদি ১৫০ অ্যাম্পিয়ার হয় তাহলে সেকেন্ডারি কারেন্ট হবে ৫ অ্যাম্পিয়ার অর্থাৎ (১৫০ : ৫)
150 / 5 / 5 – প্রাইমারি কারেন্ট ১৫০ অ্যাম্পিয়ার, পরবর্তী সেকেন্ডারি কারেন্ট ৫ অ্যাম্পিয়ার মিটারিং এর জন্য, অন্য ৫ অ্যাম্পিয়ার কারেন্ট কন্ট্রোলিং এর জন্য।
(CT) কারেন্ট ট্রান্সফরমার উইন্ডিং
আমরা জানি কারেন্ট ট্রান্সফরমারের প্রাইমারিতে ১টি মাত্র উইন্ডিং থাকে এবং সেকেন্ডারিতে ২টা উইন্ডিং থাকে, নিচের চিত্রে দেখে নিতে পারেন এবং সাথে রেটিং ও দেখানো হয়েছে।
কারেন্ট ট্রান্সফরমারের সিলেকশন রেটিং লিস্ট
5, 10, 15, 20, 30, 50, 60, 70, 75, 100, 150, 200, 250, 300, 400, 600, 800, 1000, 1200, 1500, 2000, 3000, 4000, 4800
(CT) কারেন্ট ট্রান্সফরমার ক্যালকুলেশন: ০১
5 MVA Transformer Primary Side
Line current = 87A
Safety Factor (S.F) = 1.2
CT = Rated current * Safety factor
= 87 * 1.2
CT = 104 A
লাইন কারেন্টের সাথে সেফটি ফ্যাক্টর ১.২ গুন করার পর ১০৪ অ্যাম্পিয়ার কারেন্ট পেয়েছি এবং তার উপরের রেটিং হচ্ছে ১৫০ অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট ট্রান্সফরমার রেটিং হবে ১৫০ অ্যাম্পিয়ার।
CT Rating 150/5/5
(CT) কারেন্ট ট্রান্সফরমার ক্যালকুলেশনঃ ০২
Transformer (5 MVA) Secondary Side
Line Current = 262A
Safety factor (S.F) = 1.2
CT = 262 * 1.2
CT-2 = 314A
CT Rating 400/5/5
CT-3, CT-4, CT-5, CT-6 একইভাবে বের করা যায় এবং CT-5, ও CT-6, তে শুধু মিটারিং পার্ট থাকে এবং কন্ট্রোলিং পার্ট এর প্রয়োজন হয় না।
কারেন্ট ট্রান্সফরমার কিভাবে কাজ করে
আমরা জানি কারেন্ট ট্রান্সফরমারের দুইটি প্রধান অংশ হচ্ছেঃ
- টারিং পার্ট এবং
- কন্ট্রোলিং পার্ট।
মিটারিং পার্টে শুধু কারেন্টের রেটিং কে মিটারের মাধ্যমে দেখানো হয়। প্রাইমারি কারেন্ট যাই হোক না কেন সেকেন্ডারি কারেন্ট ৫ অ্যাম্পিয়ারের নিচে দেখাবে।
কন্ট্রোলিং পার্টে কারেন্ট ট্রান্সফরমার অনাকাঙ্ক্ষিত ফল্ট থেকে ডিস্ট্রিবিউশন লাইন কে রক্ষা করে।
(CT) কারেন্ট ট্রান্সফরমারের কন্ট্রোলিং পার্ট
কন্ট্রোলিং শব্দের অর্থ নিয়ন্ত্রণ করা। আমরা জানি যে রিলে, ম্যাগনেটিক কন্টাক্টর, টাইমার ইত্যাদি দিয়ে মূলত ইলেকট্রিক্যাল লাইন কে নিয়ন্ত্রণ করা যায়।
আমরা অনেকেই ট্রিপিং সার্কিটের নাম শুনেছি এবং এর সম্পর্কে সবারই কম বেশি ভাল ধারণা আছে। কারেন্ট ট্রান্সফরমারের সাথে রিলে এবং সার্কিট ব্রেকার নিয়ে ট্রিপিং সার্কিট গঠিত হয়।
লাইনে যখন কোন অনাকাঙ্ক্ষিত কারেন্ট প্রবাহিত হয় তখন লাইন কে ট্রিপিং সার্কিটের সাহায্যে অনাকাঙ্ক্ষিত কারেন্ট থেকে রক্ষা করা হয়।
ট্রিপিং সার্কিটে ৩টা গুরুত্বপূর্ণ অংশঃ
- রিলে কয়েল
- রিলে কন্টাক্ট
- ট্রিপিং কয়েল
ট্রিপিং সার্কিটের কাজঃ
যখন লাইনে কারেন্ট ট্রান্সফরমারের রেটিং (১৫০) কারেন্ট থেকে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখন অতিরিক্ত কারেন্ট বাইপাস হয়ে চলে যায় রিলে কয়েলে।
রিলে কয়েলে যখন কারেন্ট প্রবেশ করে তখন কয়েল এনার্জাইসড হয়ে রিলে অফ স্টেট থেকে অন স্টেটে যায়। ডিসি সোর্স একটিভ অবস্থায় থাকে, যখন রিলে সুইচ অন হয় ঠিক তখনিই সার্কিট সম্পূর্ণ করে এবং ট্রিপিং কয়েল এনার্জাইসড হয়। যখন ট্রিপিং কয়েল এনার্জাইসড হয় তখন সার্কিট ব্রেকারের কয়েল সাথে সাথে এনার্জাইজড হয় এবং লাইন কে ডিসকানেক্ট করে দেয়।
এইভাবে কারেন্ট ট্রান্সফরমার যে কোন লাইন কে অনাকাঙ্ক্ষিত কারেন্ট ( শর্ট সার্কিট কারেন্ট, ওভার কারেন্ট) থেকে রক্ষা করে।
সাধারণত কারেন্ট ট্রান্সফরমার, ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে ব্যবহার করা হয়। কারেন্ট ট্রান্সফরমারের মূল উদ্দেশ্য হলো উচ্চ ভোল্টেজে কারেন্ট পরিমাপ করা, লাইন কে ফল্ট থেকে রক্ষা করা এবং সাথে সাথে ট্রান্সফরমার কে ও রক্ষা করা। লাইনে কোন অনাকাঙ্ক্ষিত ফল্ট সৃষ্টি হওয়ার সাথে সাথে খুব কম সময়ে ট্রিপিং সার্কিটের সাহায্যে লাইন কে ডিসকানেক্ট করে রক্ষা করা।