EEE Job Preparation
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব-২
টপিকঃ ইলেকট্রিক্যাল সার্কিট
প্রশ্ন ১১ঃ আদর্শ সার্কিট কি?
উত্তরঃ একটি আদর্শ সার্কিটে ৫ টি components বা উপাদান থাকে। যদি কোন সার্কিটে এই ৫ টি উপাদান বা components বিদ্যমান থাকে তখন ঐ সার্কিটকে আদর্শ সার্কিট বলা হয়।
প্রশ্ন ১২ঃ আদর্শ সার্কিটের উপাদান কয়টি ও কি কি?
উত্তরঃ আদর্শ সার্কিটের উপাদান ৫ টি।, যথাঃ
- বৈদ্যুতিক সোর্স (Source)
- পরিবাহী (Conductor)
- নিয়ন্ত্রণ যন্ত্র বা সুইচ (Switch)
- লােড (Load)
- রক্ষন যন্ত্র (Protecting Device)
প্রশ্ন ১৩ঃ একটি আদর্শ সার্কিট অঙ্কন করে দেখান।
উত্তরঃ
একটি আদর্শ সার্কিটে অবশ্যই একটি বৈদ্যুতিক সাের্স বা পাওয়ার সাপ্লাই থাকতে হবে, তা হোক ব্যাটারি থেকে অথবা জেনারেটর থেকে। এরপরে একটি পরিবাহী তার (conductor) লাগবে যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারবে। সার্কিটের আরেকটি গুরুত্বপূর্ণ কম্পােনেন্ট হচ্ছে বৈদ্যুতিক লােড। সার্কিটে একটি রেজিস্টেন্স বা বৈদ্যুতিক লোড (যেমন- বাতি, পাখা, মটর ইত্যাদি) থাকতেই হবে ।
প্রশ্ন ১৪ঃ সার্কিট বা বর্তনী কত প্রকার ও কি কি?
সার্কিট বা বর্তনীকে তিন ভাগে ভাগ করা হয়, যথা-
ক) সিরিজ সার্কিট
খ) প্যারালাল সার্কিট
গ) সিরিজ-প্যারালাল বা মিশ্র সার্কিট
প্রশ্ন ১৫ঃ সিরিজ সার্কিট কাকে বলে?
উত্তরঃ যে সকল সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একটি মাত্র পথ থাকে, তাকে সিরিজ সার্কিট বলে।
প্রশ্ন ১৬ঃ সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলো কি কি?
উত্তরঃ সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলোঃ
১. সিরিজ সার্কিটে প্রবাহিত মোট কারেন্ট হচ্ছে প্রতিটি লােডের আড়াআড়িতে প্রবাহিত কারেন্টের সমান। অর্থাৎ, IT = l1 = I2 = I3
২. সিরিজ সার্কিটে প্রবাহিত মােট ভােল্টেজ হচ্ছে সার্কিটে সংযুক্ত প্রতিটি লােডের মধ্য দিয়ে প্রবাহিত ভােল্টেজের যােগফলের সমান।
অর্থাৎ, VT = V1 + V2 + V3
৩. সিরিজ সার্কিটে সমতুল্য রেজিস্টেন্স এর সকল রেজিস্টেন্সের যােগফলের সমান।
অর্থাৎ, RT = R1 + R2 + R3
প্রশ্ন ১৭ঃ প্যারালাল সার্কিট কাকে বলে?
উত্তরঃ যে সকল সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য দুই বা ততােধিক পথ থাকে, তাকে প্যারালাল সার্কিট বলে।
প্রশ্ন ১৮ঃ প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যগুলো কি কি?
প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যসমূহঃ
১. প্যারালাল সার্কিটে প্রয়োগকৃত মোট ভোল্টেজ হচ্ছে সার্কিটে সংযুক্ত প্রতিটি লােডের আড়াআড়িতে ভােল্টেজসমূহের সমান।
VT = V1 = V2 = V3
২. প্যারালাল সার্কিটে প্রবাহিত মোট কারেন্ট হচ্ছে সার্কিটে সংযুক্ত প্রতিটি লােডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যােগফল।
অর্থাৎ, IT = I1 = I2 =I3
৩. প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি রেজিষ্ট্যান্সের মান উল্টোভাবে যােগ করলে যােগফল সমতুল্য রেজিষ্ট্যান্সের উল্টানাে মানের সমান।
অর্থাৎ,
প্রশ্ন ১৯ঃ সিরিজ-প্যারালাল বা মিশ্র সার্কিট কাকে বলে?
উত্তরঃ যে সকল সার্কিটে সিরিজ ও প্যারালাল উভয় সার্কিটের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে বা মিশ্র অবস্থায় থাকে, তাকে সিরিজ-প্যারালাল বা মিশ্র সার্কিট বলে।
প্রশ্ন ২০ঃ ডিসি সার্কিট (DC Circuit) বলতে কি বুঝ?
উত্তরঃ DC = Direct Current.
ডিসি সোর্সের মাধ্যমে যে সকল সার্কিট কার্য সম্পাদন করে তাদেরকে DC Circuit বলে।
সকল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব