লিনিয়ার ও নন – লিনিয়ার সার্কিট | Linear and Non Linear Circuit

3
6034
লিনিয়ার ও নন লিনিয়ার সার্কিট

লিনিয়ার ও নন লিনিয়ার উপাদানের সমন্বয়ে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস তৈরি করা হয়। তাই এ সকল ইলেকট্রিক্যাল ডিভাইসের বেসিক ডিজাইন ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে লিনিয়ার ও নন লিনিয়ার সার্কিট সম্বন্ধে জানা খুবই জরুরি।

আজকে আমরা লিনিয়ার ও নন লিনিয়ার সার্কিটের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।

আমাদের আজকের আলোচনায় যা যা থাকছেঃ

  • লিনিয়ার সার্কিট কি?
  • নন লিনিয়ার সার্কিট কি?
  • লিনিয়ার সার্কিট ও নন লিনিয়ার সার্কিট এর মধ্যে পার্থক্য।
  • লিনিয়ার সার্কিট ও নন লিনিয়ার সার্কিট এর উপাদান সমূহ।
  • লিনিয়ার সার্কিট ও নন লিনিয়ার সার্কিট এর ব্যবহার।

লিনিয়ার সার্কিট কি?

মূলত লিনিয়ার সার্কিট হচ্ছে একটি ইলেকট্রিক্যাল সার্কিট এবং এই সার্কিটের প্যারামিটার সমূহ যেমনঃ Resistance, Capacitance, Inductance ইত্যাদি সর্বদা ধ্রুবক থাকে।

অর্থাৎ আমরা বলতে পারি, যে সার্কিটে ভোল্টেজ ও কারেন্ট পরিবর্তনের সাথে সার্কিটের প্যারামিটার সমূহ অপরিবর্তিত থাকে তাকে লিনিয়ার সার্কিট বলে।

লিনিয়ার ও নন লিনিয়ার সার্কিট
লিনিয়ার সার্কিট

নন লিনিয়ার সার্কিট কি?

নন লিনিয়ার সার্কিটও একটি ইলেকট্রিক্যাল সার্কিট তবে এই সার্কিটে ভোল্টেজ ও কারেন্ট পরিবর্তনের সাথে সার্কিটের প্যারামিটার সমূহ যেমনঃ Waveforms, Resistance, Inductance ইত্যাদির পরিবর্তন হয়।

অর্থাৎ, যে সার্কিটে ভোল্টেজ বা কারেন্ট পরিবর্তনের সাথে সার্কিটের প্যারামিটার সমূহ পরিবর্তিত হয় তাকে নন-লিনিয়ার সার্কিট বলে।

লিনিয়ার ও নন লিনিয়ার সার্কিট
নন লিনিয়ার সার্কিট

লিনিয়ার সার্কিট ও নন লিনিয়ার সার্কিট এর মধ্যে পার্থক্যঃ

লিনিয়ার সার্কিটের ক্ষেত্রেঃ

সাধারণত, লিনিয়ার শব্দের অর্থ সরল রেখা বা সরল রৈখিক যা দেখতে Diagonal বা কর্ণের মতো এবং এটি ভোল্টেজ ও কারেন্টের মধ্যে লিনিয়ার বৈশিষ্ট্য সমূহ প্রকাশ করে।

অর্থাৎ সার্কিটের কারেন্ট প্রবাহ ভোল্টেজের সাথে সরাসরি সমানুপাতিক। যদি ভোল্টেজ বৃদ্ধি পায় তবে সার্কিটের কারেন্ট প্রবাহও বৃদ্ধি পায় আবার যদি ভোল্টেজ কমে যায় তবে সার্কিটের কারেন্ট প্রবাহও কমে যায়।

কারেন্ট ও ভোল্টেজের মধ্যে বিদ্যমান লিনিয়ার সার্কিটের আউটপুট বৈশিষ্ট্যগুলো চিত্রের সাহায্যে নিচে দেখানো হলোঃ

লিনিয়ার ও নন লিনিয়ার সার্কিট
লিনিয়ার সার্কিটের বৈশিষ্ট্য ও কার্ভ

লিনিয়ার সার্কিটে আউটপুটের Response সরাসরি ইনপুটের সমানুপাতিক। যদি লিনিয়ার সার্কিট এর মধ্যে Sinusoidal Voltage কে ইনপুট হিসেবে দেয়া হয়, তবে ঠিক একই ধরনের Sinusoidal Voltage কে আমরা আউটপুট হিসেবে পাবো। এবং লিনিয়ার সার্কিটে ভোল্টেজের ফ্রিকোয়েন্সি সব সময় একই থাকে।

ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই লিনিয়ার সার্কিটের সমাধান করা যায়।

নন লিনিয়ার সার্কিটের ক্ষেত্রেঃ

নন লিনিয়ার সার্কিটে ভোল্টেজ ও কারেন্টের মধ্যে কোন সরলরৈখিক সম্পর্ক থাকে না। তাই এই ধরনের সার্কিটকে V-I কার্ভ দ্বারা প্রকাশ করা হয়-

লিনিয়ার ও নন লিনিয়ার সার্কিট
নন লিনিয়ার সার্কিটের বৈশিষ্ট্য ও কার্ভ

লিনিয়ার সার্কিটের তুলনায় নন লিনিয়ার সার্কিটগুলো সমাধান করা কিছুটা জটিল কারণ এতে প্রচুর ডেটা দেওয়া থাকে এবং প্রতিটি ডেটার মান ভিন্ন ভিন্ন ভাবে পরিবর্তিত হয়।

প্রযুক্তির কল্যাণে বর্তমানে আমরা Multisim, Matlab এবং Pspice’র মতো সার্কিট সিমুলেশন টুলস এর সাহায্যে লিনিয়ার ও নন লিনিয়ার সার্কিট সমূহের আউটপুট কার্ভগুলো অনুকরণ (Simulate) এবং বিশ্লেষণ করতে পারি।

লিনিয়ার সার্কিট ও নন লিনিয়ার সার্কিট এর উপাদান সমূহঃ

লিনিয়ার সার্কিটের ক্ষেত্রেঃ

লিনিয়ার সার্কিট এর উপাদানগুলো এক ধরনের Electrical Element এবং এখানে কারেন্ট ও ভোল্টেজের সাথে একটি রৈখিক সম্পর্ক থাকে।

কয়েকটি লিনিয়ার উপাদান হচ্ছেঃ

  • Resistor
  • Capacitor
  • Air Core Inductor ইত্যাদি।

Resistor হচ্ছে লিনিয়ার সার্কিটের সবচেয়ে Common উপাদান।

নন লিনিয়ার সার্কিটের ক্ষেত্রেঃ

নন লিনিয়ার সার্কিট এর উপাদানগুলোও এক ধরনের Electrical Element তবে এখানে কারেন্ট ও ভোল্টেজের সাথে কোন রৈখিক সম্পর্ক থাকে না।

কয়েকটি নন লিনিয়ার সার্কিটের উপাদান হচ্ছেঃ

  • Transistor.
  • Diode.
  • Vacuum Tube.
  • Iron Core Inductor.
  • Semiconductor Devices.
  • Transformer ইত্যাদি.

লিনিয়ার সার্কিট ও নন লিনিয়ার সার্কিট এর ব্যবহারঃ

ইলেকট্রিক্যাল সার্কিটে ভোল্টেজ ড্রপ ও কারেন্ট ড্রপ বের করতে লিনিয়ার সার্কিট ও নন লিনিয়ার সার্কিট ব্যবহার করা হয়।

অন্যান্য লেখাসমূহঃ

ইলেকট্রিক্যাল সার্কিট সম্বন্ধে বিস্তারিত পড়ুন।

কারেন্ট সম্বন্ধে বিস্তারিত পড়ুন।

সার্কিটের উপাদান সমূহ সম্বন্ধে বিস্তারিত পড়ুন।

3 COMMENTS

  1. machine part gular mathematics gula nai??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here