প্রাইম মুভার কাপলিং | Prime mover Coupling

পাওয়ার প্ল্যান্টের কার্যপদ্ধতি আলোচনাকালীন আমরা জেনেছিলাম যে, প্রাইম মুভারের শ্যাফট জেনারেটরের শ্যাফটের সাথে কাপলিং করা থাকে। আজ আমরা প্রাইম মুভারের কাপলিং সম্বন্ধে আলোচনা করবো।

“পাওয়ার প্ল্যান্টের সংজ্ঞা, প্রকারভেদ ও কার্যপদ্ধতি সম্বন্ধে পড়ুন”

প্রাইম মুভার সম্বন্ধে পড়ুন

আজকের আলোচনায় যা যা থাকছেঃ

  • প্রাইম মুভার কাপলিং (Prime mover Coupling) কি ?
  • কাপলিং এর প্রকারভেদ
  • অনমনীয় কাপলিং (Rigid coupling)
  • ফ্লেঞ্জ কাপলিং (Flange coupling)
  • হাইড্রো বা ফ্লুইড কাপলিং (Hydro or fluid coupling)
  • স্লিভ কাপলিং (Sleeve coupling)
  • ক্ল্যাম্প শ্যাফট কাপলিং (Clamp shaft coupling) এবং
  • চাবি বিহীন সঙ্কোচন কাপলিং (Key less compression coupling)
  • নমনীয় কাপলিং (Flexible coupling)
  • কাপলিং -এর উদ্দেশ্য

প্রাইম মুভার কাপলিং (Prime mover Coupling) কি ?

প্রাইম মুভার কাপলিং বলতে এমন এক প্রকার সংযােগ পদ্ধতি বুঝায়, যার মাধ্যমে দুটি ভিন্ন যন্ত্রের শ্যাফটকে একত্রে সংযােজন করা হয়। একটি ঘূর্ণায়মান যন্ত্রের সাথে অন্য একটি স্থির যন্ত্রের কাপলিং করা হলে তা ঘূর্ণায়মান যন্ত্রের ঘূর্ণন গতি প্রাপ্ত হয়ে চলতে থাকে।

উদাহরণ স্বরূপ বলা যায় যে, একটি চলমান ইঞ্জিনের শ্যাফটের সঙ্গে একটি জেনারেটরের শ্যাফটের সংযােগ করা হলে তা ইঞ্জিনের সাথে চালিত হয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারে। ফলে, ইঞ্জিনের যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়।

কাপলিং এর প্রকারভেদঃ

কাপলিং সাধারণত দুই প্রকার, যথা:

(ক) অনমনীয় কাপলিং (Rigid coupling) এবং

(খ) নমনীয় কাপলিং (Flexible coupling)

(ক) অনমনীয় কাপলিং (Rigid coupling):

এই কাপলিং দুটি যন্ত্রের শ্যাফটদ্বয়ের মধ্যে অনমনীয় সংযোগ স্থাপন করে বলে একে অনমনীয় কাপলিং বা Rigid coupling বলা হয়।

নিচের চিত্রে কয়েকটি অনমনীয় কাপলিং (Rigid coupling) দেখানো হলোঃ

Prime mover Coupling)
অনমনীয় কাপলিং (Rigid coupling)

অনমনীয় কাপলিংকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়, যেমন:

  1. ফ্লেঞ্জ কাপলিং (Flange coupling)
  2. হাইড্রো বা ফ্লুইড কাপলিং (Hydro or fluid coupling)
  3. স্লিভ কাপলিং (Sleeve coupling)
  4. ক্ল্যাম্প শ্যাফট কাপলিং (Clamp shaft coupling) এবং
  5. চাবি বিহীন সঙ্কোচন কাপলিং (Key less compression coupling)

1. ফ্লেঞ্জ কাপলিং (Flange coupling):

কোনাে প্রাইম মুভার ও জেনারেটর শ্যাফট দুইটির মধ্যবর্তী স্থানে ধাতব, রাবার, ফাইবার ইত্যাদি পাত সংযােগের সময় নাট-বােল্টের সমন্বয়ে এই ফ্লেঞ্জ কাপলিং তৈরী করা হয়। সাধারণত ছােট বা ক্ষমতা সম্পন্ন শক্তি উৎপাদন কেন্দ্রের ইউনিটে ফ্লেঞ্জ কাপলিং ব্যবহার করা হয়।

Prime mover Coupling
ফ্লেঞ্জ কাপলিং

নিচের চিত্রে একটি ডিজেল বিদ্যুৎ কেন্দ্রের ইউনিটে ব্যবহৃত ফ্লেঞ্জ কাপলিং সংযোগ পদ্ধতি দেখানো হলোঃ

Prime mover Coupling
ডিজেল বিদ্যুৎ কেন্দ্রের ইউনিটে ব্যবহৃত ফ্লেঞ্জ কাপলিং সংযোগ

2. হাইড্রো বা ফ্লুইড কাপলিং (Hydro or fluid coupling):

মাঝারী বা অধিক ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ইউনিটের মাঝে হাইড্রো বা ফ্লুইড কাপলিং ব্যবহার করা হয়। এই ধরনের কাপলিং হাইড্রোলিক বা তরল পদার্থের চাপে চালিত হয়।

Prime mover Coupling
হাইড্রো বা ফ্লুইড কাপলিং

ইঞ্জিন অথবা যে কোনাে প্রাইম মুভার ঘুরতে থাকলে, হাইড্রোলিক কাপলিং-এর তরল পদার্থ রানারের সাথে ঘুরতে থাকে এবং ধাক্কা দিয়ে চালিত রানারকে ঘুরাতে থাকে। ফলে চালিত রানারের সঙ্গে সংযুক্ত জেনারেটরও ঘূর্ণন গতি প্রাপ্ত হয়ে ঘুরতে থাকে।

নিচের চিত্রে একটি প্রাইম মুভার ও জেনারেটর শ্যাফটের মাঝে ব্যবহৃত হাইড্রো বা ফ্লুইড কাপলিং সংযোগ পদ্ধতি দেখানাে হলোঃ

Prime mover Coupling
একটি প্রাইম মুভার ও জেনারেটর শ্যাফটের মাঝে ব্যবহৃত হাইড্রো বা ফ্লুইড কাপলিং সংযোগ

3. স্লিভ কাপলিং (Sleeve coupling):

স্লিভ কাপলিং মূলত একটি বেসিক টাইপের কাপলিং। এটি একটি ফাঁপা পাইপ দ্বারা গঠিত যার অভ্যন্তরীন ব্যাস ও শ্যাফটের ব্যাস সমান থাকে। পাইপের সহনশীলতার উপর ভিত্তি করে ও shaft size অনুযায়ী এতে একাধিক নিখুঁত ছিদ্র (bore) থাকে । এছাড়া ব্যবহারের উপর ভিত্তি করে কাপলিংয়ে চাবির (key) মাধ্যমে টর্ক প্রেরণ করার জন্য ছিদ্রে একটি key-way তৈরি করা হয়।

স্লিভ কাপলিং বক্স কাপলিং নামেও পরিচিত। নিচের চিত্রে একটি স্লিভ কাপলিং দেখানো হলোঃ

Prime mover Coupling
স্লিভ কাপলিং (Sleeve coupling):

4. ক্ল্যাম্প শ্যাফট কাপলিং (Clamp shaft coupling):

ক্ল্যাম্প শ্যাফট কাপলিং এমন একটি ডিভাইস যা দুটি শ্যাফটের প্রান্তকে একত্রিত করার জন্য ব্যবহার করা হয়।

এটি সর্বাধিক জনপ্রিয় একটি কাপলিং পদ্ধতি এবং এর ডিজাইন পদ্ধতিও অনেকটা সহজ। উদাহরণ স্বরুপঃ পানির পাম্পে দুইটি পাইপ বা শ্যাফটকে সংযোগ করার জন্য যে কাপলিং ব্যবহার করা হয় তা এক ধরনের ক্ল্যাম্প শ্যাফট কাপলিং।

নিচের চিত্রে একটি ক্ল্যাম্প শ্যাফট কাপলিং দেখানো হলোঃ

Prime mover Coupling
ক্ল্যাম্প শ্যাফট কাপলিং (Clamp shaft coupling)

5. চাবি বিহীন সঙ্কোচন কাপলিং (Key less compression coupling):

Key less compression coupling মূলত চাবি বা নাট বোল্ট বিহীন এক প্রকার ডিভাইস যা দুইটি শ্যাফট সংযোগ কালে সাধারনত পেঁচিয়ে পেঁচিয়ে সংযোজন করা হয়। নিচের চিত্রে একটি Key less compression coupling দেখানো হলোঃ

Prime mover Coupling
চাবি বিহীন সঙ্কোচন কাপলিং (Key less compression coupling)

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উপরোক্ত কাপলিং সমূহের মধ্যে ফ্লেঞ্জ কাপলিং ও হাইড্রো কাপলিং এর ব্যবহার সর্বাধিক।

(খ) নমনীয় কাপলিং (Flexible coupling) :

এই কাপলিং দুটি যন্ত্রের শ্যাফটদ্বয়ের মধ্যে নমনীয়ভাবে সংযােগ স্থাপন করে বলে একে নমনীয় কাপলিং বা Flexible coupling বলা হয়।

নিচের চিত্রে কয়েকটি নমনীয় কাপলিং (Flexible coupling) দেখানো হলোঃ

Prime mover Coupling
মনীয় কাপলিং (Flexible coupling)

সাধারণত নমনীয় কাপলিং (Flexible coupling) প্রস্তুত করতে ইউনিভার্সাল সংযােগ ব্যবহার করা হয়।

নিচের চিত্রে একটি ইউনিভার্সাল সংযােগ দেখানো হলোঃ

Prime mover Coupling
নমনীয় কাপলিং-এ ব্যবহৃত ইউনিভার্সাল সংযােগ।

নমনীয় কাপলিংকে নমনীয়তার উপর ভিত্তি করে চার ভাগে ভাগ করা হয়, যেমন:

  1. অনুদৈর্ঘ্য নমনীয় (Longitudinal Flexible) কাপলিং।
  2. কৌণিক নমনীয় (Angular Flexible) কাপলিং।
  3. পার্শ্বদেশ বা সমান্তরাল নমনীয় (Lateral or parallel flexible) কাপলিং এবং
  4. উচ্চ টরশিওনাল নমনীয় (High torsional flexible) কাপলিং।

কাপলিং -এর উদ্দেশ্যঃ

শক্তি সরবরাহকারী শ্যাফটে কাপলিং ব্যবহারের উদ্দেশ্যসমূহ নিম্নে উল্লেখ করা হলো:

  • কাপলিং দুটি শ্যাফটকে সংযুক্ত করে প্রাইম মুভারের যান্ত্রিক শক্তি অন্য যন্ত্রাদিতে সরবরাহ করে।
  • কাপলিং দুটি শ্যাফটকে যে কোনাে কোণ ও দৈর্ঘ্যে (angle and length) সমান গতিতে ঘূর্ণনগতি প্রদান করে।
  • কাপলিং ইউনিট এর মাঝে যান্ত্রিক শক্তি সংযােগ ও বিযােজন করে।
  • অতিরিক্ত লোডের সময় কাপলিং শক্তি স্থানান্তরে বাধা প্রদান করে স্লিপিং (slippage) নিয়ন্ত্রণ করার নিশ্চয়তা প্রধান করে।
  • কাপলিং ব্যবহার করলে তা ঘর্ষণ জনিত তাপ রােধ করে এবং সুচারুরূপে শক্তি সরবরাহের নিশ্চয়তা দেয়।

References:

Power Plant Engineering – Bisbonath Majumdar

নিচের লেখাগুলো পড়ুনঃ

“পাওয়ার প্ল্যান্টের সংজ্ঞা, প্রকারভেদ ও কার্যপদ্ধতি সম্বন্ধে পড়ুন”

প্রাইম মুভার সম্বন্ধে পড়ুন

টারবাইন সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা