আমরা জানি সার্কিট হলো একটি বন্ধ পথ যেখান দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে থাকে অর্থাৎ কারেন্ট চলার সম্পূর্ণ পথকেই সার্কিট বলে। সার্কিট প্রধানত দুই প্রকার।
- সিরিজ সার্কিট
- প্যারালাল সার্কিট
এছাড়া আরও এক ধরনের সার্কিট রয়েছে তা হলো সিরিজ-প্যারালাল বা মিশ্র সার্কিট যা সিরিজ ও প্যারালাল সার্কিট এর সমন্বয়ে গঠিত।
Series Parallel Circuit:
উপরের সার্কিট টি কোন সিরিজ সার্কিট বা কোন প্যারালাল সার্কিট নয় এটি একটি সিরিজ-প্যারালাল (Series Parallel) সার্কিট বা মিশ্র সার্কিট। R1 ও R2 দুটি রেজিস্টর সিরিজে সংযুক্ত রয়েছে এবং R3 ও R4 দুটি রেজিস্টর প্যারালালে সংযুক্ত রয়েছে।