হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের স্পিলওয়ে সম্বন্ধে আলোচনা

একটি হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে পানির সঠিক প্রবাহ মাত্রা বজায় রাখতে ও বাঁধকে অতিরিক্ত পানির চাপ থেকে রক্ষা করার জন্য স্পিলওয়ে খুবই গুরুত্বপূর্ণ। এই লেখাতে স্পিলওয়ে সম্বন্ধে যেসব বিষয়ে আলোচনা করা হবেঃ

  • স্পিলওয়ে কাকে বলে?
  • হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের বাঁধে যেসব স্পিলওয়ে ব্যবহার করা হয়।
    • (ক) ওভার ফ্লো স্পিল-ওয়ে (Over Flow Spillway)
    • (খ) সাইড চ্যানেল স্পিলওয়ে (Side Channel Spillway)
    • (গ) শ্যাফট স্পিলওয়ে (Shaft Spillway)
    • (ঘ) সাইফন স্পিলওয়ে (Siphon Spillway)

স্পিলওয়ে কাকে বলে?

বন্যা মৌসুমে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের বাঁধ (Dam) কে রক্ষা করার জন্য যার সাহায্যে অতিরিক্ত পানি ডিসচার্জ করা হয় তাকে স্পিলওয়ে (Spillway) বলা হয়।

স্পিলওয়ে মূলত বাঁধের সেফটি ভাল্ভ হিসেবে কাজ করে। এছাড়া বাঁধে নির্ধারিত পানির সর্বোচ্চ উচ্চতা রক্ষার দায়িত্বও স্পিলওয়েকে বহন করতে হয়। একটি বাঁধে স্পিলওয়ে এমনভাবে নির্মাণ করা হয় যাতে বাঁধের কোনাে ক্ষয় ক্ষতি ছাড়াই অতিরিক্ত পানিকে ডিসচার্জ করার ক্ষমতা রাখে।

হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের বাঁধে যেসব স্পিলওয়ে ব্যবহার করা হয়:

সাধারণত হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের বাঁধে নিম্ন লিখিত স্পিলওয়ে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ঃ
(ক) ওভার ফ্লো স্পিল-ওয়ে (Over Flow Spillway)
(খ) সাইড চ্যানেল স্পিলওয়ে (Side Channel Spillway)
(গ) শ্যাফট স্পিলওয়ে (Shaft Spillway)
(ঘ) সাইফন স্পিলওয়ে (Siphon Spillway)

এবার আমরা উপরোক্ত স্পিলওয়ে সম্বন্ধে আলোচনা করবো-

(ক) ওভারফ্লো স্পিলওয়ে (Overflow Spillway):

এই ধরনের স্পিলওয়েতে বাঁধের কিছু অংশ এমনভাবে ডিজাইন করা হয়, যাতে বন্যা মৌসুমে এর ক্রেস্ট (Crest) অংশ দিয়ে পানি নির্গত হতে পারে। গ্রাভিটি, আর্চ এবং বাট্রেস বাঁধে ব্যপকভাবে এ ধরনের স্পিলওয়ে ব্যবহার করা হয়।

নিচের চিত্রে একটি ওভারফ্লো স্পিলওয়ে দেখানাে হলােঃ

স্পিলওয়ে
Overflow Spillway (ওভার ফ্লো স্পিলওয়ে)

Overflow Spillway (ওভার ফ্লো স্পিলওয়ে) Straight drop spillway হিসেবেও পরিচিত।

(গ) সাইড চ্যানেল স্পিলওয়ে (Side Channel Spillway):

এই ধরনের স্পিলওয়ে বাঁধের উল্লেখ্যযােগ্য উচ্চতায় এবং উচু অংশে ব্যবহার করা হয়। সাধারণত এই ধরনের স্পিলওয়ে সংকীর্ণ উপত্যকা (Valley) ও উচু পার্শ্ব দেয়াল বিশিষ্ট বাঁধের জন্য উপযােগী। এছাড়াও সংকীর্ণ কিন্তু দীর্ঘ বাঁধ যেখানে ওভারফ্লো ও চ্যুট স্পিল ব্যবহার করা যায় না এরুপ বাঁধেও এই ধরনের স্পিলওয়ে ব্যবহার করা হয়। তবে সাধারণত আর্চ ও রক ফিল (Rock fill) বাঁধে এই ধরনের স্পিলওয়ে সবসময়ের জন্য ব্যবহার করা হয়।

স্পিলওয়ে
Side Channel Spillway of Hoover Dam, USA

(ঘ) শ্যাফট স্পিলওয়ে (Shaft Spillway):

এই ধরনের স্পিলওয়ের প্রান্তভাগ অনেকটা কোনক আকৃতির হয়। মূলত এই ধরনের স্পিলওয়ে রিজার্ভারের ভিতরে স্থাপন করা থাকে। যখন রিজার্ভারের পানি বৃদ্ধি পেয়ে স্পিলওয়ের প্রান্তভাগ পর্যন্ত পৌছে যায় তখন সেখানকার অতিরিক্ত পানি এই স্পিলওয়ে দিয়ে বাইরে বেরিয়ে যায়।

শ্যাফট স্পিলওয়ে (Shaft Spilway)
শ্যাফট স্পিলওয়ে (Shaft Spilway)

(ঙ) সাইফন স্পিলওয়ে (Siphon Spillway):

এ ধরনের স্পিলওয়ে ড্যামের ভেতর দিয়ে তৈরি করা হয়। যখন রিজার্ভারে পানির উচ্চতা বেশি হয়ে যায় তখন সাইফন স্পিলওয়ে দিয়ে অতিরিক্ত পানি বাইরে বের করে দেয়া হয়। নিচের চিত্রে সাইফন স্পিলওয়ে দেখানাে হলোঃ

সাইফন স্পিলওয়ে (Siphon Spillway)

উপরোক্ত স্পিলওয়ে ছাড়াও অনেক হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের বাঁধে Ogee Spillway, Chute Spillway, Labyrinth Spillway ইত্যাদি স্পিলওয়ে ব্যবহার হয়।

References:
Principles of Power system by V. K. Metha & Rohit Metha
Power Plant Engineering by Bangla Academy Dhaka

হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে অন্যান্য লেখাসমূহঃ

পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ সম্বন্ধে বিস্তারিত আলোচনা
পাওয়ার প্ল্যান্টঃ সংজ্ঞা, প্রকারভেদ ও কার্যপদ্ধতি
পানি বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাস ও সংক্ষিপ্ত আলোচনা
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের সুবিধা-অসুবিধা
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট প্রকারভেদ ও বিস্তারিত আলোচনা
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের উপাদানসমূহ