রাতের বেলায় ট্রান্সমিশন লাইন কিভাবে বৈমানিকের চোখে পড়ে?

প্রিয় পাঠকবৃন্দ, আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের একটি চমকপ্রদ আর্টিকেল উপহার দিতে যাচ্ছি। ট্রান্সমিশন লাইন নিয়ে যে কোন আর্টিকেলই সবার খুব ভাল লাগে। ইতোমধ্যে আমাদের ব্লগসাইটেও ট্রান্সমিশন লাইন নিয়ে প্রচুর আর্টিকেল আছে। আজ ট্রান্সমিশন লাইন নিয়ে একটি অভিনব আর্টিকেল আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে রাতের বেলায় ট্রান্সমিশন লাইন কিভাবে বৈমানিকের চোখে পড়ে? চলুন শুরু করা যাক।

ট্রান্সমিশন লাইনে কিছু রঙিন মার্কার বল দেখা যায়। যার কারণ হল দিনের আলোতে পাইলট বা বৈমানিকের চোখে যেন ট্রান্সমিশন লাইনটি অক্ষিগোচর হতে পারে। মার্কার বলের এই মজার আর্টিকেলটি ট্রান্সমিশন লাইনে কমলা এবং নীল রঙ এর মার্কার বল থাকে কেন পড়ুন লিংকে প্রবেশ করে পড়ে নিতে পারেন।

রাতের বেলায় ট্রান্সমিশন লাইন কিভাবে বৈমানিকের চোখে পড়ে?

  • এখন মূল্যবান প্রশ্ন হল রাতের বেলায় কোন বৈমানিক এই ট্রান্সমিশন লাইন কিভাবে দেখবে? তখন ত মার্কার বলের রং বুঝা সম্ভব নয়।
  • এই সমস্যার সমাধানও পাওয়ার গ্রীড কোম্পানিগুলো করে থাকে।
  • কারণ একটি ট্রান্সমিশন লাইন যখন স্থাপন করা হয় তখন অনেক ফ্যাক্টর মাথায় রাখা হয়।
  • রাতের বেলায় ট্রান্সমিশন লাইন চোখে পড়ার জন্য ব্যালিসর ল্যাম্প ব্যবহার করা হয়। অনেকে আস্ক করতে পারেন যে, ব্যালিসর ল্যাম্প কি?

ব্যালিসর ল্যাম্প

  • ব্যালিসর ল্যাম্প একটি লো প্রেসারযুক্ত কোল্ড ক্যাথড টিউব যা ট্রান্সমিশন লাইনগুলোর সাথে প্যারালালে সংযুক্ত থেকে রাতের বেলায় লাল আলো বিকিরণ করে।
  • লাল আলোর সংকেত দেখেই বৈমানিকেরা বুঝতে পারেন যে, এখানে ট্রান্সমিশন লাইনের অস্তিত্ব আছে।
  • যেসব এলাকা দিয়ে উড়োযান যাতায়াতের সম্ভবনা প্রবল সেসব এরিয়ার ট্রান্সমিশন লাইনে এই ব্যালিসর ল্যাম্প টেকনিক ব্যবহার করা হয়।
ব্যালিসর ল্যাম্প
ব্যালিসর ল্যাম্প

ব্যালিসর ল্যাম্প কিভাবে কাজ করে?

  • সবচেয়ে মজার ব্যাপার হল, এই ল্যাম্পের জন্য কোন আলাদা তার সংযুক্ত করতে হয়না।
  • ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রসেসে এই ক্যাথোডকে উত্তেজিত করে এর থেকে রঙিন বর্ণের আলো বিকিরণ করা হয়।
  • এখন প্রশ্ন হতে পারে যে, এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কোথায় থেকে আসে। আগেই বলা হয়েছে, এই ল্যাম্পটি ট্রান্সমিশন লাইনের সাথে প্যারালালে সংযুক্ত।
  • আর ট্রান্সমিশন লাইনের চারপাশে বিশাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে৷ আর ফিল্ডগুলোর মধ্যে ভোল্টেজ পার্থক্য তৈরি হয়।
  • তখন এই ব্যালিসর ল্যাম্পটি ক্যাপাসিটরের ন্যায় চার্জ হতে থাকে এবং আলো বিকিরণ করে৷
রাতের বেলায় ট্রান্সমিশন লাইন
রাতের বেলায় ট্রান্সমিশন লাইন

ব্যালিসর ল্যাম্প ট্রান্সমিশন লাইনে রাতের বেলার প্রহরীর ন্যায় কাজ করে থাকে। অদূর থেকে কোন বৈমানিক এই প্রহরীর ইশারা খুব সহজেই বুঝতে পারে এবং ঐ মোতাবেক উড়োযানকে পরিচালিত করে। তাই ট্রান্সমিশন লাইনের জন্য ব্যালিসর ল্যাম্প খুব জরুরি। আজকের আর্টিকেলটি আশা করি আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ।

ট্রান্সমিশন লাইন নিয়ে আরো কিছু আর্টিকেল

টাওয়ারের উচ্চতা দেখেই জেনে নিন ট্রান্সমিশন লাইন ভোল্ট

রিভার ক্রসিং ট্রান্সমিশন লাইন জলজ প্রাণীদের উপর কিরুপ প্রভাব ফেলে?

ট্রান্সমিশন লাইভ লাইন সমুদ্রগামী জাহাজের সংস্পর্শে এলে কি হবে? এ মুহুর্তে করণীয় কি?