সেমিস্টার ফাইনাল এক্সাম শেষ করেই ভাবলাম কোথাও থেকে ঘুরে আসা যাক। যে কথা সেই কাজ। আমার এক বন্ধুর বাড়ি মহেশখালীতে। অনেকদিন ধরেই ভাবছি এই পাহাড়ি দ্বীপ থেকে ঘুরে আসার কথা। তাই আমি আর আমার বন্ধু মিলে চলে গেলাম মহেশখালীতে। পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। নিরিবিলি পরিবেশ বিরাজমান। সবাই নিদ্রাবনে চলে গেছে। কোথাও কোন যানবাহনের দেখা নেই। ভাগ্যক্রমে আমরা একটি ভ্যানগাড়ির দেখা পেলাম। অবশেষে সেই ভ্যানে চড়েই রওনা দিলাম আমার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। পরিবেশটা বেশ উপভোগ্য! দুপাশে গাছপালা আর মাঝখানে মেঠো পথ। ভ্যান গাড়িটি আমাদের বাড়ির কাছেই নামিয়ে দিল। এখান থেকেও বেশ কিছুক্ষণ হাঁটা লাগবে। হাঁটতে হাটতেই আমরা একটি বাড়িতে সোলার ল্যাম্প ঝুলতে দেখলাম। আমার বন্ধু অনেকটা মজা করেই বলল এটি ভূতুড়ে বাতি। কারণ তার গ্রামে ল্যাম্প চার্জ করার জন্য বিদ্যুৎ সংযোগই নেই। আমি হাসতে হাসতে বললাম, ” কেন ভাই? সোলার ল্যাম্প আছেনা?” চলুন জেনেই আসি এই সোলার ল্যাম্পের খুটিনাটি।
সোলার ল্যাম্প কি?
- সৌর ল্যাম্প মূলত একটি আলোর সোর্স যা সৌর ফটোভোলটাইক সেল, চার্জিং সার্কিট এবং ব্যাটারির সম্পূর্ণ সেটআপের সাথে সংযুক্ত থাকে।
- আপনি যখন এটি সূর্যের আলোতে রাখবেন তখন ব্যাটারি চার্জ হবে। তাই এক্ষেত্রে আমাদের ইউটিলিটি বিদ্যুতের থেকে বৈদ্যুতিক পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন নেই।
- এটি গ্রামীণ এলাকার মানুষের জন্য খুবই সহায়ক যেখানে বিদ্যুৎ এতটা পর্যাপ্ত নয়।
- সোলার ল্যাম্প একটি ওজনে হালকা, বহনযোগ্য এবং সহজ ডিজাইন করার মত পণ্য।
- এর কম্প্যাক্ট এবং সহজ ডিজাইনের কারণে আজকাল শহরাঞ্চল সহ সকল এলাকার মানুষ সোলার ল্যাম্প ব্যবহার করে।
- বাজারে বিভিন্ন কোম্পানি, ব্র্যান্ডের তৈরি বিভিন্ন ধরনের সোলার ল্যাম্প পাওয়া যায়।
- সোলার ল্যাম্প বাড়ির ভিতরের পাশাপাশি বাইরেও ব্যবহার করা যেতে পারে। কারণ এটি বহনযোগ্য এবং বহন করা খুব সহজ।
- এটি অস্থায়ীভাবে ইনস্টল করা বা যে কোনও জায়গায় ঝুলানো খুব সহজ।
- সোলার ল্যাম্প প্রচলিত বৈদ্যুতিক বাতি বা বাল্বের মতো পুরো ঘরকে উজ্জ্বল রাখতে সক্ষম।
- এমনকি কিছু ল্যাম্প প্রচলিত বাল্বের চেয়ে বেশি উজ্জ্বলতা প্রদান করতে সক্ষম।
- একটি সোলার ল্যাম্পের প্রধান সুবিধাগুলো হল হালকা ওজনের, বহুমুখী, বহনযোগ্য, পরিচালনা করা সহজ, কোন বিদ্যুৎ খরচ নেই ইত্যাদি।
সোলার ল্যাম্প কিভাবে কাজ করে?
একটি সোলার ল্যাম্পের কার্যপদ্ধতি খুবই সহজ। এটিতে একটি সোলার ফটোভোলটাইক সেল রয়েছে যা সূর্যের আলোতে থাকলে বিদ্যুৎ উৎপন্ন করবে। চার্জিং সার্কিট সৌর কোষ থেকে শক্তি গ্রহণ করে ব্যাটারি চার্জ করবে। সাধারণত, ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে 7 থেকে 8 ঘন্টা সময় নেয়। যদিও এটি ব্যাটারির আকার এবং ক্ষমতার উপর নির্ভর করে। একটি সম্পূর্ণ চার্জযুক্ত ব্যাটারি 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত একটি বাতি চালাতে পারে। আবার এটি ল্যাম্পের আকার এবং ক্ষমতার উপর নির্ভর করে।
আরো কিছু আর্টিকেল পড়ুন