সার্কিট ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটি কিভাবে নির্ণয় করব?

সার্কিট ব্রেকার যে কোন ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য অতন্দ্র প্রহরী এ কথা আমাদের অজানা নয়। অতন্দ্র প্রহরী যেমন রাতের ঘুম হারাম করে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করে, তেমনিভাবে সার্কিট ব্রেকারও সর্বদা সচেতন থাকে।

লোডের রেটিং কারেন্টের অতিরিক্ত কারেন্ট প্রবাহ হলেই সে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এভাবে লোডকে বৈদ্যুতিক দূর্ঘটনা বা শর্ট সার্কিট থেকে সার্কিট ব্রেকার রক্ষা করে। এ পর্যন্ত আমরা সবাই জানি। কিন্তু আজকে আমরা আরো মজার একটি টপিক জানব। টপিকটি হল সার্কিট ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটি নির্ধারণ। শুনেই হয়ত অনেকের মধ্যে কৌতূহল হচ্ছে যে, সার্কিট ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটি আবার কি জিনিস? চলুন মূল আড্ডা শুরু করা যাক।

সার্কিট ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটি কিভাবে নির্ধারণ করব?

ব্রেকিং ক্যাপাসিটি

আমরা আগেই জেনেছি, সার্কিট ব্রেকার ইলেকট্রিক্যাল সিস্টেমের অতন্দ্র প্রহরী। এখন, সুরক্ষাদাতারও শক্তি এবং সামর্থ্যের একটি সীমা থাকে। যদি অতন্দ্র প্রহরী কোন শক্তিশালী পালোয়ানের হাতে পড়ে, তাহলে ত সে গেল!!!

একইভাবে সার্কিট ব্রেকারের নিজেরও একটি কারেন্ট সহনক্ষমতা আছে। এর বাইরে বিদ্যুৎ প্রবাহ হলে সে নিজেই শর্ট সার্কিটের সম্মুখীন হয়ে অক্কা পাবে। আর যতটুকু লেবেল পর্যন্ত তার ট্রিপিং ক্যাপাসিটি কাজ করে তাকে ব্রেকিং ক্যাপাসিটি বলে। সার্কিট ব্রেকারে চোখ রাখলেই দেখবেন kA নামে একটি রেটিং থাকে। যার পূর্ণরুপ কিলোএম্পিয়ার। একেই বলে ব্রেকিং ক্যাপাসিটি। ব্রেকিং ক্যাপাসিটি নিয়ে আরেকটু ক্লিয়ার কন্সেপ্ট পেতে আমাদের এই ব্লগটি দেখে আসতে পারেন।

এবার আসুন মজার অংশে। কিভাবে আমি সার্কিট ব্রেকার না দেখেই ব্রেকিং ক্যাপাসিটি নির্ধারণ করব?

মনে করি, ইন্ড্রাস্ট্রির Low Tension প্যানেলে অবস্থিত ACB/Air Circuit Breaker এর ব্রেকিং ক্যাপাসিটি নির্ধারণ করব। এখন দেখতে হবে, এই ব্রেকার কত ভোল্ট কনজিউম করছে এবং ইন্ড্রাস্ট্রির জন্য কত পাওয়ারের ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে।

আমরা সবাই জানি, ট্রান্সফরমারের লোড সাইডের 440 volt এ সি বি ব্রেকারে প্রবেশ করে। তাহলে এক্ষেত্রে,

V = 440 volt

ধরে নিলাম, ট্রান্সফরমারের রেটিং 50 MVA

তাহলে, I = 50 MVA/ √3*440

I = 65 kA

এখন, সেফটি ফ্যাক্টর হিসেবে 1.25 গুণ করে পাই,

I (breaking) = 65 x 1.25 = 82kA

এভাবেই মূলত সার্কিট ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটি হিসেব করা হয়।

এই ফলাফলকে 2.55 দিয়ে গুণ করলে মেকিং ক্যাপাসিটি পাওয়া যায়। এই মেকিং ক্যাপাসিটি নিয়ে অন্যদিন আড্ডা হবে ইনশাআল্লাহ।

আরো কিছু আর্টিকেল

ইন্ড্রাস্টিতে ব্যবহৃত বিভিন্ন সার্কিট ব্রেকারের সাথে পরিচিতি

A,B,C,D,K,Z টাইপ MCB সার্কিট ব্রেকার ও সার্কিট ব্রেকার লকিং

সার্কিট ব্রেকারের বিভিন্ন সমস্যা এবং নিশিভূতের গল্প