নিউট্রাল ছাড়া কিভাবে বাতি জ্বালানো সম্ভব? | নিউট্রাল, স্টার কানেকশন কি?

“নিউট্রাল” শব্দটি ইলেকট্রিক্যাল পরিসরে এতই পরিচিত শব্দ যে, আমরা নিজের নাম ভূলে গেলেও এই শব্দটি ভূলে যাওয়া অসম্ভব। আমাদের অনেকেরই ধারণা নিউট্রাল ছাড়া কোন বর্তনী পূর্ণ হয়না। তার মানে নিউট্রাল লাইন ছাড়া কোন বৈদ্যুতিক বাতিও জ্বালানো সম্ভব নয়। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভূল। এখন নিশ্চয় সবাই চমকে গেলেন এটা ভেবে যে, নিউট্রাল ছাড়া কিভাবে বাতি জ্বালানো সম্ভব? হ্যা, মূলত আজ এই মজাদার টপিকটি নিয়েই আলোচনা জমাতে এসেছি। আলোচনা শুরুর আগে নিউট্রালের চিরায়ত সংজ্ঞাটি পুনরায় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। এতে করে ব্যাপারটি অনুধাবন সহজতর হবে।

নিউট্রাল কি?

নিউট্রাল হল সেই লাইন যেটার মাধ্যমে কারেন্ট সোর্সে ফিরে যায়। আর নিউট্রাল ছাড়া ইলেকট্রিক্যাল সার্কিট কমপ্লিট হবেনা। পানিচক্রের কথা নিশ্চয়ই মনে আছে? সমুদ্র থেকে পানি বাষ্পাকারে আকাশে গিয়ে মেঘ তৈরি করে আর সেই মেঘ ঘনীভূত হওয়ার পর বৃষ্টির মাধ্যমে সেই সাগরের পানিই সমুদ্রে পতিত হয়। নিউট্রালের ব্যাপারটিও একই রকম। এই পথের মাধ্যমেই সোর্স কারেন্ট পুনরায় সোর্সে ব্যাক করতে পারে। যদি কোন কারণে নিউট্রাল লাইন ছিঁড়ে যায় তাহলে সেখান থেকে শক অনুভুত হবে।

এবার আসা যাক মূল কথায়। নিউট্রাল যদি এত জরুরি হয় তাহলে নিউট্রাল ছাড়া কিভাবে বাতি জ্বালানো সম্ভব? এবার আপনাদের থ্রি ফেজ কানেকশনের কথা স্মরণ করিয়ে দিতে চাই। থ্রি ফেজ কানেকশন দুই ধরনের। যথাঃ স্টার এবং ডেল্টা।

আর এই স্টার কানেকশনের মাধ্যমে আমরা তিনটি ১০০ ওয়াট, ২২০ ভোল্টের ইনক্যান্ডিসেন্ট বাতি জ্বালাতে পারি।

স্টার কানেকশন কি?

থ্রী ফেজ ব্যবস্থায় প্রতিটি কয়েলের একটি করে মাথা যদি এক সঙ্গে সংযুক্ত করে স্টার বা নিউটাল বিন্দু তৈরী করা হয় তবে তাকে স্টার কানেকশন বলে।

স্টার কানেকশন
স্টার কানেকশন

নিউট্রাল কানেকশন ছাড়া কিভাবে ২২০ ভোল্টের তিনটি ইনক্যান্ডিসেন্ট বাতি জ্বালানো সম্ভব?

কানেকশন ডায়াগ্রামটি ভালভাবে লক্ষ্য করলে দেখবেন যে, লাল, হলুদ, নীল তিনটি ফেজ লাইনের জন্য আলাদাভাবে কোন নিউট্রাল লাইন ব্যবহার করা হয়নি। এই তিন ফেজের যে সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে সেটিই মূলত নিউট্রাল পয়েন্ট হিসেবে কাজ করছে। তাই আমরা যদি তিনটি ফেজ লাইনকে স্টার কানেকশনের মাধ্যমে তাদের এক প্রান্ত শর্ট করে বা কমন করেও আলাদাভাবে নিউট্রাল ব্যতীত তিনটি বৈদ্যুতিক বাতি জ্বালাতে পারব।

আলাদা নিউট্রাল লাইন ছাড়াই তিনটি বাতির সংযোগ
আলাদা নিউট্রাল লাইন ছাড়াই তিনটি বাতির সংযোগ

তাই নিউট্রাল কানেকশন আলাদাভাবে না দিলে যে আমার লোড (বাতি, মোটর) চালানো অসম্ভব সেটা একদমই ভূল ধারণা। থ্রি ফেজ স্টার কানেকশনে তিনটি ফেজের সাধারণ বিন্দুই নিউট্রাল হিসেবে কাজ করে থাকে যার দরুণ আলাদাভাবে নিউট্রাল তারের খরচ বহন করতে হবেনা।

নিউট্রাল নিয়ে আরো কিছু পোস্ট

নিউট্রাল ভোল্টেজ কি শূন্য? শূন্য হলে কারেন্ট পথ দিয়ে ফিরে যায় কিভাবে পড়ুন

আর্থিং ও নিউট্রাল বিষয়ে খুঁটিনাটি ও সহজ ভাষায় আলোচনা