ট্রান্সফরমার রেটিং 60/85 MVA বলতে কি বুঝায়? | Transformer Cooling

ভাইবা বোর্ডে যদি আপনাকে হুট করে প্রশ্ন করে, ”ট্রান্সফরমার রেটিং 60/85 MVA বলতে কি বুঝায়?” তখন আপনি হয়ত চমকে যাবেন। কিন্তু প্রশ্নটি মোটেই কঠিন নয়। তাই আজকে এই প্রশ্নটির উত্তর খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব যেন ভাইবা বোর্ডে সংশয়ে পড়তে না হয়। তবে এই প্রশ্নটির উত্তর জানার জন্য ট্রান্সফরমার কুলিং সিস্টেম সম্পর্কে আগে আমাদের জানতে হবে। চলুন জেনে আসা যাক।

ট্রান্সফরমার কুলিং সিস্টেম

কোনও ট্রান্সফরমার কিন্তু ‘আইডিয়াল ট্রান্সফরমার’ নয় এবং প্রত্যেক ট্রান্সফরমারের কিছু লস থাকে যার বেশিরভাগই তাপে রূপান্তরিত হয়। যদি এই তাপ সঠিকভাবে ছড়িয়ে না যায় তবে ট্রান্সফরমারের ইন্সুলেশন নষ্ট হবার মত মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। তার মানে এটা স্পষ্ট যে ট্রান্সফরমারের একটি কুলিং সিস্টেম প্রয়োজন। ট্রান্সফরমারগুলোকে (i) ড্রাই টাইপ ট্রান্সফরমার এবং (ii) তেল নিমগ্ন ট্রান্সফরমার হিসাবে দুটি প্রকারে ভাগ করা যায়। ট্রান্সফরমারগুলোর বিভিন্ন কুলিং পদ্ধতি হলঃ

ড্রাই টাইপ ট্রান্সফরমারের জন্য

  • Air Natural (AN)
  • Air Blast

তেল নিমগ্ন ট্রান্সফরমারের জন্য

  • Oil Natural Air Natural (ONAN)
  • Oil Natural Air Forced (ONAF)
  • Oil Forced Air Forced (OFAF)
  • Oil Forced Water Forced  (OFWF)

Air Natural (AN)

ট্রান্সফরমারের শীতল করার এই পদ্ধতিটি সাধারণত ছোট ট্রান্সফরমারগুলোতে ব্যবহৃত হয় (3MVA পর্যন্ত)। এই পদ্ধতিতে ট্রান্সফরমারটিকে চারপাশের প্রাকৃতিক বায়ু প্রবাহের মাধ্যমে শীতল করার ব্যবস্থা থাকে।

Air Blast

3 এম ভি এ এর বেশি রেটিংযুক্ত ট্রান্সফরমারগুলো শীতল করার জন্য প্রাকৃতিক বায়ু অপর্যাপ্ত। এই পদ্ধতিতে, ফ্যান বা ব্লোয়ার্সের সাহায্যে বাতাস কোর এবং উইন্ডিংয়ে দেওয়া হয়। বায়ু চলাচল করার পাইপগুলোতে ধূলিকণা জমে যাওয়া রোধ করতে বায়ু সরবরাহ অবশ্যই ফিল্টার করতে হবে। এই পদ্ধতিটি 15 এম ভি এ পর্যন্ত ট্রান্সফরমারগুলোর জন্য ব্যবহার করা যেতে পারে।

Oil Natural Air Natural (ONAN)

এই পদ্ধতিটি তেল নিমগ্ন ট্রান্সফরমারগুলোর জন্য ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে, কোর এবং উইন্ডিং এ তৈরি তাপ তেলে স্থানান্তরিত হয়। পরিচলন নীতি অনুসারে উত্তপ্ত তেল উর্ধ্বমুখী হয়ে তারপরে রেডিয়েটরে প্রবাহিত হয়। শূন্য স্থানটি রেডিয়েটর থেকে শীতল তেল দ্বারা পূর্ণ হয়। ট্রান্সফরমারের চারপাশে প্রাকৃতিক বায়ু প্রবাহের কারণে তেল থেকে তাপ বায়ুমণ্ডলে নষ্ট হয়ে যাবে। এইভাবে, ট্রান্সফরমারে তেল পরিচলন প্রক্রিয়ার কারণে চলাচল করতে থাকে। এই পদ্ধতিটি প্রায় 30 এম ভি এ অবধি ট্রান্সফরমারগুলোর জন্য ব্যবহার করা যেতে পারে।

Oil Natural Air Forced (ONAF)

উষ্ণতা ব্যাহতকারী পৃষ্ঠের উপর জোর করে বাতাস প্রয়োগ করে তাপের অপচয় করা যায়। জোরপূর্বক বায়ু প্রাকৃতিক বায়ু প্রবাহের তুলনায় দ্রুত তাপের অপচয় ঘটায়। এই পদ্ধতিতে ফ্যান রেডিয়েটরের কাছাকাছি বসানো হয়। এটি একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা। যখন তাপমাত্রা নির্দিষ্ট মান ছাড়িয়ে যায় তখন এই সিস্টেম চালু হয়। এই ট্রান্সফরমার শীতল পদ্ধতিটি প্রায় 60 এম ভি এ অবধি বড় ট্রান্সফরমারগুলোর জন্য ব্যবহৃত হয়।

Oil Forced Air Forced (OFAF)

এই পদ্ধতিতে একটি পাম্পের সাহায্যে তেল প্রবাহিত হয়। তেল সঞ্চালন তাপ এক্সচেঞ্জারগুলোর মাধ্যমে করা হয়। তারপরে সংকুচিত বাতাস ফ্যানের সহায়তায় হিট এক্সচেঞ্জারে প্রবাহিত হয়। তাপ এক্সচেঞ্জারগুলো ট্রান্সফরমার ট্যাঙ্ক থেকে আলাদাভাবে মাউন্ট করা যেতে পারে এবং উপরে-নীচে পাইপের মাধ্যমে সংযুক্ত হতে পারে। এই ধরনের শীতলতা সাবস্টেশন বা পাওয়ার স্টেশনগুলোতে উচ্চতর রেটিংযুক্ত ট্রান্সফরমারগুলোর জন্য সরবরাহ করা হয়।

Oil Forced Water Forced (OFWF)

এই পদ্ধতিটি Oil Forced Air Forced (OFAF) পদ্ধতির অনুরূপ। তবে এখানে জলের প্রবাহ তাপ দূরীকরণে ব্যবহৃত হয়। তেলটি পাম্পের সাহায্যে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে প্রবাহিত করা হয়, যেখানে উত্তাপ পানিতে বিচ্ছুরিত হয়। উত্তপ্ত জল আলাদা কুলারগুলোতে ঠাণ্ডা করার জন্য নিয়ে যাওয়া হয়। এই ধরনের কুলিংটি বেশ কয়েকশ এম ভি এ রেটিংযুক্ত খুব বড় ট্রান্সফরমারে ব্যবহৃত হয়।

এবার আসা যাক মূল প্রশ্নে। এতক্ষণে ট্রান্সফরমার কুলিং সিস্টেম নিয়ে আপনাদের বেশ ভালই ধারণা হল। এবার আশা করি এই প্রশ্নের উত্তরটি আপনাদের সহজেই বোধগম্য হবে।

60/85 MVA এই রেটিং দিয়ে বুঝায়, প্রাকৃতিক কুলিং সিস্টেম ব্যবহার করেই ট্রান্সফরমার 60MVA লোড বহন করতে সক্ষম। কিন্তু কৃত্রিম কুলিং (এয়ার প্রেসার) ব্যবহার করে ট্রান্সফরমারের ক্ষমতা 85 MVA পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এ থেকে আরেকটি ব্যাপার প্রতীয়মান হচ্ছে যে, কৃত্রিম এয়ার কুলিং সিস্টেম প্রাকৃতিক কুলিং থেকেও অনেক কার্যকরী এবং বেশি তাপ খুব সহজে অপসারণ করতে পারে।

আরো কিছু আর্টিকেল

ট্রান্সফরমারের বিভিন্ন প্যারামিটার ক্যালকুলেশন | Transformer Binding

একটি জেনারেটর কখন মোটর হিসেবে কাজ করবে? | জেনারেটরের রহস্য

নেইমপ্লেট দেখা ছাড়াই মোটরের কিলোওয়াট নির্ণয়