ক্লিপ অন মিটার এই ডিভাইসটির নাম আমরা সকলেই শুনেছি। বিদ্যুৎ মহাশয়ের চৌম্বকক্ষেত্রের মাত্রা হিসেব করে এই মহাশয় সহজেই আমাদের ভোল্টেজ, কারেন্ট বলে দেয়। এখন অনেকের মনে একটি প্রশ্ন কাজ করে, ক্লিপ অন মিটার দিয়ে ডিসি ভোল্টেজ পরিমাপ করা যায় কি? গতকালের কোন সাপ্লাই লাইনে এসি বা ডিসি ভোল্টেজ কিভাবে সনাক্ত করব? এই আর্টিকেলটি আলোচনার সময় বলেছিলাম হল ইফেক্ট ক্লিপ অন মিটার নিয়ে আলোচনা করব। চলুন আজ এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা যাক।
ক্লিপ অন মিটার দিয়ে ডিসি ভোল্টেজ পরিমাপ করা যায় কি?
- একটি প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খায় যে, ডিসি ভোল্টেজ কি চৌম্বকক্ষেত্র তৈরি করে?
- উত্তরে বলব জ্বি, ডিসি ভোল্টেজও এসি ভোল্টেজের ন্যায় চৌম্বকক্ষেত্র তৈরি করে।
- তবে পার্থক্য হল এসি পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্র তৈরি করে আর ডিসি স্থির চৌম্বকক্ষেত্র তৈরি করে।
- আর এজন্যই গতিশীল বা পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে ডায়নামো বা জেনারেটর।
- এসি দিক পরিবর্তন করে বলে তার চৌম্বকক্ষেত্রও পরিবর্তনশীল।
- কিন্তু ডিসি প্রবাহ দিক পরিবর্তন করেনা বলে তার চৌম্বকক্ষেত্রের দিকও অপরিবর্তনীয়।
কিন্তু স্থির চৌম্বকক্ষেত্রকে ক্লিপ অন মিটার কিভাবে সেন্স করতে পারে?
- এটাই মূলত আর্টিকেলের আসল অংশ। সাধারণত ডিসি/এসি ভোল্টেজের স্থির/পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রকে হল সেন্সর অনুধাবন করতে পারে।
- তাই ডিসি ক্লিপ অন মিটারে এই বিশেষ ধরনের সেন্সরকে ফেরাইট কোরের মাঝে রাখা হয়।
- আর কারেন্ট ট্রান্সফরমার বেইজড ক্লিপ অন মিটারের ন্যায় এই হল সেন্সর যুক্ত ক্লিপ অন মিটারে কয়েল থাকেনা।
- কোরের মাঝে এয়ার গ্যাপ থাকে যেখানে চৌম্বকক্ষেত্র অবস্থান করতে পারে।
তাহলে এই হল সেন্সর কিভাবে স্ট্যাটিক বা স্থির চৌম্বকক্ষেত্রকে অনুধাবন করতে পারে?
- এই কাজে মূলত হল ইফেক্টকে কাজে লাগানো হয়।
- হল ইফেক্ট সম্পর্কে আপনাদের এখন ক্লিয়ার ধারণা দেয়ার চেষ্টা করব।
- কোন কয়েলে বা পরিবাহীর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সেখানে চৌম্বকক্ষেত্রও তৈরি হয়।
- আর এই চৌম্বকক্ষেত্রের প্রভাবে ইলেকট্রন বা পরিবাহী চার্জগুলো ৯০° কোণে চৌম্বকক্ষেত্রের সাথে অবস্থান করে।
- আর ইলেকট্রন তথা বৈদ্যুতিক ক্ষেত্রের উপর চৌম্বকক্ষেত্রের এই প্রযুক্ত বলকে লরেঞ্জ বল বলে।
- এমতবস্থায় ৯০° কোণে বিভব পার্থক্য বা ভোল্টেজ সৃষ্টি হয়। যাকে বলা হয় হল ভোল্টেজ।
- আর এই হল সেন্সর এই হল ভোল্টেজ পরিমাপ করতে পারে।
- আর এই হল ভোল্টেজই হল আমার পরিবাহীতে বিদ্যমান ডিসি ভোল্টেজ।
এই ধরনের ক্লিপ অন মিটার কি এসি ভোল্টেজ বা কারেন্ট মেজার করতে পারবে?
হ্যা, এই ধরনের ক্লিপ অন মিটার এসি এবং ডিসি উভয় ধরনের প্রবাহের মান পরিমাপ করতে পারে।
আজকের আর্টিকেলটি আশা করি ভাল লেগেছে। আগামীতে আপনাদের আরো চমকপ্রদ আর্টিকেল উপহার দিব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
এসি/ডিসি নিয়ে কিছু মজার আর্টিকেল
বৈদ্যুতিক বাতিতে ২২০ ভোল্ট এসির পরিবর্তে ২২০ ভোল্ট ডিসি দিলে কি ঘটবে?
+9 volt এবং -9 volt এর মধ্যে পার্থক্য কি? | পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ
নেগেটিভ এসি ভোল্টেজে বৈদ্যুতিক বাতি কি জ্বলবে?