সাবস্টেশনে ডিসি ভোল্টেজ কেন দরকার হয়?

বছর খানেক আগে কুমিল্লা পিজিসিবি ২৩০/১৩২/৩৩ কেভি গ্রীড সাবস্টেশনের ২২০ ভোল্ট মাইক্রোকন্ট্রোলার বেইজড ডিসি চার্জার রিপেয়ারের যে হাইপ উঠেছিল সেই ঘটনার পর থেকেই একটি প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে যে, সাবস্টেশনে ত আমরা জানি এসি কারেন্টের খেলা। কিন্তু সাবস্টেশনে ডিসি ভোল্টেজ কেন দরকার হয়? অনেক অনুসন্ধানের পর অবশেষে তার একটি সন্তোষজনক উত্তর পেলাম যা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

সাবস্টেশনে ডিসি ভোল্টেজ কেন দরকার হয়?

  • সাবস্টেশনে ডিসি সাপ্লাইয়ের জন্য সাধারণত ব্যাটারি ব্যাংক ব্যবহার করা হয়। এখন হয়ত আপনারা অধীর আগ্রহে বসে আছেন কেনই বা এই ডিসি ব্যবহার করা হচ্ছে? এসি কেন নয়? এখন সে কারণই মূলত ব্যাখ্যা করতে যাচ্ছি।
  • সাবস্টেশন বা পাওয়ার স্টেশনে ডিসি সাপ্লাই ব্যবহার করার প্রধান কারণ হল কন্ট্রোল সার্কিটে একটানা পাওয়ার সাপ্লাই দেওয়া। ডিসি বিদ্যুৎ সরবরাহের একটি নির্ভরযোগ্য উৎস কারণ এটি ব্যাটারি থেকে পাওয়া যায়। শুধুমাত্র একটি ব্যাটারি সম্পূর্ণরূপে ডিসচার্জ না হওয়া পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারে। ব্যাটারিতে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করার ক্ষমতা রয়েছে। তাই এটি ব্যাকআপ পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।
  • একটি সাবস্টেশনে সুইচগিয়ার সিস্টেমের জন্য কন্ট্রোল সার্কিটে অনেকগুলো সার্কিট ব্রেকার, আইসোলেটর, রিলে থাকে যা ON অবস্থায় থাকে।

তাহলে এসি সাপ্লাই ব্যবহার করলে অসুবিধা কোথায়?

  • যদি আমরা এসি সাপ্লাই ব্যবহার করি যা ব্যাটারি থেকে পাওয়া যায় না তাহলে পাওয়ার ট্রিপ করলে আমরা আর কন্ট্রোল সার্কিটে পাওয়ার সাপ্লাই দিতে পারি না। যদি পাওয়ার ট্রিপ দেখা দেয় এবং সমস্ত ডিভাইস কাজ করা বন্ধ করে দেয় তাহলে আমরা ত্রুটি, সার্কিট ব্রেকার এবং রিলের অবস্থা পরীক্ষা করতে পারি না।
  • তাই পাওয়ার সংযোগ বিচ্ছিন্নকালেও, আমাদের কন্ট্রোল সার্কিটে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে। যেহেতু আমরা শুধুমাত্র ব্যাটারি ব্যবহার করে একটানা পাওয়ার সাপ্লাই দিতে পারি এবং ব্যাটারি শুধুমাত্র ডিসি সাপ্লাই দিতে পারে, তাই সমস্ত কন্ট্রোল সার্কিট ডিভাইস ডিসি সাপ্লাইয়ের জন্য ডিজাইন করা হয়েছে।

অন্যান্য ব্যবহার

  • একটি সাবস্টেশন বা পাওয়ার স্টেশনে ডিসি সাপ্লাই সার্কিট ব্রেকার ওপেন এবং ক্লোজ করার জন্য, প্রটেক্টিভ রিলে চালানোর জন্য, আইসোলেটর, ইন্ডিকেটর লাইট, অ্যালার্ম সার্কিট, PLCC (পাওয়ার লাইন ক্যারিয়ার কমিউনিকেশন) প্যানেল, কন্ট্রোল রুমে ইমার্জেন্সি লাইট ইত্যাদি চালানোর জন্য ব্যবহৃত হয়।
  • সাবস্টেশনে এসি সরবরাহের পরিবর্তে ডিসি সরবরাহ ব্যবহার করার ফলে আরো কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। যথাঃ
  • প্রটেক্টিভ ডিভাইসগুলো যখন DC সাপ্লাইতে কাজ করে তখন তারা AC সাপ্লাই এর সাথে কাজ করার তুলনায় খুব কম সময়ে রেসপন্স করে।
  • স্ট্যাটিক ডিভাইস যার জন্য ডিসি সরবরাহ প্রয়োজন তা সরাসরি ব্যাটারির সাথে সংযুক্ত করা যেতে পারে। কিন্তু যখন এসি সাপ্লাই ব্যবহার করা হলে তখন রেকটিফায়ার সার্কিটের প্রয়োজন হয়।
  • কন্ট্রোল সার্কিট অনেক ডিজিটাল ডিভাইস নিয়ে গঠিত যেমন ডিজিটাল ডিসপ্লে, সেন্সর, এলইডি ইত্যাদি। এই ডিভাইসগুলোর সবসময় ডিসি সরবরাহের প্রয়োজন হয়। তাই কন্ট্রোল সার্কিটে ডিসি সাপ্লাই ব্যবহার করার সময় কম সার্কিটের প্রয়োজন হয়।

আরো কিছু আর্টিকেল পড়ুন

সাবস্টেশনে ছাতা নিয়ে প্রবেশ করতে নিষেধ করা হয় কেন?

লোডশেডিং কোথায় থেকে নিয়ন্ত্রিত হয়? | NLDC / বৈদ্যুতিক পোল /লোকাল সাবস্টেশন?

খালি চোখে সিটি/পিটি সনাক্ত করার উপায়