ঈদের আগে কতজন লোক ঢাকা ছাড়ল তা কিভাবে হিসেব করা হয়? | সেলুলার মোবাইল নেটওয়ার্ক

প্রিয় পাঠকবৃন্দ, আজ আপনাদের নিকট হাজির হলাম একটি ঈদ স্পেশাল আর্টিকেল নিয়ে। কিছুদিন আগেই ফেসবুক স্ক্রল করছিলাম। হঠাৎ করে চোখে পড়ল একটি নিউজ। এবার ঈদে ঢাকা ছাড়ল কয়েক লক্ষ মানুষ। আমার মাথায় তখন প্রশ্ন এল এই অল্প সময়ে এত বড় পরিসংখ্যান সরকার কিভাবে করল? তাই ভাবলাম আজ এই ব্যাপারে কিছু লিখব। বাইরে ভীষণ বৃষ্টি আর চুলোয় বিরিয়ানি বসিয়ে এসেছি আড্ডা দিতে। চলুন এই বিষয় নিয়ে আড্ডা জমিয়ে তোলা যাক। এ ব্যাপারে জানতে চাইলে সেলুলার মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে জানা দরকার।

ঈদের আগে কতজন লোক ঢাকা ছাড়ল তা কিভাবে হিসেব করা হয়?

আপনি নিশ্চয়ই আমার আর্টিকেল মোবাইল বা পিসি থেকে পড়ছেন তাইনা? আর এই আর্টিকেল পড়তে প্রয়োজন ইন্টারনেট সংযোগ। প্রায় অনেক ভিজিটরই সেলুলার ডাটা ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজ করে থাকেন। আর তার জন্য দরকার একটি 3G/4G সেলুলার সিম কার্ড। আর যতক্ষণ আপনার সিম কার্ডটি আপনার মোবাইল স্লটে থাকবে আপনি সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের নজরবন্দি থাকবেন।

কিভাবে মোবাইল অপারেটররা আমাদের হ্যান্ডসেটকে মনিটর করে?

  • আপনি যখন একটি সিম নিবন্ধন করেন তখন থেকেই আপনার যাবতীয় সব তথ্য নাম, ঠিকানা, ফিংগার ইম্প্রেশন মোবাইল অপারেটরদের ডাটাবেজে স্থান পায়।
  • আপনার মোবাইল লোকাল BTS (Base Transceiver Station) এর আওতাভুক্ত হয়।
  • বেইজ স্টেশন এবং মোবাইল রিসিভারের যোগসূত্রকে নেটওয়ার্ক ফেজিং বলে। সাধারণত নেটওয়ার্ক সিগন্যাল বার গুলো ফেজিংকে নির্দেশ করে। সিগন্যাল বার সবগুলো শো করলে বুঝতে হবে ফেজিং খুব স্ট্রং এবং আপনি সেলের কাছাকাছি নয় একদম ভেতরেই আছেন।
মোবাইল নেটওয়ার্ক ফেজিং
মোবাইল নেটওয়ার্ক ফেজিং
  • আপনার যাবতীয় কল, ম্যাসেজ, নেট এক্সিস সব এই বেইজ স্টেশন থেকেই ফরোয়ার্ড হতে থাকে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার এরিয়ার একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত অবস্থান করবেন।
  • এই বেইজ স্টেশন ততক্ষণ আপনার হ্যান্ডসেট বা ডিভাইসের সাথে যোগসূত্র স্থাপন করবে। এই আওতা সাধারণত ৮-১০ কিঃমিঃ পর্যন্ত হয়ে থাকে। সারা দেশেই মোবাইল অপারেটররা বিভিন্ন এলাকাকে বিভিন্ন নেটওয়ার্ক সেলে বিভক্ত করে নেয়।
সেলুলার মোবাইল নেটওয়ার্ক
সেলুলার মোবাইল নেটওয়ার্ক
  • এই সেলুলার নেটওয়ার্ক ডিজাইন কিভাবে করে সেটি আপনারা বিভিন্ন সিম অপারেটর কিভাবে সেলুলার নেটওয়ার্ক ডিজাইন করে পড়ুন এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিতে পারেন।
  • আপনি আপনার হ্যান্ডসেটটি নিয়ে যে জেলাতেই পরিভ্রমণ করেন না কেন আপনি আপনার সিম কোম্পানির সেলুলার কভারেজের ভেতর থাকবেন।
  • তাই আপনি যদি আপনজনদের সাথে ঈদ করতে ঢাকা ছাড়েন তাহলে আপনার হ্যান্ডসেট ঢাকার সেল নেটওয়ার্কের আওতার বাইরে।
  • আর গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে এই তথ্য অতি সহজেই সার্ভারে পৌছে যায়।
  • তখন সরকার সমস্ত সিম কোম্পানি থেকে তাদের ঢাকা ত্যাগ করা গ্রাহকদের সংখ্যার লিস্ট তৈরি করে। এভাবেই মূলত হিসেব করা হয় কতজন লোক ঈদে ঢাকা ছাড়ল।
  • যদি এই কথাটিকেই টেকনিক্যালি বলা হয় তাহলে হবে, কত জন লোক বিভিন্ন মোবাইল অপারেটরদের ঢাকা সেলুলার নেটওয়ার্ক জোনের বাইরে গেল?
সেলুলার মোবাইল নেটওয়ার্ক
সেলুলার মোবাইল নেটওয়ার্ক

আজকের আর্টিকেলটি নিশ্চয়ই আপনাদের অনেক ভাল লেগেছে। এরকম নিত্য নতুন চমকপ্রদ আর্টিকেল পেতে ভোল্টেজ ল্যাবের সাথেই থাকুন। ধন্যবাদ।

আরো কিছু আর্টিকেল

টাওয়ারের এন্টেনা ডিজাইন কিভাবে করা হয় বিস্তারিত পড়ুন

মোবাইল টাওয়ার বাড়ির ছাদে বসানো থাকে কেন? | Base Transceiver Station

সিম ছাড়াই যাবে মোবাইল কল | কিন্তু কিভাবে?