ট্রান্সমিশন লাইন নিয়ে আমাদের আগ্রহের যেন কমতি নেই। যার কারণেই হয়ত বেশিরভাগ বিদ্যুৎ প্রকৌশলীদের ড্রীম জব পিজিসিবি। আমাদের ব্লগে এ পর্যন্ত ট্রান্সমিশন লাইন নিয়ে প্রচুর আর্টিকেল শেয়ার করেছি। তবুও এই মজার টপিক নিয়ে আগ্রহ কৌতূহল যেন রয়েই যায়। রাস্তাঘাটে চলাচল করার সময় আমরা ট্রান্সমিশন লাইনগুলো লক্ষ্য করি। সেখানে দেখা যায় টাওয়ার বডির দুইপাশে থ্রি ফেজ ডাবল সার্কিট লাইন থাকে। যেখানে দুপাশে মোট ৬ টি করে লাইভ লাইন বিদ্যমান। এরপর সবার উপরে টাওয়ারের শীর্ষবিন্দুতে থাকে স্কাই ওয়্যার। তাহলে নিউট্রাল ওয়্যার গেল কই? ট্রান্সমিশন লাইনে নিউট্রাল ব্যবহার করা হয় না কেন?
ট্রান্সমিশন লাইনে নিউট্রাল ব্যবহার করা হয় না কেন?
- এই আর্টিকেলে আমরা জানতে যাচ্ছি কেন ট্রান্সমিশন লাইনে নিউট্রাল ওয়্যার বা নিউট্রাল কন্ডাক্টর ব্যবহার করা হয় না? আমরা যদি বলি যে, হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে নিউট্রাল তার ব্যবহার করা হয় না তবে আরও সঠিক হবে। সাধারণত, নিউট্রাল তারটি বিতরণ এবং কম ভোল্টেজ ট্রান্সমিশনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তবে লো ভোল্টেজ ট্রান্সমিশন লাইনেও নিউট্রাল তারের ব্যবহার খুবই বিরল।
- প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, খরচ কমানো। মূলত এটিই হল প্রধান কারণ। জাতীয় গ্রীড কোম্পানি মূলত ট্রান্সমিশন লাইনের খরচ কমাতে নিউট্রাল তার ব্যবহার করেনা। পুরো বৈদ্যুতিক ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে, প্রথম ট্রান্সফরমার হল জেনারেশন ট্রান্সফরমার যা জেনারেশন প্ল্যান্টে ইনস্টল করা হয় এবং শেষ ট্রান্সফরমার হল ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার।
- আপনি উপরের চিত্রে দেখতে পাচ্ছেন, জেনারেশন ট্রান্সফরমারের স্টার-ডেল্টা কনফিগারেশন রয়েছে এবং ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ডেল্টা-স্টার কনফিগারেশন রয়েছে। এখন, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন নিউট্রাল তারের প্রয়োজন নেই? কারণ ডেল্টা সংযোগে আলাদাভাবে নিউট্রাল সংযোগের দরকার পড়েনা। তাই পাওয়ার ট্রান্সমিশন লাইনে খরচ কমাতে ডেল্টা সংযোগ দেয়া হয় যাতে কোন নিউট্রালের দরকার না পড়ে।
- আসুন এবার ব্যাপারটা লোডের দৃষ্টিকোণ থেকে এনালাইসিস করি। আচ্ছা, কেন আমাদের নিউট্রাল তারের প্রয়োজন? উত্তর হল যখন আমরা একটি সিংগেল ফেজ লোড ব্যবহার করি। তিনটি ফেজ থেকে যেকোনো একটি ফেজ ওয়্যার এবং নিউট্রাল ওয়্যার নিয়ে আমরা সিঙ্গেল ফেজ লোড চালাই। সিংগেল ফেজ লোড শুধুমাত্র যখন কম ভোল্টেজ সরবরাহ পাওয়া যায় তখনই সংযুক্ত করা যেতে পারে। সুতরাং এটি স্পষ্ট যে লোডগুলো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের শেষের সাথে সংযুক্ত। ট্রান্সমিশন লাইনে কোনও লোড সংযোগ করা যায় না তাই নিউট্রাল তারের প্রয়োজন নেই।
- ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে যেহেতু বিভিন্ন লোড থ্রি ফেজে সংযুক্ত থাকে তাই এখানে নিউট্রাল প্রয়োজন এবং থ্রি ফেজ সিস্টেমের ভারসাম্য বজায় রাখার জন্য গ্রাউন্ড করা উচিত। কিন্তু ট্রান্সমিশন লাইনে, কোন লোড সংযুক্ত নেই এবং থ্রি ফেজ ব্যালান্সড সিস্টেম বিদ্যমান। তাই এখানে নিউট্রাল তারের প্রয়োজন নেই।
ট্রান্সমিশন লাইন নিয়ে আরো কিছু আর্টিকেল
ট্রান্সমিশন লাইনে কেন 400kV কে সরাসরি 33kV করা হয় না?