ইন্ড্রাস্ট্রিয়াল অটোমেশনে 4-20 mA কে আদর্শ কারেন্ট সিগন্যাল হিসেবে বিবেচনা করা হয় কেন?

চার-পাঁচ বছর আগের কথা। অটোমেশন ট্রেনিং এর জন্য বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ এন্ড কর্পোরেশনের অধিভুক্ত ইউরিয়া সার কারখানা গিয়েছিলাম। এটি নরসিংদীতে অবস্থিত। সেখানের পরিবেশ ছিল যথেষ্ট সুন্দর। স্যারদের শেখানোর আগ্রহও ছিল যথেষ্ট। সেখানে গিয়ে স্যারদের থেকে জানতে পারলাম ইন্ড্রাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেম যেমন পি এল সি, ডি সি এস এসবে কারেন্টের একটি আদর্শমান বজায় রাখতে হয়। যার মান 4-20 mA। এই মানটা কেমন যেন বেখাপ্পা লাগছিল আমার কাছে। দুটি প্রশ্ন মনে আসল,

  • কেন লিমিট 4 থেকেই শুরু হল? 0-20 হলে কি ভাল হত না?
  • দ্বিতীয়ত সর্বোচ্চ লিমিট কেন ই বা 20mA হল?

এরপর আমি এই প্রশ্নটি নিয়ে রিসার্চ শুরু করি। অতঃপর এটার একটি সন্তোষজনক উত্তর পেয়েছিলাম। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক।

ইন্ড্রাস্ট্রিয়াল অটোমেশনে 4-20 mA কে আদর্শ কারেন্ট সিগন্যাল হিসেবে বিবেচনা করা হয় কেন?

4-20 mA রেঞ্জে আদর্শ ভোল্টেজ সিগন্যাল কত হবে?

আমরা অটোমেশন সিস্টেমে যে পিএলসি ব্যবহার করি সেখানে এডিসি বা এনাগল টু ডিজিটাল সিগন্যাল কনভার্টার থাকে। যাদের মধ্যে বিদ্যমান সেন্সর বিভিন্ন ফিজিকাল সিগন্যাল যেমন চাপ, তাপ ইত্যাদিকে একটি ডিজিটাল বাইনারি নাম্বারে পরিবর্তন করে আমাদের কাঙ্খিত আউটপুট দেখায়। আর এই কার্যাবলি নিয়ন্ত্রিত হয় সি পি ইউ বা প্রসেসরের মাধ্যমে। এই কনভার্টিং ডিভাইসের রোধ অন এভারেজ 250 ohms। তাহলে আদর্শ ভোল্টেজের মান দাঁড়ায়,

V = 4 mA x 250 ohms = 1 volt
V = 20 mA x 250 ohms = 5 volt

অর্থাৎ কারেন্টের আদর্শ মান অনুযায়ী আদর্শ ভোল্টেজ দাঁড়ায় ১ থেকে ৫ ভোল্ট।

এবার আসি আমার প্রথম প্রশ্নে, কেন এই রেঞ্জ শূণ্য থেকে শুরু হল না?

  • প্রথমত কারেন্টের মান শূন্য হলে নীট পাওয়ার শূন্য যেহেতু পাওয়ার হল ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। আর শূন্য কারেন্টে আউটপুট ফল্ট ডিটেক্ট করা সম্ভবপর নয়।
  • আর দ্বিতীয়ত, কম কারেন্টের জন্য পাওয়ার ক্যাবলের সাইজও কম হবে। যার দরুণ ইনস্টল খরচ ও কমে যাবে।

এবার আসা যাক আমার ২য় প্রশ্নে, কেন সর্বোচ্চ লিমিট ২০ মিলিএম্পিয়ার ধরা হল?

আমরা জানি, মানদেহ সর্বোচ্চ ৩০ মিলিএম্পিয়ার পর্যন্ত সহনশীল থাকতে পারে। এক্ষেত্রে আরো অধিক সতর্কতার জন্য ২০ মিলিএম্পিয়ার ধরা হয়েছে।

সর্বোপরি, ইন্সটল খরচ, ত্রুটি সনাক্তকরণে সুবিধা এবং ঝুঁকি এড়াতেই ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ৪-২০ মিলিএম্পিয়ারকেই আদর্শ মান হিসেবে বিবেচনা করা হয়।

আজকের আর্টিকেলটি আপনাদের ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আপনার উৎসাহ পেলে আগামীতে আরো অজানা এবং অদেখা আর্টিকেল শেয়ার করতে পারব ইনশাল্লাহ। ধন্যবাদ।

অটোমেশন নিয়ে কিছু আর্টিকেল

ইন্ড্রাস্ট্রিয়াল অটোমেশনের প্রাথমিক ধারণা (পর্ব-১)

ইন্ড্রাস্ট্রিয়াল অটোমেশনের প্রাথমিক ধারণাঃ (পর্ব-২) | NO, NC, পিএলসি, ভিএফডি

পি এল সি (PLC) নিয়ে সহজ ভাষায় আলোচনা | পি এল সি ভীতির নয়, উপভোগের জিনিস