HVDC ট্রান্সমিশন লাইন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা

পাওয়ার সিস্টেম শব্দটি শুনতেই আমাদের মাথায় সর্বপ্রথম অল্টারনেটিং কারেন্টের কথাই ঘুরপাক খেতে থাকে। ব্যাপারটি খুবই স্বাভাবিক। এর মূল কারণ হল অল্টারনেটিং কারেন্ট পাওয়ার সিস্টেমের খুব বড় একটা অংশ জুড়ে আছে। কিন্তু পাওয়ার সিস্টেমে HVDC সিস্টেমেরও আছে ব্যাপক গুরুত্ব। এসি ট্রান্সমিশন নিয়ে ত অনেক বকবক হলো। হোক না এবার ভিন্ন কিছু।

HVDC ট্রান্সমিশন লাইন

  • ধরেন, কোন একটি পণ্যদ্রব্য আমাদের দেশে খুব চাহিদাসম্পন্ন। কিন্তু সমস্যা হল ঐ বিবিধ কারণে আমাদের দেশে পণ্যদ্রব্যটির প্রোডাকশন কম অথবা ব্যাপক চাহিদার দরুণ তার সংকট দেখা দিল। এমতবস্থায় আমরা কি করি? যেসমস্ত দেশের সাথে আমাদের আমদানি-রপ্তানি চুক্তি আছে সেসব দেশ থেকে আমরা পণ্যদ্রব্যটি আমদানি করি। বিদ্যুৎ এর বেলায়ও কিন্তু তা ব্যতিক্রম কিছু নয়। বিদ্যুৎ ও চাইলেই প্রতিবেশী দেশ থেকে আমদানি করা যেতে পারে।
  • এখন অনেকেই হয়ত ভাবছেন, পণ্যসামগ্রী ত ট্রাক জাহাজ বা উড়োজাহাজে করে নিয়ে আসা যায়? কিন্তু বিদ্যুৎ কিভাবে আমদানি করব? খেয়াল করে দেখুন, কোন দ্রব্য আমদানি করতে হলে দুদেশের আমদানি-রপ্তানি কর্তৃপক্ষের সাথে একটি যোগসূত্রের প্রয়োজন পড়ে। একইভাবে বিদ্যুৎ আমদানি রপ্তানির ক্ষেত্রেও উভয় দেশের প্রধান বিদ্যুৎ প্রতিষ্ঠানের সাথেও যোগসূত্র প্রয়োজন। আর এই যোগসূত্রের কারিগরি প্রতিফলনই হল HVDC লাইন।
  • দুটো দেশের এসি পাওয়ার সিস্টেমে আছে ভিন্নতা। কোনদিক থেকে যদি সেটা প্রশ্ন করেন, তাহলে উত্তরে কিছু প্যারামিটারের কথা উল্লেখ না করলেই না। সবার আগে যে প্যারামিটারের কথা মাথায় চলে আসে তা হল ফ্রিকুয়েন্সি। প্রতিবেশি দেশের সাথে আপনার দেশের এসি ফ্রিকুয়েন্সি নাও মিলতে পারে। যদি মিলেও তাহলে স্ট্যাবিলিটিরও কিছু ব্যাপার স্যাপার থাকে। যার ফলে দুই দেশের ভিন্ন ফ্রিকুয়েন্সি সিগন্যাল সিস্টেমে হারমোনিক্স, লস তৈরি করতে পারে। ডিসি সাহেবের যেহেতু ফ্রিকুয়েন্সি শূণ্য এক্ষেত্রে সেই ঝামেলা নেই।

HVDC ট্রান্সমিশন সিস্টেম কিভাবে কাজ করে?

HVDC ট্রান্সমিশন লাইন
HVDC ট্রান্সমিশন লাইন

ধাপ-১ঃ

রেক্টিফিকেশনঃ

প্রতিবেশ থেকে আগত এসি সিগন্যালকে রেক্টিফাই করে নেয়া হয়। রেক্টিফিকেশন এর সংজ্ঞা নতুন করে দেয়ার কিছুই নেই। এসিকে ডিসিতে রুপান্তরের প্রক্রিয়াই হল রেক্টিফিকেশন।

ধাপ-২ঃ

ফিলট্রেশনঃ

পিউর ডিসি সিগন্যাল পাওয়ার জন্য কনভার্ট করা সিগন্যালকে ফিল্টার করা হয়ে থাকে। এই প্রক্রিয়ার নাম হল ফিলট্রেশন।

ধাপ-৩ঃ

ইনভার্টিংঃ

এখন জাতীয়ভাবে ত আর ডিসি সিগন্যাল ব্যবহার করা যাবেনা। তাই এই ডিসি সিগন্যালকে পুনরায় হাই পাওয়ার ইনভার্টারের সাহায্যে এসিতে রুপান্তরিত করা হয়। তারপর জাতীয় গ্রীডে এই এসি পাওয়ার সরবরাহ করা হয়।

এই সিস্টেমের সবথেকে বড় সুবিধা হল দুই তারের সাহায্যে সহজেই দূর থেকে বিদ্যুৎ সঞ্চালন সম্ভব।

HVDC ট্রান্সমিশন লাইন

ট্রান্সমিশন নিয়ে আরো কিছু আর্টিকেল

রাতের বেলায় ট্রান্সমিশন লাইন কিভাবে বৈমানিকের চোখে পড়ে?

টাওয়ারের উচ্চতা দেখেই জেনে নিন ট্রান্সমিশন লাইন ভোল্ট

রিভার ক্রসিং ট্রান্সমিশন লাইন জলজ প্রাণীদের উপর কিরুপ প্রভাব ফেলে?