আমরা সবাই জানি যে, একটি হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের মূল চালিকা শক্তি হচ্ছে পানি। আর এই পানিকে যার মাধ্যমে ওয়াটার টারবাইনে পৌছানো হয় সেটি হচ্ছে পেনস্টোক (Pen-stock) এবং ওয়াটার টারবাইন হতে বিতাড়িত পানি যেখানে জমা করা হয় সেটি হচ্ছে টেইল স্টোক (Tail Stock)। এই লেখাতে আমরা পেনস্টোক ও টেইল স্টোক সম্বন্ধে আলোচনা করবো।
পেনস্টোক (Penstock):
Pen-stock মূলত এক ধরনের পাইপ লাইন বা চ্যানেল। হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে যে পাইপ লাইন বা চ্যানেলের মধ্য দিয়ে পানি reservoir (জলাশয় / আধার) হতে ওয়াটার টারবাইনের ব্লেড বা ভেনে পৌঁছে দেওয়া হয় সেই চ্যানেল বা পাইপ লাইনকে পেনস্টোক বলা হয়।
এই পাইপ লাইন অনেক বেশি চাপ বহন করে বলে একে চাপ বহনকারী পাইপও (Pressure Pipe) বলা হয়। পেনস্টোক তৈরি করতে স্টিল (Steel) অথবা রিইনফোর্স কনক্রিট (Reinforce Concrete) ব্যবহার করা হয়। তবে বর্তমানে বেশীরভাগ পেনস্টোক স্টিল দ্বারা তৈরি করা হয়। বড় আকৃতির পেনস্টোক তৈরি করতে ওয়েল্ডিং বা স্টিলের পাইপকে রিভেটিং (Re-vetting) করে তৈরী করা হয়। শক্ত ও মসৃণতার দিক থেকে ওয়েল্ডিং করা পাইপ উপযোগী।
স্টিল নির্মিত পেনস্টোকের ভিতরে ক্ষয়রোধকারী পদার্থের প্রলেপ দেওয়া হয় এবং পাইপকে মরিচারোধী করতে পাইপের বাহিরের অংশে রং-এর প্রলেপ দেওয়া হয়। এই পাইপের ব্যাস বেশী হলে ঘর্ষণজনিত ক্ষয়ক্ষতি কমে যায় কিন্তু পানির গতিবেগও কমে যায়। অপর দিকে ব্যাস কম হলে ঘর্ষণজনিত ক্ষয়ক্ষতি বেড়ে এবং পানির গতিবেগও বেড়ে যায়। পেনস্টোকে কতটুকু পানি সরবরাহ করা হবে তা স্লুইস গেট দ্বারা নিয়ন্ত্রণ করা হয়।
পাইপ লাইনের ভিতরে শূন্যতা ও পানির আঘাত (water hammering) দূর করার জন্য সার্জ ট্যাংক (surge tank), বাতাস নির্গমন ভালভ ইত্যাদি ব্যবহার করা হয়। এছাড়া পানির চাপ নিয়ন্ত্রণের জন্য বাটার ফ্লাই ভালভ ব্যবহার করা হয়ে থাকে।
পেনস্টোকের মধ্য দিয়ে পানির গতিবেগ সাধারণত প্রতি সেকেন্ডে ১.৮৩ মিটার হতে ৭ মিটার পর্যন্ত হয়ে থাকে। এর মধ্যে নিম্ন হেড পাওয়ার প্ল্যান্টের জন্য ১.৮৩ থেকে ২ মিটার / সেকেন্ড, মধ্যম হেড পাওয়ার প্ল্যান্টের জন্য ৪ মিটার / সেকেন্ড এবং উচ্চ হেড পাওয়ার প্ল্যান্টের জন্য ৬ থেকে ৭ মিটার / সেকেন্ড পর্যন্ত পানির বেগ থাকে।
টেইল স্টোক (Tail Stock):
টেইল স্টোক বলতে মূলত পানি জমাকরণ আধার বা স্থানকে বুঝায়। একটি হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে ওয়াটার টারবাইন হতে বিতাড়িত পানি (tail race water) যেখানে জমা (stock) করে রাখা হয় সেই স্থানকে টেইল স্টোক বলা হয়।
সব ধরনের হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে পতিত পানি জমা করে রাখার প্রয়োজন হয় না বা জমা করার কোন পদ্ধতিও ব্যবহার করা হয় না। মধ্যম ও উচ্চ ক্ষমতা সম্পন্ন হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের দক্ষতা বাড়ানোর জন্য ওয়াটার টারবাইন হতে বিতাড়িত পানি জমা করে পানির উচ্চতা বাড়িয়ে প্ল্যান্টে ব্যবহার করা হয়।
এই পানি জমা করতে খাল খনন অথবা বাঁধ নির্মাণ করে টেইল স্টোক নির্মাণ করা হয় এবং খরা মৌসুমে অথবা যখন পানির ঘাটতি দেখা দেয় তখন টেইল স্টোকের পানি ব্যবহার করা হয়। টেইল স্টোককে টারবাইন থেকে পতিত পানির জমাকরণ আধারও বলা হয়।
References:
Web: Wikipedia
Book: Principle of Power System by V. K. Metha
“হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের সকল কম্পোনেন্ট বা উপাদান সম্বন্ধে জানতে ক্লিক করুন।”
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে অন্যান্য লেখাসমূহঃ
পাওয়ার প্ল্যান্টঃ সংজ্ঞা, প্রকারভেদ ও কার্যপদ্ধতি।
পানি বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাস ও সংক্ষিপ্ত আলোচনা।
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের সুবিধা-অসুবিধা।
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট প্রকারভেদ ও বিস্তারিত আলোচনা।