একটি নিয়ন টেস্টারের গঠন ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনা

একজন ডাক্তার যেমন স্টেথোস্কোপ, প্রেসার মেশিন এসব যন্ত্রাদি ছাড়া চলতে পারেনা, ঠিক একইভাবে একজন বিদ্যুৎ প্রকৌশলীও নিয়ন টেস্টার ব্যতীত চলতে পারেনা। একজন ইঞ্জিনিয়ার যদি টেস্টারের ব্যবহার না জানেন কিংবা তার কাছে এই ডিভাইসটি না থাকে তাহলে বুঝতে হবে তার প্রকৌশল বিদ্যা শুধুমাত্র সার্টিফিকেট অর্জনেই সীমাবদ্ধ। সে তার অর্জিত কারিগরি বিদ্যাকে কাজে লাগাতে পারেনি।

একজন রোগী যখন ডাক্তারের কাছে আসে তখন ডাক্তার সর্বপ্রথম প্রেসার, ওজন এগুলো মেপে দেখেন। কারণ এগুলো হল প্রিলিমিনারি কাজ। একইভাবে কোন ইলেকট্রিক প্যানেলে কোন ফল্ট হবার সাথে সাথে সর্বপ্রথম কাজ হচ্ছে নিয়ন টেস্টার দিয়ে প্যানেল চেক করে নেয়া যে এতে আদৌ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কিনা? তাই এ থেকেই বুঝা যাচ্ছে, বিদ্যুতের অস্তিত্ব নির্ধারণের জন্য নিয়ন টেস্টার খুব দরকারি একটি ডিভাইস। আজ তাহলে আমরা নিয়ন টেস্টারের গঠন এবং এটি কিভাবে কাজ করে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক।

নিয়ন টেস্টারের গঠন

একটি নিয়ন টেস্টার নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত। যথাঃ

  • মেটালিক রড এবং মাউথ
  • বডি এবং ইন্সুলেশন
  • রেজিস্টর
  • নিয়ন বাল্ব
  • মেটালিক স্প্রিং
  • মেটালিক ক্যাপ স্ক্র এবং ক্লিপ

মেটালিক রড এবং মাউথ

  • এটি একটি নলাকার ধাতব রড।
  • ফ্ল্যাট প্রান্তটি (মুখ) একটি স্ক্র ড্রাইভার বা কন্ডাক্টর/তার হিসাবে ফেজ বা লাইভ তারগুলো পরীক্ষা করতে ব্যবহৃত হয়।
  • অন্য প্রান্তটি যথাক্রমে রেজিস্টর, নিয়ন বাল্ব, উপাদান এবং ধাতব ক্যাপ স্ক্রুর সাথে সংযুক্ত থাকে।
  • নলাকার ধাতব রডের সমতল প্রান্তটি স্বচ্ছ উত্তাপযুক্ত প্লাস্টিকের দ্বারা আবৃত।

বডি এবং ইন্সুলেশন

  • এই অংশ (রেজিস্ট্যান্স, নিয়ন বাল্ব, ধাতব স্প্রিং এবং ধাতব ক্যাপ স্ক্র) প্লাস্টিকের তৈরি একটি স্বচ্ছ উত্তাপযুক্ত বডিতে আবৃত থাকে।
  • নলাকার ধাতব রডের সমতল প্রান্তটি মাউথ ব্যতীত ইন্সুলেশনের জন্য স্বচ্ছ উত্তাপযুক্ত প্লাস্টিকের দ্বারা আবৃত থাকে।

রোধ

  • রেজিস্টর বা রোধ এমন একটি উপাদান যা এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টকে বাধা দেয়।
  • একটি ফেজ বা লাইন টেস্টারে উচ্চ প্রবাহ রোধ করতে নলাকার ধাতব রড এবং নিয়ন বাল্বের মধ্যে রেজিস্টর/রোধ সংযুক্ত থাকে এবং এটি নিয়ন বাল্বের জন্য একটি নিরাপদ মানের প্রবাহ তৈরি করে।
  • তাছাড়া প্রতিরোধক ছাড়া এই টুলটি ব্যবহার করা নিরাপদ হবে না।

নিয়ন বাতি

  • নিয়ন বাল্ব রেজিস্ট্যান্স এবং ধাতব স্প্রিং এর মধ্যে সংযুক্ত থাকে।
  • এটি ফেজ নির্দেশক বাল্ব হিসাবে ব্যবহৃত হয়।
  • যখন এটির মধ্য দিয়ে অল্পমানের কারেন্ট প্রবাহিত হয়, তখন এটি জ্বলে ওঠে।
  • নিয়ন বাল্বের কারণে একটি ফেজ বা লাইন টেস্টারকে নিয়ন টেস্টারও বলা হয়।

মেটালিক স্প্রিং

নিয়ন বাতি এবং মেটালিক ক্যাপ স্ক্রর মধ্যে সংযোগ স্থাপন করতেই মূলত মেটালিক স্প্রিং ব্যবহার করা হয়।

মেটালিক ক্যাপ স্ক্র এবং ক্লিপ

মেটালিক ক্যাপ স্ক্র স্প্রিং এর সাথে সংযুক্ত থাকে। নিয়ন টেস্টার স্লটের সব উপাদানকে টাইট দেয়া জন্যই মূলত মেটালিক ক্যাপ স্ক্র ব্যবহার করা হয়।

নিয়ন টেস্টার এর গঠন
নিয়ন টেস্টার এর গঠন

নিয়ন টেস্টার কিভাবে কাজ করে?

  • নিয়ন টেস্টারের ফাংশন খুবই সিম্পল।
  • যখন আমরা ফেজ বা লাইভ লাইনে নিয়ন টেস্টার ধরি তখন নিয়ন টেস্টার মাউথ ফেজ লাইন স্পর্শ করে থাকে এবং আমাদের হাত ক্যাপ স্ক্রর উপর থাকে। ফলে একটি বর্তনী পরিপূর্ণ হয়।
  • আর বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে। নিয়ন বাতি তার উপযুক্ত ভোল্ট পেলেই তা জ্বলে উঠবে।
  • উল্লেখ্য যে, নিয়ন টেস্টার এসি এবং ডিসি উভয় লাইনেই কাজ করে।
  • কিন্তু তার জন্য একটি উপযুক্ত মানের ভোল্টেজ দরকার হবে।
  • সাধারণত ৮০ ভোল্ট এসি বা ডিসি হলেই বাতিটি জ্বলে উঠে।

আরো কিছু আর্টিকেল পড়ে নিন

ক্লিপ অন মিটার দিয়ে ডিসি ভোল্টেজ পরিমাপ করা যায় কি?

এমিটারকে সিরিজে ও ভোল্টমিটার কে প্যারালালে কানেকশন দেয়া হয় কেন?

এমিটারকে ভোল্টমিটারে রুপান্তর করার পদ্ধতি