এমিটারকে সিরিজে ও ভোল্টমিটার কে প্যারালালে কানেকশন দেয়া হয় কেন?

0
6587
এমিটার

এর জন্য আমাদের শর্ট সার্কিট & ওপেন সার্কিট এর বেসিক টা জানতে হবে। আশা করি, এর বেসিক টা আমরা সবাই জানি। যদি কেউ না জানি তবে নিচের লিংক থেকে লেখাটি পড়ে নিন।

শর্ট সার্কিট, ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট সম্বন্ধে বিস্তারিত পড়ুন

এমিটার এর অভ্যন্তরীণ রোধ খুব নগণ্য। তাই তাকে যদি বর্তনীর সাথে প্যারালাল এ রাখা হয় তখন সেটা শর্ট সার্কিট এর ন্যায় আচরণ করে।

কিভাবে আচরণ করে এটাই এখন জানবো। এমিটার এর অভ্যন্তরীণ রোধ শূণ্যের কাছাকাছি। আর তাকে যদি কোন লোড ( রোধ) এর সাথে প্যারালালে লাগানো হয় তাহলে মোট রোধ দাঁড়ায়, 0,  R (Load) = 0.

আর আমরা জানি, short circuit এর রোধ শূণ্যের কাছাকাছি। ফলে, কারেন্ট তো পরিমাপ করা যাবেই না বরং সার্কিট এর ক্ষতি।

কিন্তু সিরিজে দিলে তা দাঁড়ায় 0 + R = R. তখন, লোড কারেন্ট টাই আমার এমিটার এ দেখাবে।

এবার, আসি ২য় প্রশ্নে। ভোল্টমিটার এর রোধ খুব বেশি। অসীমের কাছাকাছি। তাই তাকে প্যারালালে না লাগিয়ে যদি সিরিজে লাগাই তাহলে পুরা ভোল্টেজ টাই সে খেয়ে নিবে। তাই লোডের across এ পারফেক্ট ভোল্টেজ পাবনা। তাই প্যারালাল এ কানেকশন করা হয়।

যেহেতু রোধ যাই হোক না কেন প্যারালালে ভোল্টেজ ড্রপ একই থাকে। তাই লোড / রেজিস্টর যে ভোল্টেজ পাবে ভোল্টমিটার ও তা দেখাবে।

Courtesy: Iqbal Mahmood

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here