এনালগ সিগন্যাল | Analog Signal

0
4483

এনালগ সিগন্যাল – ধরুন প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলল, তার ঘড়ির সেকেন্ডের কাটা ১ থেকে ২ এ যেতে পাঁচ সেকেন্ড সময় লাগে কিন্তু দ্বিতীয় বন্ধু দেখল, তার কাটাবিহীন ঘড়িতে এসবের কিছুই বুঝা যাচ্ছে না।

এনালগ সিগন্যাল

সময়ের সাথে সাথে ঘড়ির সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘণ্টার কাটার অবস্থানের পরিবর্তন হয় এবং এই পরিবর্তন continuous. অর্থাৎ Analog ঘড়িতে সময়ের প্রতিটা পরিবর্তন (Physical quantity) লক্ষ্য করা যায় কিন্তু ডিজিটাল ঘড়িতে সেরকম পরিবর্তন দেখা যায় না।

সুতরাং উপরের আলোচনা থেকে আমরা এনালগ সিগন্যাল সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারি-

Analog Signal এমন একটি সিগন্যাল যেখানে বিভিন্ন প্যারামিটারের (তাপমাত্রা, দুরত্ব ইত্যাদি) Physical quantity এর মান continuously পেতে পারি।

ইলেকট্রিক্যাল এর ভাষায় এনালগ সিগন্যাল হলো সময়ের সাথে ভোল্টেজ অথবা কারেন্টের পরিবর্তন।

এনালগ সিগন্যাল
এনালগ সিগন্যাল

চিত্র হতে, সময়ের সাথে সাথে ভোল্টেজের মানের পরিবর্তন হচ্ছে। এটিই Analog সিগন্যাল। Analog Signal দেখতে sine wave এর মতো।

এনালগ সিগন্যাল কে দুইটি প্যারামিটার দিয়ে বর্ণনা করা যায়-

  1. বিস্তার এবং
  2. কম্পাঙ্ক।

Analog Signal একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করছে যেমনটা ঘড়ির কাটার ক্ষেত্রে দেখা যায় এবং এটি continuously সময়ের সাথে পরিবর্তিত হয়।

আরো পড়ুনঃ

সিগন্যাল কি বিস্তারিত পড়ুন

ডিজিটাল সিগন্যাল সম্বন্ধে বিস্তারিত পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here