LT ও HT সাইডের সার্কিট ব্রেকার নির্বাচন এর জন্য কিছু সার্কিট ব্রেকার হিসাব রয়েছে। ইতিমধ্যে সার্কিট ব্রেকার নিয়ে আমরা অনেকগুলো লেখা এই ব্লগে প্রকাশ করেছি।
HT সেকশনের সার্কিট ব্রেকার নির্বাচনের জন্য ক্যালকুলেশনের কোন প্রয়োজন নেই এবং এটা সিলেক্ট করা খুবই সহজ কিন্তু LT সাইডে সার্কিট ব্রেকার সিলেকশন এর জন্য ক্যালকুলেশন করতে হবে।
- HT Side এ VCB ব্যবহার করা হয়।
- LT Side এ ACB, MCB, MCCB ইত্যাদি ব্যবহার করা হয়।
বাজারে যেসকল ব্রেকার পাওয়া যায়
VCB
Serial | Rated Current (A) | Breaking Capacity (KA) |
1 | 630 | 25 |
2 | 1250 | 40 |
ACB
Serial | Rated Current (A) | Breaking Capacity (KA) |
1 | 630 | 85 |
2 | 800 | 85 |
3 | 1000 | 85 |
4 | 1250 | 85 |
5 | 1600 | 85 |
6 | 2000 | 85 |
7 | 2500 | 100 |
8 | 3200 | 100 |
9 | 4000 | 100 |
10 | 5000 | 100 |
11 | 6300 | 150 |
MCCB: Adjustable Type
Serial | Rated Current (A) | Breaking Capacity (KA) |
1 | 40, 43, 100 & 125 | 25 |
2 | 160, 200 & 250 | 25 |
3 | 250 | 25 |
4 | 320 & 400 | 65 |
5 | 500 | 65 |
6 | 630 | 85 |
7 | 800 | 85 |
8 | 1000 | 100 |
9 | 1250 | 100 |
10 | 1600 | 65 |
হাই টেনশনে সার্কিট ব্রেকার হিসাব (সার্কিট ব্রেকার হিসাব)
33 KV to 11 KV ট্রান্সফরমারের ক্ষেত্রে 1250A রেটিং VCB নির্বাচন করা হয় এবং 11 KV to 0.4 KV ক্ষেত্রে 630A রেটিং VCB নির্বাচন করা হয়। একদম নিচের সর্বশেষ 0.4 KV লো টেনশন সাইডের সাথে যুক্ত আছে, লো-টেনশনের সাথে যুক্ত VCB মানেই 630 A রেটিং এর VCB নির্বাচন করতে হবে।
- HT section এ 1250 A VCB
- HT Section এর সাথে যুক্ত LT section এর উপরে 630 A VCB নির্বাচন করা হয়।
নিচের চিত্রটি লক্ষ্য করুনঃ
উপরের চিত্রে 5 MVA রেটিং এর একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। এর প্রাইমারিতে 33 KV লাইন প্রবেশ করে সেকেন্ডারিতে 11 KV হয়ে বের হয়েছে। এটি একটি হাই টেনশন সেকশন যেখানে 1250 A রেটিং এর VCB ব্যবহার করা হয়েছে।
উপরের চিত্রে 2500 KVA রেটিং এর একটি ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। এর প্রাইমারিতে 11 KV প্রবেশ করেছে ও সেকেন্ডারিতে 0.4 KV বের হয়েছে। অর্থাৎ এর প্রাইমারি সেকশন HT, এর সেকেন্ডারি সেকশন LT. HT সেকশন থেকে LT সেকশনে ট্রান্সফরমারের মাধ্যমে যুক্ত হয়েছে, এক্ষেত্রে উপরের HT সেকশনের VCB হবে 630 A রেটিং এর।
LT সাইডের ব্রেকার সিলেকশন (সার্কিট ব্রেকার হিসাব)
সার্কিট ব্রেকার সিলেকশন এর জন্য লাইন কারেন্টের চেয়ে একটু বেশি কারেন্ট বা তার কাছাকাছি মানের কারেন্ট এর সার্কিট ব্রেকার সিলেকশন করতে হয়।
ব্রেকার ১ সিলেকশন
ব্রেকার ১ এর উপরের ট্রান্সফরমারের ভ্যালু নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে।
P = 2500 KVA
V2 (Secondary) = 0.4 KV
I = ?
উপরের চিত্র থেকে একটি বিষয় খেয়াল করুন, 2500 KVA ট্রান্সফরমারের উপর থেকে কোন প্রকার রেজিস্টিভ, ইন্ডাক্টিভ, ক্যাপাসিটিভ লোড নেই। এক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের বিষয়টি কি মনে আছে???
Apparent Power, P = √3 V I (KVA)
Active Power, P = √3 V I Cosθ (KW)
Re-Active Power, P = √3 V I Sinθ (KVAR)
ভাবুন তো কোন সূত্রটি ব্যবহার হবে????
নিশ্চয় P = √3 V I কারন 2500 KVA উপর থেকে লাইনে কোন প্রকার একটিভ পাওয়ার ও রিএক্টিভ পাওয়ার নেই। সেক্ষেত্রে যা প্রেরণ করা হবে গ্রিড থেকে তাই আমরা পাবো।
তাহলে I = P / √3 V
I = (2500 * 10^3) / √3 * 0.4 * 10^3
I = 3608.43 A
তাহলে সার্কিট ব্রেকার সিলেক্ট করতে হবে 3608 A আশে পাশে নয়তো একটু বেশি। সরাসরি 3608 A সার্কিট ব্রেকার বাজারে পাওয়া যায় না। এবার একটু বাজারের দিকে লক্ষ্য করি উপরের টেবিলে 🙂
উপরের চার্ট থেকে তাহলে 3608 A এর জন্য আমরা 4000 A রেটিং এর ACB সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারি।
ব্রেকার ২ ও ৩ সিলেকশন
উপরের চিত্রটি লক্ষ্য করুন, ট্রান্সফরমারের আউটপুট থেকে প্রাপ্ত ৩৬০৮ এম্পিয়ার কিন্তু বাসবার হয়ে ব্রেকার ২, ৩, ৪, ৫,৬ এ ভাগ হয়ে গিয়েছে। সুতারাং এখানে প্রত্যেকটি ব্রেকারে আলাদাভাবে কারেন্ট বের করতে হবে। এই কারেন্ট বের করার জন্য আমাদের জানতে হবে পাওয়ার। এছাড়া LT ভোল্টেজ 0.4 KV আমরা ইতিমধ্যে পেয়েছি।
ব্রেকার ২ ও ৩ এর সাথে Capacitor bank যুক্ত আছে। এই অংশ রিএক্টিভ পাওয়ার প্রদান করে থাকে। সুতারাং পাওয়ার বের করার জন্য Re-Active Power, P = √3 V I Sinθ (KVAR) প্রয়োগ করতে হবে।
আমরা জানি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে,
Cosθ = 0.8, Sinθ = 0.6
আমরা ইতিমধ্যে পেয়েছি, V = 0.4 KV, I = 3608 A
P = √3 V I Sinθ
P = √3 * 0.4 * 10^3 * 3608 * 0.6
P = 1499817 ≅ 15,00000
P = 1500 KVA
ব্রেকার ২ ও ৩ অংশে দুটি ক্যাপাসিটর ব্যাংক রয়েছে যেখানে পাওয়ার ৭৫০ + ৭৫০ = ১৫০০KVAR ব্যবহার করা যাবে।
ব্রেকার ২ এর ক্ষেত্রে পাওয়ার P = 750 KVAR
I = P / √3 V
I = 750 * 10^3 / √3 * 0.4 * 10^3
I = 1082 A
এই মানের সার্কিট ব্রেকার বাজারে পাওয়া যাবেনা। সুতারাং চার্ট থেকে আমাদের ACB / MCCB 1250 A যেকোন একটি ব্যবহার করতে পারি। ACB 1250 A এর টার দাম MCCB 1250 A এর চেয়ে অনেক বেশি। তাই MCCB 1250A Rating এর ব্রেকারটি আমরা সিলেক্ট করতে পারি।
তাহলে ব্রেকার ২ ও ৩ এর জন্য MCCB 1250A breaker selected.
ব্রেকার ৪, ৫, ৬ এর টোটাল লোডের পাওয়ার নির্ণয়ঃ
এখানে একটিভ পাওয়ারের হিসাব করতে হবে, যেখানে V = 0.4 KV, I = 3608A, Cos θ = 0.8
Active Power, P = √3 V I Cosθ (KW)
P = 1999756 ≅ 2000000 W
P = 2000 KW
তাহলে ব্রেকারের ৪, ৫, ৬ অংশে লোডের পাওয়ার = 1000 + 500 + 500 নিয়ে করি। আপনি চাইলে ১০০০ + ৭৫০ + ২৫০ নিয়েও করতে পারেন।
ব্রেকার ৪ নির্ণয়
P = 1000 KW, V = 0.4 KV, I = ?
I = P / √3 V Cosθ
I = 1804 ≅ 1800 A
ব্রেকার ৪, ৫, ৬ যেহেতু লোডের সাথে যুক্ত আছে সেক্ষেত্রে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ি ২০% এক্সট্রা Breaker নির্বাচন করতে হবে।
তাহলেঃ 1800 * 20% = 360
I = 1800 + 360
I = 2160 A
এই এম্পিয়ার রেটিং এর ব্রেকার কাছাকাছি আছে 2500 A ACB. তাহলে ব্রেকার ৪ এর জন্য 2500 A রেটিং এর ব্রেকার সিলেক্টেড।
ঠিক একইভাবে ব্রেকার ৫ ও ৬ নির্বাচন করতে হবে। আর এটা আপনারা করে কমেন্ট করুন। আমরা উত্তরটি মিলিয়ে আপনাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবো। সার্কিট ব্রেকার হিসাব নিয়ে কারো কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না।
Read More:
Cable Size and Circuit Breaker Selection for High Tension and Low Tension