ট্রান্সফরমার নিয়ে অদেখা কিছু প্রশ্নঃ (পর্ব-১)

ইলেকট্রিক্যাল জগতে এক সুপরিচিত নাম ট্রান্সফরমার। এই ফিল্ডে এমন লোক খুঁজে পাওয়া যাবেনা যে এই ডিভাইসটির সাথে পরিচিত নয়। অনেক রকমের প্রশ্ন শেখাও হয়েছে এই ডিভাইস নিয়ে। কিন্তু গানের সুরে যদি বলি “চেনা চেনা লাগে তবুও অচেনা”। তার মানে যত প্রশ্নই শিখিনা কেন আমরা এই ডিভাইসটির রহস্য উদঘাটন এত সহজ ও কিন্তু নয়। তাই ট্রান্সফরমার সংক্রান্ত কিছু অদেখা প্রশ্ন আমি আপনাদের সাথে দুটো পর্বে শেয়ার করব। তাহলে চলুন প্রথম পর্ব শুরু করা যাক।

ওহমের সূত্র ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন?

আমরা জানি, এই সূত্র কেবল নির্দিষ্ট তাপমাত্রায় ডিসি সোর্সযুক্ত রেজিস্টিভ লোডের ক্ষেত্রেই প্রযোজ্য।
ট্রান্সফরমার ইন্ডাক্টিভ লোড। এই ডিভাইসের অপারেশনের জন্য এসি দরকার। তাই এই ডিভাইসে তাপমাত্রার যথেষ্ট পরিবর্তন ঘটে। তাই ট্রান্সফরমার এই সূত্র মেনে চলেনা।

ট্রান্সফরমারের রহস্য
ট্রান্সফরমার
ট্রান্সফরমার

Insultaing, Isolating এবং Shielded Winding ট্রান্সফরমারের মধ্যে পার্থক্য কি?

ইন্সুলেটিং (Insultaing) এবং আইসোলেটিং (Isolating) ট্রান্সফরমার একই। মূলত ট্রান্সফরমারের প্রাইমারি সেকেন্ডারি উইন্ডিং বিচ্ছিন্নতার (Isolation) অথবা দুটির অন্তরকের (Insultaing) বর্ণনার উদ্দেশ্যে এই শব্দ দুটি ব্যবহার করা হয়। Shield শব্দের আভিধানিক অর্থ হল রক্ষাকবচ। আর বিশেষ কোন শত্রুর আক্রমণ হতে রক্ষা পেতেই Shielded Winding ট্রান্সফরমার ডিজাইন করা হয়। প্রাইমারী এবং সেকেন্ডারি উইন্ডিং-এর মাঝে metallic shield (ধাতব ঢাল) দেয়া থাকে, যাতে করে এর শত্রু নয়েজ হ্রাস পায়। সব দুই, তিন এবং চার উইন্ডিং বিশিষ্ট ট্রান্সফরমার ইন্সুলেটিং বা আইসোলেটিং ধরনের হয়ে থাকে।

ব্যতিক্রমঃ

শুধু অটো-ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং একে অপরের সাথে ইলেকট্রিক্যালি যুক্ত থাকে, এতে কোন ইন্সুলেটর বা আইসোলেটর থাকে না।

ট্যাপ চেইঞ্জার কি এবং কখন ব্যবহার করা হয়?

ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে পাওয়ার ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জারটি ব্যবহার করা হয়। আমরা জানি, পাওয়ার গ্রিড সিস্টেমের ভোল্টেজ স্থির থাকেনা। তারা মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে। তাই পরিবর্তিত ভোল্টেজকে পুনরায় আগের মানে নিয়ে আসার জন্য যে রেগুলেটর ব্যবহার করা হয় তাকেই ট্যাপ চেইঞ্জার বলে।

এইভাবে, ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজে সামঞ্জস্যতা বজায় থাকে এবং উচ্চ এবং নিম্ন ভোল্টেজের অনুপাতটি ঠিক থাকে।

ট্রান্সফরমারের রহস্য
ট্যাপ চেইঞ্জার
ট্যাপ চেইঞ্জার

একটি ট্রান্সফরমারের নেমপ্লেটে প্রদত্ত ভোল্টেজ অপেক্ষা কম বা বেশি ভোল্টেজে চালানো হলে কি সমস্যা হবে?

কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সফরমার নেমপ্লেটে প্রদত্ত ভোল্টেজ অপেক্ষা কম ভোল্টেজে চালান যেতে পারে। যদি ট্যাপ চেঞ্জার না থাকে তাহলে ট্রান্সফরমার নেমপ্লেটে প্রদত্ত ভোল্টেজ অপেক্ষা বেশি ভোল্টেজে চালান উচিত নয়। যদি নির্ধারিত ভোল্টেজ অপেক্ষা কম ভোল্টেজে ট্রান্সফরমার চালান হয়, তাহলে এর এপারেন্ট পাওয়ার (KVA rating) ক্রমান্বয়ে কমে যাবে। উদাহরণস্বরূপঃ যদি কোন ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজ ৪০০ ভোল্ট ও সেকেন্ডারি ভোল্টেজ ২০০ ভোল্ট হয়ে থাকে এবং এটি যদি ২০০ ভোল্টে অপারেট করা হয় তাহলে সেকেন্ডারি ভোল্টেজ হ্রাস পেয়ে হবে ১০০ ভোল্ট। যদি ট্রান্সফরমারটির রেটিং ১০ KVA হয়ে থাকে তাহলে সেটি হয়ে যাবে ৫ KVA অথবা প্রদত্ত ভোল্টেজের সমানুপাতিক হবে।

ট্রান্সফরমারের কর্মদক্ষতা ৯৫%-৯৮% অথচ অন্যান্য ডিভাইসে এরুপ পরিলক্ষিত হয়না কেন?

মিঃ ট্রান্সফরমার খুব শান্ত এবং ভদ্র গোছের লোক। তিনি স্থির বা শান্তশিষ্ট অবস্থায় থাকতেই পছন্দ করেন। এতে রোটর বা ঘূর্ণায়মান অংশ নেই, ফলে ঘর্ষণজনিত কোন ক্ষয় এতে নেই। তাই অন্যান্য ঘূর্ণায়মান যন্ত্রের তুলনায় ট্রান্সফরমারে লস অনেক কম। তাই ট্রান্সফরমারের কর্মদক্ষতা সবচেয়ে বেশি। ট্রান্সফরমারের কর্মদক্ষতা ৯৫%-৯৮% পর্যন্ত হয়ে থাকে।

সিংগেল ফেজ ট্রান্সফরমার প্যারালালে সংযোগের সময় তাদের ইম্পিড্যান্স এবং ভোল্টেজ রেটিং সমান হওয়া প্রয়োজন কেন?

সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের সমান্তরাল সমবায়ে তাদের ইম্পিড্যান্স এবং ভোল্টেজ সমান হতে হবে। যদি দুটি ট্রান্সফরমারের ভোল্টেজ সমান না হয়, তাহলে দুটি ট্রান্সফরমারের সন্নিকটে তৈরি হওয়া সার্কুলেটিং কারেন্টের কারণে মাত্রাতিরিক্ত তাপ উৎপন্ন হবে এবং ট্রান্সফরমার বাবু পটল তুলবেন।

এছাড়াও প্রত্যেক ট্রান্সফরমারের ইম্পিড্যান্স অবশ্যই ৭.৫% এর মধ্যে থাকতে হবে। উদাহরণস্বরূপঃ যদি ট্রান্সফরমার ‘P’-এর ইম্পিড্যান্স ৪% হয়ে থাকে এবং ট্রান্সফরমার ‘Q’-কে সমান্তরালে সংযোগ দিতে Q-এর ইম্পিড্যান্স ৩.৫% অথবা ৪% এর মধ্যে থাকতে হবে। থ্রি ফেজ ট্রান্সফরমার সমান্তরাল সংযোগের ক্ষেত্রে একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে।

ট্রান্সফরমারের রহস্য
ট্রান্সফরমার ব্যাংকিং
ট্রান্সফরমার ব্যাংকিং সিস্টেম

ট্রান্সফরমারের কোরের লেমিনেশন/ইন্সুলেশন কতটুকু পুরু হয়ে থাকে?

আসলে এই লেমিনেশন স্বাভাবিকভাবে ০.৪ মিমি থেকে ০.৫ মিমি পর্যন্ত হয়ে থাকে। তবে পাওয়ার লাইনে ব্যবহৃত অনেক ট্রান্সফরমারের লেমিনেশনের পুরুত্ব অনেক কম হয় (০.২ মিমি)।

ট্রান্সফরমারের রহস্য
কোর লেমিনেশন
কোর লেমিনেশন

টরোয়েড ট্রান্সফরমার কি?

নবীনরা এই নামটি শুনে হয়তো চমকে উঠতে পারে। এই টরোয়েড ট্রান্সফরমার (Toroid transformer) মূলত ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে কাজ করে থাকে। ইংরেজি “Torus” শব্দ থেকেই এই নামটির উদ্ভব যার অর্থ হল গোলাকার রিং। এর গোল বা রিং আকৃতির জন্য এই নাম ব্যবহার করা হয়েছে।

ট্রান্সফরমারের রহস্য
টরোয়েড ট্রান্সফরমার
টরোয়েড ট্রান্সফরমার

ট্রান্সফরমার রেটিং 50/75 MVA বলতে কি বুঝায়?

এই রেটিং দিয়ে বুঝায়, প্রাকৃতিক কুলিং সিস্টেম ব্যবহার করেই ট্রান্সফরমার 50MVA লোড বহন করতে সক্ষম। কিন্তু কৃত্রিম কুলিং (এয়ার প্রেসার) ব্যবহার করে ট্রান্সফরমারের ক্ষমতা 75 MVA পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

ট্রান্সফরমার নিয়ে আরো কিছু পোস্ট

সিংগেল ফেজ ট্রান্সফরমার ব্যাংকিং সিস্টেম

ট্রান্সফরমারের গায়ে Dny11 লিখাটির অর্থ কি?